অধাতব পদার্থ
কোন নিস্ক্রিয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই? — হিলিয়াম।
সলিড ফিনাইল ব্যবহৃত হয় কোথায়? — পায়খানা প্রসাব খানায়।
নাইট্রোজেন গ্যাস হতে কোন সার প্রস্তুত করা হয়? — ইউরিয়া।
শুষ্ক বরফ কাকে বলে? — হিমায়িত কার্বন ডাই – অক্সাইডকে।
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? — মনোসোডিয়াম গ্লুটামেট।
পেট্রোলের আগুন পানি দিয়ে নেভানো যায় না কেন? — এটি হালকা এবং পানির সাথে মিশে না বলে।
স্পিরিট রেকটিফাইড স্পিরিট হলো — ৯৫% ইথাইল অ্যালকোহল + ১০% পানি।
পীট কয়লার বৈশিষ্ট্য কোনটি? — ভেজা ও নরম।
সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়? — নাইট্রোজেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? — মিথেন।
কাঁচ তৈরির প্রধান কাঁচামাল বলা হয় কাকে? — বালি।
কেওলিন কী? — এক প্রকার সাদামাটি।
কেওলিন কি কাজে ব্যবহৃত হয়? — সিরামিক তৈরির কাঁচামাল হিসেবে।
চিলির সল্টপিটার কী? — সোডিয়ামের যৌগ সোডিয়াম নাইট্রেট।
বেকিং পাউডার কী? — সোডিয়াম কার্বনেট।
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? — মনো সোডিয়াম গ্লুটামেট।
খাদ্য লবনের রাসায়নিক উপাদান কী? — সোডিয়াম ও ক্লোরিন।
সাধারন তাপমাত্রায় তরল অধাতু কোনটি? — ব্রোমিন।
পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি? — সিলিকন।
ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিষ্কার পানির দ্রবণকে কি বলে? — লাইম ওয়াটার বা চুনের পানি।
সবচেয়ে কম গলনাঙ্ক কোনটির? — সীসার।
পানি অপেক্ষা সোনা কতগুণ ভারী? — ১৯ গুণ ভারী।
পেন্সিলের সীস যতো মোটা এবং নরম হবে তাতে গ্রাফাইটের পরিমান ততো? — বেশি থাকবে।
রাবারের সাথে গন্ধক মিশিয়ে উত্তপ্ত করলে রাবার শক্ত, নমনীয়, ও দীর্ঘস্থায়ী হয়।এই প্রক্রিয়াকে কি বলে? — ভলকানাইজেশন।
রকেট এবং জেট বিমানের জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়? — তরল অক্সিজেন।
বায়ুর প্রধান দুটি উপাদান কোনগুলো? — অক্সিজেন এবং নাইট্রোজেন।
বেলুনে হাইড্রোজেনের পরিবর্তে কোন গ্যাস ব্যবহার করা উত্তম? — হিলিয়াম।
ড্রাই আইস বা শুষ্ক বরফ কাকে বলে? — কঠিন কার্বন–ডাই–অক্সাইডকে।
ওয়াটার গ্যাস কিসের মিশ্রণ? — কার্বন মনো অক্সাইড এবং হাইড্রোজেনের।
ল্যাফিং গ্যাস কোনটি? — নাইট্রাস অক্সাইডকে।
আমাদের পাকস্থলীতে কোন এসিড উৎপন্ন হয়? — হাইড্রোক্লোরিক এসিড।
সর্বপ্রথম অক্সিজেন আবিষ্কার করেন কে? — প্রস্টলি।
কোন ধাতুর পানিতে ভাসার শর্ত কোনটি? — আণবিক ওজন ১৮ এর কম হতে হবে।
পঁচা ডিমের গন্ধের ন্যায় গন্ধযুক্ত গ্যাস কোনটি? — হাইড্রোজেন সালফাইড।
গলগন্ড রোগ কিসের অভাবে হয়? — আয়োডিনের অভাবে।
আমরা লেখালেখি করতে যে চক ব্যবহার করি সেটির রাসায়নিক নাম কি? — ক্যালসিয়াম কার্বনেট।
ল্যাফিং গ্যাস কোনটি? — নাইট্রাস অক্সাইডকে।
আমাদের পাকস্থলীতে কোন এসিড উৎপন্ন হয়? — হাইড্রোক্লোরিক এসিড।
সর্বপ্রথম অক্সিজেন আবিষ্কার করেন কে? — প্রস্টলি।
কোন ধাতুর পানিতে ভাসার শর্ত কোনটি? — আণবিক ওজন ১৮ এর কম হতে হবে।
পঁচা ডিমের গন্ধের ন্যায় গন্ধযুক্ত গ্যাস কোনটি? — হাইড্রোজেন সালফাইড।
গলগন্ড রোগ কিসের অভাবে হয়? — আয়োডিনের অভাবে।
আমরা লেখালেখি করতে যে চক ব্যবহার করি সেটির রাসায়নিক নাম কি? — ক্যালসিয়াম কার্বনেট।