বর্ণমালার কথা-মালা

Letter / Alphabet - অক্ষর / বর্ণমালা

ইংরেজিতে মোট ২৬ টি Letter বা বর্ণ আছে। Vowel ৫ টি, এবং Consonant হল বাকি ২১ টি আমরা সবাই জানি। আবার এও আমরা জানি Vowel ছাড়া কোনো শব্দ বা Word গঠিত হয়না। উদাহরণ
Mobile, Pen, Doll, Book

এবার নিচের গুলো দেখুনঃ-
Cry, Fry, My, Try

শব্দগুলো Vowel ছাড়া গঠিত হয়েছে। তাহলে রহস্য কি? Vowel ছাড়া তো শব্দ গঠন সম্ভব না আমরা সবাই জানি।

আসল রহস্য হলো — Vowel হল মোট ৬ টি এবং Y কে বলা হয় Special Vowel.

জানা কথা নতুন করে জানুন-

[ ১ ]
Letter & Alphabet এর মধ্যে মৌলিক পার্থক্য হল : Letter হলো একটি Symbol বা চিহ্ন যার নিজস্ব একটি উচ্চারণ আছে।

আর Alphabet হলো কিছু Letter এর সমষ্টি। যাকে ইংরেজিতে বলা হয় Set of Letters এবং একে একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হয়।

[ ২ ]
Alphabet শব্দের অর্থ বর্ণমালা, তাই শব্দটার সাথে 'S' যোগ করে কখনোই 'Alphabets' বলা যাবে না।

[ ৩ ]
ইংরেজিতে 'I' এবং 'A' হলো Letter তবে, ব্যবহারের উপর ভিক্তি করে প্রতিটি ইংরেজি Letter কে এক একটি Word হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন:
I is the 9th letter of English.
A is the 1st letter of English.

[ ৪ ]
ইংরেজিতে এমন কিছু বাক্য আছে যাদের মধ্যে ২৬ টি ইংরেজি বর্ণ বা Letterপাওয়া যায় আর এধরনের বাক্যগুলোকে Pangram বলা হয়। সেরকম একটি জনপ্রিয় Pangram হল-
A quick brown fox jumps over the lazy dogs.

ভিন্ন কিছু
Education, Communicative এমন Word যেখানে (a, e, i, o, u) ৫টি vowel ই আছে।

abstemious এবং facetious এমন দুটি ইংরেজি শব্দ যেখানে vowel গুলো সিরিয়াল অনুসারে আছে।

Parts of Speech এর অপর নাম কিন্তু Parts of Sentence

Madam এবং Reviver এমন দুটি noun word যাদের কে বিপরীত দিক থেকে বানান করলেও একইরকম থাকে।

Pronoun নিজেই noun word এবং 'Pronoun' word টির pronoun হচ্ছে 'It' (প্রত্যেক Noun এরই Pronoun থাকে)

Gender (লিঙ্গান্তর) এমন একটি শব্দ যে শব্দটার কোনো masculine/feminine রূপ নেই।

পুনশ্চ : শুধু ৫ টি vowel দিয়েই শব্দ গঠন করা যায় এমন শব্দ নেই। ৫ টি vowel দিয়ে গঠিত শব্দে consonant থাকতেই হবে। নিচে কিছু শব্দ দেয়া হলো যেগুলোতে ৫টি vowel-ই আছে।

AUTOMOBILE

EVACUATION

REMUNERATION

REGULATION

MISBEHAVIOUR

AUTHORITIES

AUTHORIZE

AUTHENTICATION

PRECAUTION

MIRACULOUSNESS

MISDEMEANOUR

PREAMBULATION

AURIFEROUS

MENSURATION

TAMBOURINE

UNOSTENTATIOUS

UNOBJECTIONABLE

MULTIMILLIONAIRE

CONSEQUENTIAL

PRECARIOUS

আমরা বাংলাদেশীরা সেমি ভাওয়েল Semi-Vowel নামে যে একটি প্রকারভেদ বের করেছি এবং 'Y'& 'W' কে Semi-Vowel বর্ণ হিসেবে জানি এটা সম্পর্কে বিস্তারিত জানাবো।

আজিবুল হাসান
৩ এপ্রিল, ২০২১

2 Comments

Post a Comment
Previous Post Next Post