পজিটিভ কন্ট্রাকশন
আমরা যারা নেটিভ স্পীকারদের মতো করে কনভারসন করতে চাই কিন্তু পারি না তার মূলে
রয়েছে আপনার কন্ট্রাকশন কম জানার ঘাটতি।অনেকে ইংলিশ মুভি কিংবা গানগুলো বুঝতে
পারেন না মূলত এই কন্ট্রাকশনের জন্য।কন্ট্রাকশন জানলে আপনি যেমন দ্রুত সময়ে
অধিক কথা বলতে পারবেন আবার এতে আপনাকে স্মার্ট স্পীকার হিসেবে ভাববে তারা। তাই
এবার থেকে আস্তে আস্তে কন্ট্রাকশন শিখুন এবং নিয়মিত প্রাকটিস করুন।
I am a student.
কথাটা বলতে কত সময় লাগলো কাউন্ট করুন!
এবার বলুন
এবার বলুন
I'm a student.
দেখলেনতো, কথাটা কত সহজে বলা হয়ে গেল, সময়ও আগে থেকে কম লাগলো।
চলুন এবার এরকম আরো কিছু কন্ট্রাকশন শিখে ফেলি —
চলুন এবার এরকম আরো কিছু কন্ট্রাকশন শিখে ফেলি —
I am – I'm
(উচ্চারণঃ আম)
I'm a student.
I have – I've
(উচ্চারণঃ আভ্)
I've a nice book.
I will – I'll
(উচ্চারণঃ আল্)
I'll make a video.
I would – I'd
(উচ্চারণঃ আড্)
I'd like to go your village.
You are – You're
(উচ্চারণঃ ইউআ)
You're one of my best friend.
You have – You've
(উচ্চারণঃ ইউভ)
You've a very nice car.
You would – You'd
(উচ্চারণঃ ইউড)
You'd be a very nice housewife.
You will – You'll
(উচ্চারণঃ ইউল)
You'll go there.
He is / He has – He's
(উচ্চারণঃ হিজ)
He's a student.
He's gone there.
He will – He'll
(উচ্চারণঃ হিল)
He'll be my student.
He would – He'd
(উচ্চারণঃ হিড)
He'd loved to talk about him.
She has / she is – She's
(উচ্চারণঃ শিজ)
She's a very nice lady.
She's visited my house.
She will – She'll
(উচ্চারণঃ শিল)
She'll go to my house.
She would – She'd
(উচ্চারণঃ শিড)
She'd be my best friend.
It is – It's
(উচ্চারণঃ ইটস্)
It's a very nice book.
It will – It'll
(উচ্চারণঃ ইটইল ; তবে দ্রুত উচ্চারণে 'ইটিল' শুনাবে)
It'll not be good.
We are – We're
(উচ্চারণঃ উইআ)
We're good friend.
We have – We've
(উচ্চারণঃ উইভ্)
We've done it.
We will – We'll
(উচ্চারণঃ উইল)
We'll go there.
Azibul Hasan
1st April, 2021