ভৌত বিজ্ঞান
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? — পারদ।
সর্বাপেক্ষা হালকা গ্যাস? — হাইড্রোজেন।
যার ভর আছে, যা স্থান দখল করে অবস্থান করে? — তাকে পদার্থ বলে।
পদার্থের প্রধানত কত প্রকারের হয়? — ৩ প্রকার।
পদার্থের প্লাজমা অবস্থার উদাহরণ হল? — বিদ্যুহ চমকানো, বৈদ্যুতিক স্পার্ক, নিওন বাতি এবং সকল তারাগুলো প্লাজমা অবস্থার উদাহরণ।
বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির? — ঘনত্ব বেশি।
সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী পদার্থ? — রূপা।
পরমাণুর নিউক্লিয়াসে মূলত অবস্থান করে? — প্রোটন ও নিউট্রন।
ভারী পানির রাসায়নিক সংকেত? — D₂O.
আইসোটোপের মূলত সমান থাকে? — প্রোটন।
আইসোটনের মূলত সমান থাকে? — নিউট্রন।
আইসোবারের ক্ষেত্রে একই থাকে? — ভর সংখ্যা।
স্বাভাবিক অবস্থায় পরমানুর চার্জ নিরপেক্ষ হওয়ার কারণ? — ইলেকট্রন ও প্রোটন সমান সংখ্যক হওয়ায়।
রেডিও আইসোটোপের ব্যবহার হয়? — গলগল্ড রোগ নির্ণয়ে।
পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস আবিষ্কার করেন? — বিজ্ঞানী রাদারফোর্ড।
নিউট্রন আবিষ্কার করেন? — চ্যাডউইক।
পদার্থের ক্ষুদ্রতম কণার নাম Atomos দিয়েছিলেন? — গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস।
আধুনিক রসায়নের ভিত্তি বলা হয়? — ডাল্টনের পরমাণুবাদ কে।
ডাল্টন পরমাণুবাদ প্রদান করেন? — ১৮০৩ সালে।
আধুনিক রসায়নের জনক বলা হয়? — ডাল্টনকে।
পরমাণু হল? — মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
পরমাণু গঠনের তিনটি মূল উপাদান হল? — ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
ইলেকট্রন আবিষ্কার করেন? — জে জে থমসন।
প্রোটন আবিষ্কার করেন? — রাদারফোর্ড।
ডাল্টনের পরমাণুবাদে মোট কতটি স্বীকার্য ছিল? — ৫ টি।
থমসন বা কিশমিশ মডেল প্রদান করেন? — জে জে থমসন।
আলফা কণা বিচ্ছুরণ দিয়ে কোন মডেল পরীক্ষা করা হয়? — রাদারফোর্ডের মডেল।
রাদারফোর্ড মডেলের অপর নাম কি? — সৌর মডেল।
নীলস্ বোর তার পরমাণু মডেল প্রকাশ করেন? — ১৯১৩ সালে।
কার্বন হল মূলত একটি? — অধাতু।
কার্বনের রূপ কতটি ও কি কি? — ২ টি (গ্রাফাইট ও হীরক)।
অধাতু হলেও বিদ্যুৎ পরিবহণ করে? — গ্রাফাইট।
প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হল? — হীরক।
কাঁচ কাটতে ব্যবহৃত হয়? — হীরা।
যে মৌলের যৌগের সংখ্যা সবচেয়ে বেশি? — কার্বন।
উড পেন্সিলে সীসরূপে ব্যবহৃত হয়? — গ্রাফাইট।
কার্বন সবচেয়ে বেশি আছে? — অ্যানথ্রাসাইড কয়লায়।
হীরক কেন উজ্জল দেখায়? — পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।
কয়লার মূল উপাদান হল? — কার্বন।
ক্যাটেনেশন ধর্ম পাওয়া যায়? — কার্বনে।
পীট কয়লার বৈশিষ্ট্যে হল? — নরম ও ভেজা।
সাধারণ ড্রাইসেলে ধনাত্মক পাত হিসেবে ব্যবহৃত হয়? — কার্বনদন্ড।
শুষ্ক কোষে ইলেকট্রন দান করে? — কার্বনদন্ড।
আসল বা নকল হীরা চেনা যায়? — এক্সরের সাহায্যে।
হীরক চূর্ণ দিয়ে তৈরি করা হয়? — রং।
আইভরি ব্লাক ব্যবহৃত হয়? — কালো রং হিসেবে।
গাড়ির ব্যাটারিতে কোন ধরনের এসিড থাকে? — সালফিউরিক এসিড।
দুধ কোন এসিড থাকে? — ল্যাকটিক এসিড।
স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়? — নাইট্রিক এসিড।
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করার কারণ? — মাটির অম্লতা হ্রাসের জন্য।
স্যালিক এসিড পাওয়া যায়? — টমেটোতে।
“অ্যাকোয়া রেজিয়া” বলতে বুঝায়? — কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ।
Acid শব্দটির উৎপত্তি এসিডাস (Acidus) অর্থ? — টক।
যে এসিড যতো বেশি হাইড্রোজেন আয়ন দান করে তা ততোবেশি? — শক্তিশালী এসিড।
এসিড যত শক্তিশালী হবে তার PH এর মান? — ততো কম হবে।
এসিড নীল লিটমাস পেপারের বর্ণ? — লাল করে।
লেবুতে কোন এসিড পাওয়া যায়? — সাইট্রিক এসিড।
ভিনেগারে কোন এসিড পাওয়া যায়? — এসিটিক / ইথানয়িক এসিড।
ভিটামিন সি তে কোন এসিড পাওয়া যায়? — অ্যাসকরবিক এসিড।
চা তে কোন এসিড পাওয়া যায়? — ট্যানিক এসিড।
আমাদের খাদ্য পাকস্থলীতে কোন এসিড পাওয়া যায়? — হাইড্রোক্লোরিক এসিড।
ক্ষারক কোন আয়ন গ্রহনে সক্ষম? — হাইড্রোজেন আয়ন।
ক্ষারক কোন আয়ন ত্যাগ করে? — হাইড্রোক্সাইড আয়ন।
এসিড এবং ক্ষারকের বিক্রিয়াকে বলা হয়? — প্রশমন বিক্রিয়া।
লবণ উৎপন্ন হয় মূলত? — এসিড ও ক্ষারকের প্রশমন বিক্রিয়ায়।
টুথপেস্টের প্রধান উপাদান হল? — সাবান ও পাউডার।
সাবান মূলত হল? — একধরনের মিশ্র লবণ।
আজিবুল হাসান
৭ এপ্রিল, ২০২১