ব্যাকরণ : অব্যয়ীভাব সমাস

অব্যয়ীভাব সমাস

যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে, উত্তরপদে সাধারণত বিশেষ্য থাকে এবং অব্যয়ের অর্থ প্রধান হয়ে দেখা দেয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে।

সাধারনত কোন কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয়?

সামীপ্য, বীপ্সা, অনতিক্রম, অভাব, পর্যন্ত, অতিক্রান্ত, বিরোধ, যোগ্যতা, সাদৃশ্য, পশ্চাৎ প্রভৃতি অর্থে।

নিম্নে কতিপয় উল্লেখযোগ্য অব্যয়ীভাব সমাস দেখানো হল:—
>> সামীপ্য (উপ) অর্থে <<
উপ নগরী = নগরীর সমীপে

উপকন্ঠ = কন্ঠের সমীপে

উপকূল = কূলের সমীপে

>> সাদৃশ্য (উপ) অর্থে <<
উপভাষা = ভাষার সদৃশ

উপবন = বনের সদৃশ

উপগ্রহ = গ্রহের তুল্য

উপকথা = কথার সদৃশ্য

উপদ্বীপ = দ্বীপের সদৃশ

উপশহর = শহরের সদৃশ

উপনদী = নদীর সদৃশ

উপসাগর = সাগেরর সদৃশ

উপবিভাগ = বিভাগের সদৃশ

প্রতিমূর্তি = মূর্তির সদৃশ

উপমাতা = মাতার সদৃশ (মাসি, পিসি, ফুফু, খালা)
[দ্রষ্টব্য: বিমাতা এবং উপমাতা এক নয়]

>> বীপ্সা (পুনঃ পুনঃ) অর্থে <<
প্রতিগৃহে = গৃহে গৃহে

প্রতিক্ষণ / অনুক্ষণ = ক্ষণে ক্ষণে

প্রতিদিন = দিন দিন

প্রতিমণ = মণে মণে

প্রতিজন / জনপিছু = জনে জনে

ফিবছর = বছর বছর

হররোজ = রোজ রোজ

>> অনতিক্রম ( যথা) অর্থে <<
যথানিয়ম = নিয়মকে অতিক্রম না করে

যথাবিধি = বিধিকে অতিক্রম না করে

যথেষ্ট = ইষ্টকে অতিক্রম না করে

যথাসাধ্য = সাধ্যকে অতিক্রম না করে

যথেচ্ছা = ইচ্ছাকে অতিক্রম না করে।

>> অভাব (নিঃ/নির) অর্থে <<
নির্জল = জলের অভাব

নিরামিষ = আমিষের অভাব

নির্ভাবনা = ভাবনার অভাব

নিরুৎসাহ = উৎসাহের অভাব

নির্ঝঞ্ঝাট = ঝঞ্ঝাটের অভাব

>> ঈষৎ (আ) অর্থে <<
আনত = ঈষৎ নত

আরক্তিম = ঈষৎ রক্তিম

>>পর্যন্ত (আ) অর্থে <<
আজীবন = জীবন পর্যন্ত

আসমুদ্র = সমুদ্র পর্যন্ত

আবালবৃদ্ধবনিতা = বাল, বৃদ্ধ ও বনিতা পর্যন্ত

আসমুদ্রহিমাচল = সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত

আমূল = মূল পর্যন্ত

আমরণ = মরণ পর্যন্ত

আকৈশোর = কৈশোর পর্যন্ত

আপাদমস্তক = পদ (পা) হতে মস্তক পর্যন্ত

আজন্ম = জন্ম (-এর বিনাশ) পর্যন্ত

আজানু = জানু পর্যন্ত

আবাল্য = বাল্যের সূচনা থেকে বাল্যের শেষ পর্যন্ত

আশৈশব = শৈশবের সূচনা থেকে শৈশবের শেষ পর্যন্ত

অদ্যাবধি = অদ্য পর্যন্ত

আকর্ণ = কর্ণ পর্যন্ত

যাবজ্জীবন = জীবন পর্যন্ত

>> অতিক্রান্ত (উৎ) অর্থে <<
উদ্বেল = বেলাকে অতিক্রান্ত

উচ্ছৃঙ্খল = শৃঙ্খলাকে অতিক্রান্ত

উচ্ছিন্ন = ছিন্নকে অতিক্রান্ত

যথেষ্ট = ইষ্টকে অতিক্রম না করে

>> বিরোধ (প্রতি) অর্থে <<
প্রতিবাদ = বিরুদ্ধ বাদ

প্রতিকূল = বিরুদ্ধ কূল

প্রতিযোগ = বিরুদ্ধ যোগ

>> পশ্চাৎ (অনু) অর্থে <<
অনুগমন = পশ্চাৎ গমন

অনুধাবন = পশ্চাৎ ধাবন

অনুসরণ = পশ্চাৎ সরণ

অনুতাপ = পশ্চাৎ তাপ

>> আরো কিছু অব্যয়ীভাব সমাস <<
বেমানান = মানানের অভাব

বেবন্দোবস্ত = বন্দোবস্তের অভাব

হাভাত = ভাতের অভাব

গরমিল = মিলের অভাব

আলুনি = লুনের (লবনের) অভাব

হা-ঘর = ঘরের অভাব

যাবজ্জীবন = জীবন পর্যন্ত

উপদেবতা = হীন দেবতা

ফিকানীল = ঈষৎ নীল

ফিকালাল = ঈষৎ লাল

অনুরূপ = রূপের যোগ্য

সমস্তদিন = দিনভর

বেহায়া = হায়ার অভাব

বেকার = কারের অভাব

বিশ্রী = শ্রীর অভাব

প্রত্যহ = অহ অহ

প্রত্যঙ্গ = ক্ষুদ্র অঙ্গ

অন্যায় = ন্যায়ের অভাব

দুর্ভিক্ষ = ভিক্ষার অভাব

>> কতগুলো নিপাতনে সিদ্ধ অব্যয়ীভাব সমাস <<
সমক্ষ = অক্ষির সমীপে

প্রত্যক্ষ = অক্ষির অভিমুখে

পরোক্ষ = অক্ষির অগোচরে

অধিভূত = ভূতকে অধিকার করে

অধিদৈব = দৈবকে অধিকার করে

দুর্গত = দুঃ-কে (দুঃখকে) গত

প্রদক্ষিণ = দক্ষিণকে প্রগত

Related Links

আজিবুল হাসান
১০ এপ্রিল, ২০১১
Post a Comment (0)
Previous Post Next Post