আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সাধারণ জ্ঞান : আলোর প্রকৃতি

আলোর প্রকৃতি

অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? — অভ্যন্তরীণ প্রতিফলন

হীরক উজ্জ দেখায় কেন? — পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায়? — ৪০০-৭০০ নে.মি

চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? — বায়ুমন্ডলীয় প্রতিসরণে

লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? — কালো

মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে? — দর্পন

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? — ৮.৩২ মিনিট

আকাশ নীল দেখায় কেন? — নীল সমুদ্রের প্রতিফলনের জন্য

সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? — অবতল

কোন তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্য সকল বর্ণ সৃষ্টি করা হয়? — লাল, নীল, সবুজ

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো — প্রিজমের কাজ করে

পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখার কারণ? — প্রতিসরণ

আলোর কণাতত্ত্বের প্রবক্তা? — স্যার আইজ্যাক নিউটন

আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা? — হাইগেন

কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা? — ম্যাক্স প্লাঙ্ক

তাড়িত চৌম্বক তত্ত্বের প্রবক্তা? — ম্যাক্সওয়েল

প্রতিফলনের সূত্র মতে প্রতিফলন কোণ আপতন কোণের? — সমান হয়

দর্পণ মূলত কত প্রকার? — ২ প্রকার (গোলীয় এবং সমতল)

প্রতিবিম্ব কত প্রকার? — ২ প্রকার (বাস্তব এবং অবাস্তব)

আমাদের চেহারা আমরা কোন দর্পনের ফলে দেখতে পাই? — সমতল দর্পণের ফলে

পেরিস্কোপ তৈরিতে কোন দর্পণ ব্যবহৃত হয়? — সমতল দর্পণ

পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে কোন দর্পণ ব্যবহৃত হয়? — সমতল দর্পণ

রূপচর্চা এবং দাঁড়ি কাটার জন্যে কোন দর্পন ব্যবহার করা হয়? — অবতল দর্পণ

প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কে বলা হয়? — বিবর্ধন
Post a Comment (0)
Previous Post Next Post