বরাবরের মতো আমরা আবারো শিখবো কিছু মজার স্মার্ট সেনটেন্স মেইক স্ট্রাকচার। যে
স্ট্রাকচারগুলো দিয়ে আপনি সহজে অনেক অনেক বাক্য দ্রুত সময়ে তৈরি করতে পারবেন এবং
এগুলো এতোই সহজ যে আপনার একটুও কষ্ট হবে না এগুলো কোথায় কখন কিভাবে ব্যবহার করতে
হবে সেসব নিয়ে। একজন স্মার্ট স্পীকার যেটা করে সেটা হল সে প্রতিনিয়ত নতুন নতুন
উপায়ে বাক্য তৈরি করে ফেলে এবং সেসব দিয়ে কথোপকথন করে। আর তাই আপনার নিজেকে একজন
স্মার্ট স্পীকার হতে হলে এমন ধরনের মজার সব স্ট্রাকচারগুলো শিখতে হবে এবং সেগুলোর
মাধ্যম আপনি প্রতিনিয়ত অনেক বাক্য তৈরি করে বলতে পারবেন। তাহলে চলুন আজকের
স্ট্রাকচারগুলো দেখে আসি —
Structure — 1 :
I'm afraid ..................
(ভদ্রভাবে কাউকে “না” বলা)
I'm afraid আমরা কিভাবে ব্যবহার করবো? জানতে হলে আমাদের জানতে হবে নেটিভ
স্পীকাররা সাধারণত এটার ব্যবহার কিভাবে করো থাকে। তারা সাধারণত কাউকে পোলাইটলি বা
ভদ্রতাসূচক কোনো কিছুতে না বলতে ব্যবহার করে থাকে। আমরা বাঙালিরা যেখানে I'm
sorry বলে থাকি। চাইলে সেখানে I'm sorry না বলে I'm afraid বলতে পারি। মজার
ব্যাপার হল দ্রুত উচ্চারণের সময় I'm afraid কে আ'ম ফ্রেইডের মতো শুনায়। চলুন ২/১
টা উদাহরণে সহজ হই –
আমি দুঃখিত আমি এখন রিডিং এর উপর ভিডিওগুলো বানাতে পারছি না।
I'm afraid, I can't make videos on reading module now.
আমি তোমাকে বিবাহ করতে পারব না।
I'm afraid, I can't marry you.
আমি তোমাকে ভালোবাসতে পারব না।
I'm afraid, I can't love you.
আমি এখন বাইরে যেতে পারব না।
I'm afraid, I can't go outside now.
Structure — 2 :
I'm not really happy with ..................
.................. আমি সত্যিই খুশী না।
ধরুন, কারো কোনো একটা আচরণে আপনি সন্তষ্ট না কিংবা এমন কিছু একটা যাতে আপনি খুশী হতে পারলেন না – এমন সব জায়গায় আপনি I'm not really happy with ব্যবহার করতে পারেন। উদাহরণ –
আমি তোমার পারফরমেন্স নিয়ে খুশী না।
I'm not really happy with your performance.
আমি তোমার ব্যবহারে মোটেও সন্তুষ্ট না।
I'm not really happy with your behaviour.
আমি তোমার পড়াশোনায় মোটেও খুশী না।
I'm not really happy with your study.
Structure — 3 :
It's not that .................. but ..................
এটা এমন নয় যে .................. কিন্তু ..................
এটা দিয়ে আপনি সাধারণত কোনো ছোট বাক্যকে অনেক বড় বাক্যে পরিণত করতে পারবেন।
উদাহরণ দিয়ে বিষয়টি সহজ করি –
এটা এমন নয় যে, আমি তোমাকে ইগনোর করি কিন্তু তুমি সেটা বুঝ না।
It's not that I ignore you but you don't understand it.
এটা এমন নয় যে, সে তোমাকে পছন্দ করে না কিন্তু সে এক্সপ্রেস করতে পারে না।
It's not that he likes you but he doesn't express it.
এটা এমন নয় যে, সে ক্রিকেট খেলতে পারে না কিন্তু সে খেলে না।
It's not that he plays cricket but he doesn't play cricket.
এমন নয় যে, সে একজন ভালো ছাত্র নয় কিন্তু সে একজন ভালো গায়ক।
It's not that he's a good student but he's a good singer.
এবার আপনার পালা!স্ট্রাকচারগুলো ভালোভাবে শিখে ফেলুন, অনেক অনেক বাক্য তৈরি
করুন এবং তারপর শুরু করে দিন আপনার প্রতিদনের কথাবার্তায় এগুলোর ব্যবহার।