এসো! ইংরেজিতে দু’টো কথা বলি : পাঠ - ২

মনের ভাব প্রকাশের জন্য ইংরেজিতে অনেক সময় পুরো বাক্যটা না বলে দুই একটি শব্দেই কাজ চলে যায়। উদাহরণত – Yes Sir! [ইয়েস স্যার!] No Sir! [নো স্যার!] ইত্যাদি। বাক্যের এই সংক্ষিপ্ত রূপের সাথে ইংরেজি ভাষা শিখতে ইচ্ছুক প্রত্যেকেরই ভালোভাবে পরিচয় থাকা দরকার।কাজটা একেবারে সহজ, কারণ ব্যাকরেণের মারপ্যাঁচ এগুলোতে থাকে না। আপনি যদি খুব ভালো একজন স্পীকার হতে চান বাক্যের এই সংক্ষিপ্ত রূপ আপনার জানা জরুরি। নেটিভ স্পীকাররা সাধারণত এগুলো ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং আপনিও শিখে ফেলুন Some Forms of Small Speeches —

আমি এই আসছি / সবে আসছি
Just coming.

বেশ/খুব ভাল
Very well.

ঠিক আছে
It's fine / Very good.

আপনি যা বলেন / আপনার যেমন ইচ্ছে
As you like / As you please.

আর কিছু [বলার আছে]?
Anything else?

থাক্ থাক্ যথেষ্ট হয়েছে
That's enough.

[এই অকিঞ্চিনকে] সম্মান দেখানোর জন্যে আপনাকে ধন্যবাদ
Thanks for this honor.

আচ্ছা
O.K.

[নিশ্চয়ই] কেন হবে না? / কেন নয়
Why not?

একটুও না
Not a bit.

আচ্ছা চলি
Ta-ta

কাল দেখা হবে
See you tomorrow.

হাঁ, হাঁ নিশ্চয়ই
Yes, by all means.

অনেক হয়েছে
Too much.

হাঁ মশাই!
Yes sir.

কখনই নয়
No, not at all

তাতে কি হয়েছে/ঠিক আছে
Never mind / Doesn't matter.

[বলার] কিছুই নেই
Nothing more.

তেমন/বিশেষ কিছু নয়
Nothing special

আসুন, আসুন
Welcome

আমার ওপর ভরসা করতে পারেন
Rest assured.

নমস্কার/সালাম/সৎশ্রী অকাল/সুপ্রভাত/শুভ রাত্রী
Good morning / afternoon / evening / night.

বিদায়!
Good bye!

আবার আসবেন!
Bye –bye!

একটুও নয়!
Not the least!

ওপরের বাক্যগুলো পূর্ণাঙ্গ বাক্য নয়, কিন্তু এগুলো সম্পূর্ণ বাক্যের স্থানেই হয়।

ভালো করে দেখে বলুন, কেন এগুলো সম্পূর্ণ বাক্য নয়। হ্যা— ঠিকই ধরেছেন – এই বাক্যাংশগুলোতে ক্রিয়াপদ অনুপস্থিত। অথবা ক্রিয়াপদ থাকলেও কর্তা নাই—যাকে ইংরেজিতে বলা হয় understood , মানে ভেবে নিতে হয় যে ক্রিয়া বা কর্তা আছে।

এই ছোট্ট ছোট্ট বাক্য গুলো কিন্তু কথ্য ভাষাকে জীবনদান করে। কিছু তো নিজে যেমন হয় আবার কিছু বলতে হয় কথার উত্তরে। ঠিক জায়গায় ও উচিত অবসরে ব্যবহার করার অভ্যাস করতে হবে ইংরেজি ভাষা শিখতে ইচ্ছুক সকলকে।

তবে এবার পুরো বাক্যের সাথেই আপনার পরিচয় করানো যাক।

আদেশসূচক বাক্য
[Sentences denoting command]

থামো।
Stop.

বলো।
Speak.

শোনো।
Listen.

এখানে অপেক্ষা করো।
Wait here.

এদিকে এসো।
Come here.

এদিকে দেখো।
Look here.

এই নাও।
Take it.

কাছে আসো।
Come near.

বাহিরে অপেক্ষা করো।
Wait outside.

নিচে যাও।
Go down.

ওপরে যাও।
Go up.

নেমে যাও/নামো।
Get down.

তৈরী হয়ে নাও।
Be ready.

চুপ করো।
Keep quiet.

সাবধান।
Be careful.

আস্তে আস্তে যাও।
Go slowly.

এখনই যাও।
Go at once.

এখানে থামো।
Stop here.

সোজা চলে যাও।
Go straight.

এখান থেকে চলে যাও।
Go away.

ভালো করে পরিষ্কার করো।
Clean properly.

যেয়ো না।
Don't go.

ভুলো না।
Don't forget.

এটাকে ভেঙো না।
Don't break it.

আমায় জ্বালাতন করো না।
Don't trouble/tease me.

আর একবার চেষ্টা করে দেখো।
Try again.

শুরু করুন।
Go ahead.

নড়ো না।
Don't move.

উপরের বাক্য গুলো ছোট ছোট হলেও এগুলো পুরো বাক্য। কেননা এগুলো ক্রিয়াপদ উপস্থিত আছে।কর্তা অনুপস্থিত কারণ আদেশ সূচক বাক্যতে কর্তা You [তুমি] উহ্য থাকে।এগুলোতে 'You' understood, অর্থাৎ You [তুমি] – এর অর্থ ভেবে নিয়ে নিজে থেকে লাগাতে হয়।

(© from Indian famous writer R.K. Gupta's book)

আজিবুল হাসান
২৮শে মার্চ, ২০২১

Related Links
এসো! ইংরেজিতে দু’টো কথা বলি → পাঠ-১ → পাঠ-২ → পাঠ-৩পাঠ-৪পাঠ-৫পাঠ-৬পাঠ-৭পাঠ-৮পাঠ-৯পাঠ-১০পাঠ-১১ → পাঠ-১২
Post a Comment (0)
Previous Post Next Post