এসো! ইংরেজিতে দু’টো কথা বলি : পাঠ - ৩

কাউকে বিদায় দিতে আমরা সাধারণত Goodbye কিংবা Bye বলে থাকি। এগুলো এখন খুব কমন হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারাও এগুলো জানে। তাই একটু অন্যরকম করে বিদায় বলা শিখি আজ। তো চলুন শুরু করি —

আমরা Goodbye এর পরিবর্তে নিম্নের সম্ভাষণ ব্যবহার করতে পারি –

Bye

Bye for now

See you

See you soon

See you later

Catch up with you later

Hope to see you soon

See you next time

It was nice meeting you

It's been really nice knowing you

All the best, bye

Take care

Stay in touch

I'm really going to miss you

I'm looking forward to seeing you soon

তাহলে আজ থেকে এগুলো জেনে গেলেন তো। এবার এগুলো থেকে যেটা ভাল্লাগে সেটা মুখস্ত করুন আর পোজ দিন।

আমরা দৈনন্দিন জীবনে কমবেশি অনেক কাজে অনেক বার কাউকে ধন্যবাদ জানাতে Thank you বলে থাকি। এই Thank you বলাটা একটু সেকেলে হয়ে গেছে। আজকাল সবাই এটা বলে থাকে। তাই ভিন্ন কিছু ভিন্নভাবে বলুন Thank You না বলে।

এখন কাউকে Thank you না বলে নিচের গুলো বলতে চেষ্টা করুন।নিজেকে একটু স্মার্টলি প্রেজেন্টস্ করুন –

Thanks

Thanks a million

That's so kind of you

You made my day

I really appreciate your help

I owe you a great deal

There are no words to show my appreciation

I don't know how to express my thanks

Many thanks

Thank you so much

You are so kind

What you've done means a lot to me

Thank you very much

Thank you

Thanks

তাহলে এখান থেকেই প্রাকটিস শুরু করে দিন আর অভ্যাস করে ফেলুন উপরের যেগুলো ভালো লাগে সেগুলো আয়ত্তে আনুন।

ঠিক I like.......... না বলে আপনি চাইলে নিচেরগুলো ব্যবহার করতে পারেন –

I keep on..........

I'm crazy about..........

I'm mad about..........

I adore..........

I enjoy..........

I love..........

তেমনি I don't like.......... কে ৫ ভাবে বলা যায়। তাহলে দেখে আসি —

I can't bear..........

I can't stand..........

I dislike..........

I hate..........

I don't like..........

তাহলে এখান থেকেই প্রাকটিস শুরু করে দিন আর অভ্যাস করে ফেলুন উপরের যেগুলো ভালো লাগে সেগুলো আয়ত্তে আনুন।

আজিবুল হাসান
৩১শে মার্চ, ২০২১

Related Links
এসো! ইংরেজিতে দু’টো কথা বলি → পাঠ-১পাঠ-২ → পাঠ-৩ → পাঠ-৪পাঠ-৫পাঠ-৬পাঠ-৭পাঠ-৮পাঠ-৯পাঠ-১০পাঠ-১১ → পাঠ-১২
Post a Comment (0)
Previous Post Next Post