সাধারণ জ্ঞান : চুম্বকত্ব

চুম্বকত্ব

টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতি ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়? — স্থায়ী চুম্বক

ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? — চুম্বক ক্ষেত্র হিসেবে

যে সকল বস্তুর আকর্ষণ ক্ষমতা ও দিক নিদর্শক ধর্ম আছে তাদেরকে বলা হয়? — চুম্বক

চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণী ধর্মকে বলা হয়? — এর চুম্বকত্ব

চুম্বক সর্বদা কোন মুখী হয়ে থাকে? — উত্তর-দক্ষিণমুখী

চুম্বকত্বকে চুম্বকের কোন ধরনের ধর্ম বলা হয়? — ভৌত ধর্ম

চৌম্বক পদার্থ কাকে বলে? — যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তারা হল চৌম্বক পদার্থ বলে

কিছু চৌম্বক পদার্থের উদাহরণ দাও? — লোহা, লোহার যৌগ, নিকেল, কোবাল্ট

অচৌম্বক পদার্থ কাকে বলে? — কোন চুম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করে না, ঐ সকল পদার্থকে অচৌম্বক পদার্থ বলে

অচৌম্বক পদার্থের উদাহরণ? — অ্যালুমিনিয়াম, ষ্টিল, সোনা ইত্যাদি

প্রাকৃতিক চৌম্বক কাকে বলে? — প্রকৃতিতে বা খনিতে পাওয়া যায় যে চুম্বক তাকে প্রাকৃতিক চুম্বক বলে।যথা: লোডস্টোন

চৌম্বক মেরু কি? — কোন চুম্বকের যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল বেশী সেই অঞ্চলকে ঐ চুম্বকের মেরু বলে

উপমেরু কাকে বলে? — ভুল পদ্ধতিতে চুম্বকনের সময় মাঝে মাঝে দুই প্রান্তে বা মাঝখানে অতিরিক্ত মেরু সৃষ্টি হয়।এই অতিরিক্ত মেরুকে উপমেরু বলে

ডায়াম্যাগনেটিক পদার্থের উদাহরণ? — পানি, তামা, বিসমাথ, অ্যান্টিমনি ইত্যাদি

ফেরোচুম্বক পদার্থের উদাহরণ? — অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, প্লান্টিনাম ও টিন ইত্যাদি

কুরী বিন্দু কাকে বলে? — যে তাপমাত্রায় একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, উক্ত তাপমাত্রা কে ঐ চুম্বকের কুরী বিন্দু বলে

হাতুড়ি দিয়ে কোন চুম্বক পেটালে কি হয়? — চুম্বকত্ব হারায়

তাপমাত্রা বাড়লে পদার্থের চৌম্বকত্ব? — কমে যায়

নতুন উদ্ভাবিত সবথেকে শক্তিশালী চুম্বক গুলো হচ্ছে? — বোরন, আয়রন, নিয়োডিমিয়াম

কোন অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা কেমন হয়? — মেরু অঞ্চলে

চুম্বকের উত্তর মেরু আসলে পৃথিবীর কোন মেরু? — দক্ষিণ মেরু

রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম? — মাইক্রোওয়েভ

প্রাকৃতিক চুম্বককে পূর্বে কি বলা হতো? — লোডস্টোন

আজিবুল হাসান
৮ এপ্রিল, ২০২১
Post a Comment (0)
Previous Post Next Post