এসো! ইংরেজিতে দু’টো কথা বলি : পাঠ- ১

১। ইংরেজিতে অভিবাদন করাঃ-
সাক্ষাৎ হলে হিন্দুরা ‘নমস্কার, কেমন আছেন?’ মুসলমানেরা ‘আসসালামু আলাইকুম’ এবং শিখ সম্প্রদায় ‘সৎশ্রী অকাল’ ইত্যাদি বলে সম্ভাষণ করেন।বাংলাতে সম্ভাষণ কোনো টাইম টেবিলের উপর ডিপেন্ড না করলেও ইংরেজিতে কিন্তু টাইম-টেবিল খুব গুরুত্বপূর্ণ।সকাল-বিকাল-রাত্রী ইত্যাদি সময়ে সম্ভাষণ করার রূপ বদলে যায়।তো চলুন জেনে আসা যাক-

ভোরবেলা হতে দুপুর পর্যন্ত–
সুপ্রভাত, দাদামশায়! Good morning, grand'pa
সু'প্রভাত,বাবা! Good morning, dad

বেলা একটা হতে পাঁচটা পর্যন্ত–
নমস্কার, দিদিমা! Good afternoon, grand'ma
নমস্কার, মা! Good afternoon, mummy
বেঁচে থাকো গো মেয়ে! Good afternoon, my daughter

বিকেল পাঁচটা হতে রাত ১১ টা পর্যন্ত–
কাকা,নমস্কার! Good evening, uncle
ভালোই আছি,সোনামণি! Good evening, my child

রাত্রে বিদায় নেওয়ার সময়–
শুভরাত্রী। Good night
সুখে নিদ্রা যাও। Sweet dreams, darling

দিনে-রাত্রে যে-কোনো সময়ে–
আজকের মত তাহলে আসি,স্যার। Good day to you, Sir

যাওয়ার সময়—
যাই, বাচ্চারা! Good-bye, children
বিদায়, প্রিয়ে! Farewell, my love
আচ্ছা, আবার দেখা হবে। Hope to see you again/so long.

পুনশ্চঃ কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ—
Grandfather → grand'pa
Grandmother → grand'ma
Mother → mummy
Husband → hubby

২। ক্ষমা প্রার্থনা করতে ইংরেজিতে অনেকগুলো শব্দের ব্যবহার হয়।কিছু শব্দের প্রকৃত অর্থ নিম্নে উল্লেখ করা হল:-
Excuse(v) — ক্ষমা করা। সাধারণ কথাবার্তায় প্রযোগ্য।
Forgive(v) — অপরাধের দন্ড দেওয়ার ইচ্ছা দমন করে অন্তঃস্থল থেকে মার্জনা করা।
Pardon(v) — অপরাধের দন্ডভোগ থেকে মুক্তি দেওয়া।
Mistake(v) — ভুল করে অন্যরকম ভাবা বা বোঝা।
Apologise(v) — ভুল স্বীকার করা।
Sorry(adj) — দুঃখিত/অনুতপ্ত।

৩। ইংরেজিতে কথায় কথায় আপনি আজ্ঞে এসব বলার বালাই নেই। গুরুজন থেকে সর্বজন তুমি (You) বলেই সম্বোধন করে। তার মানে এই না যে, ইংরেজি ভাষাতে শিষ্টাচারের অভাব। বরং ইংরেজরা অত্যন্ত বিনয়ী জাতি।তাদের কথাবার্তার পদে পদে শিষ্টাচারের স্বাক্ষর। এরকম কিছু শব্দ মনে গেঁথে রাখুন—
please (প্লীজ)
welcome (ওয়েলকাম)
allow me (এলাও মি)
sorry (সরি)
pardon (পারডন)
it's my pleasure (ইটস্ মাই প্লেজার)
thanks (থ্যাঙ্কস)
With great pleasure (উইথ গ্রেট প্লেজার)
after you (আফটার ইউ)
excuse me (এক্সকিউজ মি)
no mention (নো মেনশন)

৪। নম্রতাসূচক কিছু বাক্য শিখি —
সময় নিয়েও না আসতে পারার জন্য — I'm sorry, I couldn't make it that day.
নির্ধারিত সময়ে না আসতে পারার জন্য — I'm sorry, I couldn't make it in time.
দেরি হওয়ার জন্য মাফ চাইছি — I'm sorry, I got little late
আমার তরফ থেকে ক্ষমা নিবেন — please, beg my apologise
ভুল হয়ে গেছে। মাফ করবেন — It was all by mistake. Please excuse me
কাজে ব্যাঘাত দিলাম, ক্ষমা চাইছি — Sorry to have disturbed you
আপনি যদি অনুমতি দেন তো বলি — Allow me to say...
আপনি যদি একটু এদিকে নজর দেন — May I have your attention please
এ সমস্ত আপনার জন্য — It's all yours
আমি কি কিছু বলতে পারি? — Will please permit me to speak
একটু সরে বসবেন — Will you please move

আজিবুল হাসান
২৫শে মার্চ, ২০২১

Related Links
এসো! ইংরেজিতে দু’টো কথা বলি → পাঠ-১ → পাঠ-২পাঠ-৩পাঠ-৪পাঠ-৫পাঠ-৬পাঠ-৭পাঠ-৮পাঠ-৯পাঠ-১০পাঠ-১১ → পাঠ-১২

1 Comments

Post a Comment
Previous Post Next Post