জীববিজ্ঞানের বিকাশ
Biology শব্দটি কোন শব্দ থেকে এসেছে? — গ্রীক শব্দ। (Bios — জীবন এবং Logos — জ্ঞান)
Biology শব্দের প্রবর্তক কে? — জাঁ ল্যামার্ক।
Flora বলা হয় কাকে? — উদ্ভিদকূলকে। (All the plants of an area)
জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কি কি? — উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিজ্ঞান।
সর্বপ্রথম যিনি প্রাণি জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন? — ক্যারোলাস লিনিয়াস।
লিনিয়াস কোন দেশের অধিবাসী? — সুইডেন।
Species plantarum বইটি কার লেখা? — ক্যারোলাস লিনিয়াস।
শ্রেনিবিন্যাসে 'Species' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? — ক্যারোলাস লিনিয়াস।
জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়? — ল্যাটিন ভাষায়।
মানুষের বৈজ্ঞানিক নাম কী? — হোমো স্যাপিয়েন্স।
জীববিজ্ঞানের যে শাখায় জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলে?— মরফোলজি।
Anatomy শব্দের অর্থ কি? — শারীরবিদ্যা।
পরাগরেণু বিশ্লেষণ বিদ্যাকে বলা হয়? — প্যালিনজি।
ম্যালকোজিতে কোনটি নিয়ে আলোচনা করা হয়? — শামুক–ঝিনুক।
এপিকালচার বলতে কি বুঝায়? — মৌমাছি পালন।
এভিকালচার বলতে কি বুঝ? — পাখিপালন সংক্রান্ত বিষয়াদি।
পিসিকালচার বলতে কি বুঝায়? — মৎস্য পালন।
শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কাকে? — ক্যারোলাস লিনিয়াস কে।
জীববিজ্ঞানের শাখাসমূহ
Anatomy — শারীরস্থান বিদ্যা
Physiology — শারীরবিদ্যা
Embryology — ভ্রুণ সম্পর্কিত বিদ্যা
Cytology — কলাস্থানবিদ্যা
Histology — টিস্যু তত্ত্ব
Taxonomy — শ্রেণীবদ্ধবিদ্যা
Toxicology — বিষ সম্পর্কিত বিদ্যা
Palynology — পরাগরেণু বিদ্যা
Morphology — বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন বিদ্যা
Faicology — শৈবাল সম্পর্কিত বিজ্ঞান
Mycology — ছত্রাক সম্পর্কিত বিজ্ঞান
Parasitology — পরজীবী সম্পর্কিত বিজ্ঞান
Helminthology — কৃমি সম্পর্কিত বিজ্ঞান
Herpetology — কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা
Ornithology — উভচর ও সরীসৃপ বিষয়ক
Ichthyology — মাছ সম্পর্কিত বিদ্যা
ফলিত জীববিজ্ঞানের শাখাসমূহ ও আলোচ্য বিষয়
এপিকালচার (Apiculture) — মৌমাছি পালন বিজ্ঞান
এভিকালচার (Aviculture) — পাখি পালন বিজ্ঞান
পিসিকালচার (Pisciculture) — মৎস্য বিজ্ঞান
প্রনকালচার (Prawn culture) — চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞান
পার্লকালচার (Pearl culture) — মুক্তা চাষ বিষয়ক বিজ্ঞান
ফ্রগ কালচার (Frog culture) — ব্যাঙ চাষ বিষয়ক বিজ্ঞান
অ্যানিম্যাল কালচার (Animal husbandry) — গবাদি পশুপালন বিদ্যা
পোলট্রি ফার্মিং (Paultry culture) — হাঁস মুরগী পালন বিদ্যা
সেরিকালচার (Sericulture)— রেশম চাষ বিজ্ঞান
লাক কালচার (Lac culture) — লাক্ষা চাষ বিজ্ঞান
হর্টিকালচার (Horticulture) — উদ্যান পালন বিজ্ঞান
আরবরিকালচার (Arboriculture) — গাছ পালন বিদ্যা (যে সকল গাছের তক্তা হয়)
অ্যাকুয়াকালচার (Aquaculture) — জলের মধ্যে গাছপালা উৎপাদন বা জীবজন্তুর
বংশবৃদ্ধি