বরাবরের মতো আবারো মজার ইংলিশ স্পোকেন সহজ ট্রিক্সে আপনাকে স্বাগতম। সঠিন পন্থায়
সহজ উপায়ে নিয়মিত ইংরেজি চর্চা আপনাকে পৌছে দিবে একজন স্মার্ট স্পীকারের কাতারে।
সেজন্যে ইংরেজি জানুন ইংরেজি শিখুন নিত্যনতুন ধারার।
Structure — 1 :
The reason why _____ is that _____
(যে কারণে _____সেটি হচ্ছে _____ )
এই স্ট্রাকচার দিয়ে আপনি অনেক ছোট্ট বাক্যকে অনেক বড় বাক্যে পরিণত করতে পারবেন।
কিছু বিষয় এমন থাকেনা যে— আপনাকে অনেকসময় নিয়ে দীর্ঘক্ষণ কথা বলতে হবে। তখন এই
ধরনের কনস্ট্রাকশন ব্যবহার করে আপনি টাইম পাস করতে পারেন। কথা হচ্ছে কিভাবে এই
স্ট্রাকচার ব্যবহার করে আপনি সহজে বাক্য ক্রিয়েট করতে পারবেন। চলুন সরাসরি
উদাহরণে চলে যাই :
যে কারণে আমি ইংরেজি শিখতে চাই সেটি হচ্ছে আমি বিদেশে যেতে চাই।
The reason why I want to learn English is that I want to go abroad.
যে কারণে শিশুরা ফাস্টফুড পছন্দ করে সেটি হচ্ছে এটি খুব সুস্বাদু।
The reason why children love to eat fast food is that it's very
mouthwatering.
যে কারণে আমি এই এপিসোডগুলো দেখি সেটি হচ্ছে আমি অনেক কিছু শিখতে পারি।
The reason why I see these episodes is that I learn a lot of things.
যে কারণে আমি তোমাকে ভালোবাসি সেটি হচ্ছে তুমি দেখতে অনেক সুন্দরী।
The reason why I love you is that you are looking so beautiful.
Structure — 2 :
I feel like __________
( ইচ্ছা করছে ______ )
এটির ব্যবহার অনেক অনেক সহজ। আর এটি দিয়ে আপনি স্পোকেন + রিটেন উভয় ক্ষেত্রেই
সহজে উতরে যেতে পারবেন। তবে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হল : I feel like
এর পরে আপনি যে Verb ব্যবহার করবেন সেটি Present form হতে হবে এবং এর সাথে ing
যোগ করতে হবে। অর্থাৎ I feel like __verb +ing ___ করে আপনাকে বাক্য তৈরি করতে
হবে। চলুন বাংলা বাক্যে চলে যাই :
আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে।
I feel like to seeing you.
তার সাথে আমার খেতে যেতে ইচ্ছে করছে।
I feel like going with him/her for eating.
আমার একটি মুভি দেখতে যেতে ইচ্ছে করছে।
I feel like watching a movie.
আমার এখন ক্রিকেট খেলতে ইচ্ছে করছে।
I feel like playing cricket now.
আমার তার সাথে দেখা করতে ইচ্ছে করছে।
I feel like meeting with her.
Structure — 3 :
How often _________?
(কখন কখন)
এই স্ট্রাকচারটির ব্যবহারও অনেকটা সহজ। এটার ব্যবহার নিয়ে অনেকে পরিচিত হলেও
যেটা নিয়ে কমবেশি সবাই এটার যে সমস্যা ফিল করে সেটা হলে এটার উচ্চারণ নিয়ে।
কারণে কেউ বলে often (অফঠেন) আবার অনেকে ' অফেন ' বলে। কথা হল কোনোটাই ভুল নয়।
দুটোই সঠিক আপনি যেটা ইচ্ছা বলতে পারেন। তাহলে বাংলা উদাহরণ দিয়ে স্ট্রাকচারটি
নিয়ে পরিষ্কার ধারণা রাখুন :—
কখন কখন তুমি তোমার বন্ধুদের সাথে দেখা করো?
How often do you meet your friends?
কখন কখন তুমি মুভি দেখো?
How often do you watch movies?
কখন কখন তুমি আমার এপিসোডগুলো পড়?
How often do you read my episodes?
কখন কখন তুমি ক্রিকেট খেল?
How often do you play cricket?
কখন কখন তুমি তার সাথে দেখা করো?
How often do you meet with her?
নিয়ম করে এগুলো প্রাকটিস করুন। অনেক অনেক বাক্য তৈরি করে আয়নায় নিজে নিজে পোজ
দিন। তারপর শুরু করে দিন এগুলোর ব্যবহার আপনার দৈনন্দিন জীবনের চলাফেরায়।