অণুজীববিদ্যা
Microbiology এর পরিভাষা কোনটি? — অণুজীববিদ্যা বা অণুজীব বিজ্ঞান।
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলা হয়? — প্যাথজেনিক।
প্রাণিদেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম কী? —
অ্যান্টিবডি।
ভাইরাস কোন ভাষার শব্দ? — ল্যাটিন শব্দ।
ভাইরাস অর্থ কি? — বিষ।
ভাইরাস হল একটি — অকোষী জীব।
ভাইরাসে কতটি কোষ আছে? — একটিও নাই।
ভাইরাস আসলে কী —
প্রাণিদেহে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণির মতো আচরণ করে।
জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো — ভাইরাস।
যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাদেরকে বলা হয়? —
ব্যাকটেরিওফাজ।
কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? — তামাক গাছে।
নিউমোনিয়া রোগের প্রধান কারণ কোনটি? — ব্যাকটেরিয়া।
হিউম্যান প্যাপিলোমা কি? — ভাইরাস।
সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে? —
ট্রিম্যান।
ভ্যাক্সিন বা টিকা আবিষ্কার করেন কে? — এডওয়ার্ড জেনার।
যে সংক্রামক ব্যাধিটি পৃথিবী হতে নিমূর্ল হয়েছে — গুটি বসন্ত।
জলবসন্তের রোগ জীবাণুর নাম কী? — Varicella.
স্ট্রিট ভাইরাস (Street Virus) কোন রোগের জীবাণুর নাম? — রেবিস।
কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হতে পারে? — কুকুর, শিয়াল, বিড়াল, বেজি।
পোলিও ভাইরাস কিভাবে দেহে প্রবেশ করে? — দূষিত খাদ্য, পানি দ্বারা।
পোলিও টিকা আবিষ্কার করেন কে? — জোনাস ই স্যাক।
পোলিও টিকা আবিষ্কারক জোনস সাল্ক যুক্তরাষ্ট্রের কোন শহরে মারা যান? —
লা জোলা (La Zola)
ওয়াল পোলিও প্রতিষেধক কে আবিষ্কার করেন? — সেবিন।
DENV— 1, 2 কোন ধরনের রোগ? — ভাইরাস জনিত।
DENV— 1, 2 বলতে কোন রোগ বুঝায়? —
ডেঙ্গু ভাইরাস এর সেরোটাইপ ১,২ কে বোঝায়।
ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম কি? — ফ্ল্যাভি ভাইরাস।
ডেঙ্গু জ্বর হলে রক্তের কোন উপাদানটি কমে যায়? — অণুচক্রিকা।
জিকা কিসের নাম? — ভাইরাস।
'জিকা ভাইরাস' সর্বপ্রথম কোন দেশে ছড়ায়? — ব্রাজিল।
ইবোলা কি? — ব্যাকটেরিয়া।
ঘাতক ভাইরাস ইবোলা প্রথম শনাক্ত করা হয় কোন দেশে? — কঙ্গো।
ইবোলা ভাইরাস কিসের নামানুসারে করা হয়? — নদীর।
সার্স কি? — ব্যাধি।
সার্স রোগের ভাইরাসের নাম কী? — হংকং ভাইরাস।
'হংকং ভাইরাস' নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে দেখা যায়? — চীন।
কোন দেশে প্রথম মার্স ভাইরাস দেখা যায়? — সৌদি আরব।
করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ হতে? — চীন।
করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা যায়? — হুবেই।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়? — ৮ মার্চ।
চিকিৎসা শাস্ত্রে সোয়াইন ফ্লু ভাইরাস কি নামে পরিচিত? — H1N1
এইচআইভি ছড়ায় — রক্তের মাধ্যমে।
মানবদেহে এইচআইভি প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডসের লক্ষণ প্রকাশ পায়? —
৬ মাস থেকে ১০ বছর।
এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে? — শ্বেত রক্ত কণিকা।
এইডস রোগের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে —
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ধ্বংস করে দেয়।
AIDS এর পূর্ণরূপ কী? — Acquired Immune Deficiency Syndrome.
নিউক্যাসল রোগের অপর নাম কী? — রানীক্ষেত।