ইংরেজিতে কথা বলার একটা মজা আছে। কারণ আপনার চারপাশে শত বাঙালির মধ্যে আপনার
ইংরেজিতে কথা বলা সহজে অন্য সবার দৃষ্টি আর্কষণ করবে। আপনাকে অন্য সবাই দেখবে
এটাই তো সবাই চায়। মানুষ মাত্রই সবাই চায় অন্যের অ্যাট্রাকশন। আর তারই
ধারাবাহিকতায় নিয়ে এসেছি মজার ইংরেজি স্পোকেন স্ট্রাকচার। যেগুলো আপনার
উপস্থিতিকে অনেক স্মার্ট করে দিবে আর স্মার্ট করে তুলবে আপনাকে।
Structure — 1 :
I have had enough of .............
.............যথেষ্ট সহ্য করেছি।
এটি আমরা পজিটিভ কনস্ট্রাকশনে ব্যবহার করতে পারি। এমন কিছু হয় না যেসব আমাদের
ধৈর্য্যের বাহিরে চলে যায়। এককথায় লিমিট শেষ পর্যায়ে চলে আসে। Too much এর মতো
বলতে গেলে। বাংলা উদাহরণ দেখে ক্লিয়ার করি চলুন :
তোমার আচরণ আমি যথেষ্ট সহ্য করেছি।
I have had enough of your behaviour.
ঢাকা শহরের ট্রাফিক জ্যাম যথেষ্ট সহ্য করেছি।
I have had enough of the traffic jam in Dhaka.
তোমার অভিযোগ আমি যথেষ্ট সহ্য করেছি।
I have had enough of your complaint.
Structure — 2 :
Having said that .............
তা শর্তে / কিন্তু
এটির ব্যবহার অনেক সহজ। বড়কথা এটি শুধু আপনি স্পোকেনে ইউস করতে পারবেন না; এটি
আপনি রিটেন ইংলিশেও অনেক ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটি ভালোভাবে জানলে আপনি
ইংরেজি বলতে এবং লিখতে উভয় জায়গায় অনায়াসে ব্যবহার করতে পারবেন। চলুন দেখে আসি
এটি কিভাবে ব্যবহার করতে হয়। এবারের উদাহরণ টি ইংরেজি দিয়ে শুরু করব:
I try to learn English, but I can't learn it properly.
দুটি Clause কে যুক্ত করতে আমরা But ইউস করেছি। এবার থেকে আমরা But কে না বলে Having said that কে ইয়েস বলবো,ওকে। যেখানে But ব্যবহার করতাম সেখানে having said that ব্যবহার করে দেখুন কেমন হয়। তাহলে বাক্য টি কেমন হয় দেখুন:
I try to learn English having said that I can't learn it properly.
আমি তোমাকে পছন্দ করি কিন্তু তোমার অতিরিক্ত রাগ আমার ভাল লাগে না।
I like you, having said that I don't like your excessive anger.
আমি ক্রিকেট খেলতে পছন্দ করি কিন্তু ভাল খেলতে পারি না।
I like to play cricket, having said that I don't play well.
Structure — 3 :
On one hand, ............. on the other hand, ..............
এটার আমরা সবাই কমবেশি পরিচিত। তাই বিস্তারিত না বলে সরাসরি উদাহরণে চলে এলাম :
একদিক থেকে এই বইটা অনেক ইফেক্টিভ কিন্তু অন্যদিকে আমি বইটা পড়ার সময় করতে পারি
না।
On one hand, this book is very effective but on the other hand, I can't
manage enough time to read it.
একদিক থেকে আমি ইংরেজি শিখতে চাই অন্যদিকে ইংরেজি আমার জন্য খুব কঠিন লাগে।
On one hand, I want to learn English, but on the other hand, English is
very difficult for me.
দেখুন আমাদের চারপাশের সবাই কমবেশি মোটামুটি মানের একটা ইংরেজি জানি। যেটা দিয়ে
আমরা ইংরেজি পড়তে লিখতে কিংবা বলতেও মোটামুটি পারব। কিন্তু আপনি যদি ইংরেজিতে
পুরোপুরি দক্ষ হতে চান ভাষাটা ভালোভাবে শিখতে চান তবে আপনাকে প্রতিদিন নিয়ম করে
একটু একটু করে সময় বের করে এটার চর্চা করতে হবে। এটিকে মনে ধারন করে লালন করতে
হবে। আপনার চেষ্টার পরিমাণ আর ইচ্ছাশক্তি আপনাকে এই কাজটি অনেক সহজ করে দিবে।
ইনশাআল্লাহ আপনি পারবেন।