ধাতব পদার্থ ও তাদের যৌগসমূহ
ইস্পাতের গুণাগুণ কিসের উপর নির্ভর করে? — কার্বনের পরিমাণের উপর।
ইস্পাতের সাথে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে যে বিশেষ ইস্পাত তৈরি হয় তাকে কি বলে? — স্টেইনলেস ষ্টীল।
দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে যে কঠিন ধাতু তৈরি হয় তাকে বলা হয়? — সংকর ধাতু।
পিতল কিসের মিশ্রনে তৈরি হয়? — তামা ও দস্তার মিশ্রণে।
জার্মান সিলভার কিসের মিশ্রণে তৈরি হয়? — তামা, দস্তা এবং টিনের মিশ্রণে।
অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এর মিশ্রণকে কি বলা হয়? — ডুরালুমিন।
তামা, দস্তা এবং টিনের মিশ্রণে তৈরি সংকর ধাতুকে বলে? — গান মেটাল।
গান মেটাল পূর্বে কি তৈরিতে ব্যবহৃত হয়? — কামান তৈরির কাজে।
ডুরালুমিন দিয়ে কি তৈরি করা হয়? — জাহাজ।
খনিজের সাথে যে সব অপদ্রব্য থাকে সেগুলিকে কি বলে? — খনিজ মল বা গ্যাং।
পারদের সাথে অন্য যে কোন ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুকে বলে? — পারদ সংকর বা অ্যামালগাম।
গান মেটাল পূর্বে কি তৈরিতে ব্যবহৃত হয়? — কামান তৈরির কাজে।
ডুরালুমিন দিয়ে কি তৈরি করা হয়? — জাহাজ।
খনিজের সাথে যে সব অপদ্রব্য থাকে সেগুলিকে কি বলে? — খনিজ মল বা গ্যাং।
পারদের সাথে অন্য যে কোন ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুকে বলে? — পারদ সংকর বা অ্যামালগাম।
মাটিতে আয়রনের আধিক্য বোঝা যায় কোন বর্ণ দেখে? — মাটির বর্ণ লালচে হয়।
ম্যাগনেটাইট, জিরকন, মোহনাজইট প্রভূতির সমন্বয়ে তৈরি সোনার ন্যায় মূল্যবান খনিজ পদার্থ কে কি বলে? — কালোসোনা।
সাপের বিষে কি থাকে? — জিঙ্ক।
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? — প্লাটিনাম।
সবচেয়ে তাড়াতাড়ি কোন ধাতু ক্ষয় হয়ে থাকে? — দস্তা।
আয়নার পশ্চাতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? — পারদ।
সবচেয়ে বেশি তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহিত হয় কোন ধাতুর ভেতর দিয়ে? — কপার বা তামা।
কোন ধাতুকে আঘাত করলে শব্দ সৃষ্টি হয় না? — অ্যান্টিমনি।
পারমাণবিক চুল্লীতে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে বেশি পাওয়া যায়? — সোডিয়াম।
ঘরের চালের জন্য ব্যবহৃত জি.আই শীটে জং ধরেনা কেন? — দস্তার প্রলেপের জন্য।
প্রাকৃতিক পদার্থের মধ্যে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? — হীরক।
হীরক চকচক দেখায় কেন? — স্বচ্ছ তবং বর্ণহীন বলে এর ভেতর দিয়ে আলো গেলে বিভিন্নভাবে বেঁকে যায় বলে।
লোহা বা ইস্পাতের তৈরি সামগ্রীর উপর নিকেল, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম সোনা, প্লাটিনাম ইত্যাদির প্রলেপ দেওয়াকে কি বলে? — ইলেকট্রোপ্লেটিং।
অধাতু হলেও তাপ ও বিদ্যুৎ পরিবাহী কোনটি? — গ্রাফাইট।
ম্যাগনেটাইট, জিরকন, মোহনাজইট প্রভূতির সমন্বয়ে তৈরি সোনার ন্যায় মূল্যবান খনিজ পদার্থ কে কি বলে? — কালোসোনা।
সাপের বিষে কি থাকে? — জিঙ্ক।
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? — প্লাটিনাম।
সবচেয়ে তাড়াতাড়ি কোন ধাতু ক্ষয় হয়ে থাকে? — দস্তা।
আয়নার পশ্চাতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? — পারদ।
সবচেয়ে বেশি তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহিত হয় কোন ধাতুর ভেতর দিয়ে? — কপার বা তামা।
কোন ধাতুকে আঘাত করলে শব্দ সৃষ্টি হয় না? — অ্যান্টিমনি।
পারমাণবিক চুল্লীতে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে বেশি পাওয়া যায়? — সোডিয়াম।
ঘরের চালের জন্য ব্যবহৃত জি.আই শীটে জং ধরেনা কেন? — দস্তার প্রলেপের জন্য।
প্রাকৃতিক পদার্থের মধ্যে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? — হীরক।
হীরক চকচক দেখায় কেন? — স্বচ্ছ তবং বর্ণহীন বলে এর ভেতর দিয়ে আলো গেলে বিভিন্নভাবে বেঁকে যায় বলে।
লোহা বা ইস্পাতের তৈরি সামগ্রীর উপর নিকেল, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম সোনা, প্লাটিনাম ইত্যাদির প্রলেপ দেওয়াকে কি বলে? — ইলেকট্রোপ্লেটিং।
অধাতু হলেও তাপ ও বিদ্যুৎ পরিবাহী কোনটি? — গ্রাফাইট।