এসো! ইংরেজিতে দু’টো কথা বলি : পাঠ - ৬

ইংলিশ স্পোকেনে আজকে আমরা শিখবো আরো মজার কিছু বাক্য তৈরির সহজ স্ট্রাকচার। এইসব স্ট্রাকচারগুলো যদি আপনি আয়ত্তে আনতে পারেন এবং জায়গামতো ব্যবহার করতে পারেন তবে আপনি নিজেকে একজন স্মার্ট স্পিকার হিসেবে পরিচিত করতে পারবেন।

তাহলে শিখে ফেলি আজকের এপিসোডের মজার স্ট্রাকচারগুলো —

Structure — 1 :
But this doesn't mean that .................
কিন্তু তার মানে/অর্থ এই না যে .................

এটা আমরা ব্যবহার করতে পারি বা নেটিভ স্পীকাররা এটাকে যেভাবে ব্যবহার করে তা হলো এক ধরনের অল্টারনেটিভ কার্য গুলোতে।যেগুলোর বিকল্প থট আছে। উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি :

আপনি আমার বস কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার সব কথা শুনবো।
You are my boss but this doesn't mean that I will listen your every word.

তুমি আমার বন্ধু কিন্তু এর অর্থ এই না যে আমি তোমাকে সব সুযোগ সুবিধা দিয়ে দিব।
You are my friend but this doesn't mean that I will give you every opportunity.

সে তোমাকে পছন্দ করে কিন্তু এর অর্থ এই নয় যে সে তোমাকে বিবাহ করবে।
He likes you but this doesn't mean that he will merry you.

আমি ফুটবল খেলা পছন্দ করি কিন্তু তার অর্থ এই নয় যে আমি একজন ফুটবলার হবো।
I like football but this doesn't mean that I will be a football player.

Structure — 2 :
Do you carry this in .................?
আপনার কাছে আরো ................. আছে?

এটা সাধারণত নেটিভ স্পীকাররা বেশি ব্যবহার করে কোনো শপিংমল কিংবা কোনো দোকানে কোনো কিছু কেনাকাটা করতে। যেমন—

আপনার কাছে কি এটার ছোট সাইজটা আছে?
Do you carry this in small?

আপনার কাছে কি এটার বড় সাইজটা আছে?
Do you carry this in big?

আপনার কাছে কি এটার মিডিয়াম সাইজটা আছে?
Do you carry this in medium?

আবার আমরা চাইলে কোনো জিনিসের অন্য কালার কিংবা পরিমাপে এটা ব্যবহার করতে পারব। যেমন:

আপনার কাছে কি এটা ব্লু কালার আছে?
Do you carry this in blue?

আপনার কাছে কি এটার হলুদ কালার আছে?
Do you carry this in yellow?

আপনার কাছে কি এটার ২৮ সাইজ পাওয়া যাবে?
Do you carry this in 28?

Structure — 3 :
Do you mind verb + ing ..............?
কিছু মনে না করা অর্থে

এটার ব্যবহার সাধারণত এমন যে, আমি কোনো একটি কাজ করব কিংবা কিছু একটা করবো বিপরীতে সেটার জন্যে অন্যকারো কোনো আপত্তি বা কিছু মনে না করা অর্থে। যেমন—

কিছু মনে করবে নাতো জালানাটি খুললে?
Do you mind opening the window?

আমার সাথে ঘুরতে যেতে কিছু মনে করবে নাতো?
Do you mind hanging out with me?
or, Do you mind going out with me?

এক কাপ কফি খেলে কিছু মনে করবে নাতো?
Do you mind having a cup of coffee?

আমার সাথে ক্রিকেট খেললে কিছু মনে করবে না তো?
Do you mind playing cricket with me?

এবার উপরের স্ট্রাকচারগুলো ব্যবহার করে আরো অনেক অনেক সেনটেন্স ক্রিয়েট করুন এবং যতো দ্রুত পারুন এগুলোর ব্যবহার শুরু করে দিন।

Related Links
এসো! ইংরেজিতে দু’টো কথা বলি → পাঠ-১পাঠ-২পাঠ-৩পাঠ-৪পাঠ-৫ → পাঠ-৬ → পাঠ-৭পাঠ-৮পাঠ-৯পাঠ-১০পাঠ-১১ → পাঠ-১২

1 Comments

  1. এই এপসটা আমার অনেক উপকার করেছে ধন্যবাদ

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post