৮ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গার্হস্থ বিজ্ঞান : ৩য় সপ্তাহ : ২০২১

৮ম শ্রেণি : এ্যাসাইনমেন্ট : গার্হস্থ বিজ্ঞান : ৩য় সপ্তাহ

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ - ১
 
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
১। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তুমি সারাদিন বাসায় অবস্থান করছো। সময় তালিকা প্রণয়ন করে লেখা-পড়া ও অন্যান্য কাজ-কর্ম করা উচিত। তাই এ পরিস্থিতিতে তোমার দৈনন্দিন কাজকর্ম কীভাবে করছো-

(ক) তোমার সারাদিনের কর্মকান্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন কর।
(খ) সময় তালিকা প্রণয়ণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
(গ) সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করছো?

৮ম শ্রেণির ৩য় সাপ্তাহের অ্যাসাইনমেন্ট-এর গার্হস্থ বিজ্ঞান প্রশ্ন দেয়া হলো :
৮ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গার্হস্থ বিজ্ঞান : ৩য় সপ্তাহ : ২০২১

নমুনা সমাধান

[ ১ ]
আমার সারাদিনের কর্মকাণ্ডের তালিকা দেয়া হলো
৫:০০ – ৬:০০ – প্রার্থনা
৬:০০ – ৭:০০ – হাটাহাটি করা
৭:০০ – ৮:০০ – পড়াশুনা
৮:০০ – ৮:৩০ – নাস্তা করা
৮:৩০ – ১০:৩০ – পড়াশুনা করা
১০:৩০ – ১২:০০ – মাকে সাহায্য করা
১২:০০ – ১২:৩০ – ঘর পরিষ্কার করা
১২:৩০ – ১:০০ – গোসল করা
১:৩০ – ২:০০ – দুপুরের খাবার
২:০০ – ৩:০০ – বিশ্রাম নেয়া
৩:০০ – ৫:০০ – খেলাধুলা করতে যাওয়া
৫:০০ – ৫:৩০ – প্রার্থনা
৫:৩০ – ৬:০০ – অবসর সময় পার করা / টিভি দেখা
৬:০০ – ৬:৩০ – প্রার্থনা
৬:৩০ – ৭:০০ – নাস্তা করা
৭:০০ – ৮:০০ – মাকে সাহায্য করা
৮:০০ – ৮:৩০ – প্রার্থনা
৮:৩০ – ১০:০০ – পড়াশোনা করা
১০:০০ – সকাল ৫:০০ – ঘুমানো

[ খ ]
সময় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময় খুবই সীমিত পরিমাণের সম্পদ। সকলের জন্য তাই এর ব্যয় যথেষ্ট বিবেচনার সাথে করতে হয়। তা না হলে সফলতা পাওয়া যায় না।

সময় তালিকা ব্যক্তিজীবনে অপরিসীম। এই তালিকা প্রণয়ণের মাধ্যমে কোন কাজ গুলো বেশি প্রয়োজন এবং কোন কাজগুলো কম তার ধারণা পাওয়া যায। এই তালিকা অনুসারে কাজ করলে সময়ানুবর্তীতা অভ্যাস আয়ত্ত হয়। এমনকি প্রতিটি কাজের জন্য পরিমিত সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়। কাজে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি পায়। এমনকি প্রিয়জনদের জন্য পর্যাপ্ত সময়ও বের করা যায়। তাই এর প্রয়োজনীয়তা অনেক।

[ গ ]
সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে কিছু বিষয় আমার বিবেচনায় আনা খুবই প্রয়োজন। যেমন-
  • প্রতিদিন যে কাজগুলো অনিবার্য তা নির্ধারণ করে তালিকায় অন্তর্ভূক্ত করা।
  • প্রয়োজনমত কাজে সময় বাড়িয়ে কমিয়ে নেয়া যায়।
  • অন্যের সাথে মিলেমিশে কাজ করতে হলে তার সুযোগ-সুবিধার খেয়াল রাখা যায়।
  • দেহ মন সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণ শ্রম, বিশ্রাম ও অবসর নিশ্চিত করা যায়।
  • সময় তালিকা সহজ ও সাবলীল হওয়া খুব্ই প্রয়োজন যাতে যেকোন সময়ে প্রয়োজন অনুসারে তা পরিবর্তন করা যায়।

Post a Comment (0)
Previous Post Next Post