উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলি
যে প্রক্রিয়ায় কোন পদার্থের অণু নিজস্ব গতির সাহায্যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের
দিকে ছড়িয়ে পড়ে তাকে বলে — ব্যাপন।
পদার্থের ব্যাপন বন্ধ হওয়ার প্রধান শর্ত — অণুর ঘনত্ব সমান হওয়া।
অসমোসিস শব্দের অর্থ কী? — অভিস্রবণ।
পানিতে কিসমিস ডুবিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যে কিসমিস ফুলে ওঠে, এর কারণ কী? —
অভিস্রবণ প্রক্রিয়া।
লবনের দ্রবণে আঙুর রাখলে তা চুপসে যায় কোন প্রক্রিয়ায়? — বহিঅভিস্রবণ।
উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়? —
অভিস্রবণ প্রক্রিয়ায়।
উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ায় প্রক্রিয়াকে কি বলে? —
প্রস্বেদন।
প্রস্বেদন পাতার একটি — স্বাভাবিক কাজ।
উদ্ভিদের বায়বীয় অংশ থেকে পানি হারানোর জন্য দায়ী কে? — ব্যাপন।
লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়? — কাণ্ডে।
সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না যেটি — গাছের পাতা।
শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝড়ে পড়ার যাওয়ার কারণ ধরা হয় কোনটিকে? —
প্রস্বেদন কমাতে।
কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? —
প্রস্বেদন রোধ করার জন্যে।
প্রাথমিক খাদ্য উৎপাদক বলা হয় — সবুজ উদ্ভিদকে।
ক্লোরোফিল ছাড়া সম্ভব নয় — সালোকসংশ্লেষণ।
উদ্ভিদের সালোকসংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে — ক্লোরোফিল।
সালোকসংশ্লেষণ উদ্ভিদের কোন অংশে ঘটে? — প্লাস্টিডে।
পাতার কোন কোষে সালোকসংশ্লেষণ ঘটে? — প্যালিসেড প্যারেনকাইমাতে।
সালোকসংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে —
গ্লুকোজ ও অক্সিজেন।
উদ্ভিদের খাদ্য তৈরি হয় কোথায়? — কচিকাণ্ডে, বীজপত্রে এবং পাতায়।
উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় — সালোকসংশ্লেষণ।
উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্যের প্রস্তুত করে — সালোকসংশ্লেষণে।
উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস কী? — আলো।
সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে কোষের কোন অঙ্গ? —
ক্লোরোপ্লাস্ট।
খাদ্য তৈরি করতে উদ্ভিদ বায়ু হতে গ্রহণ করে — কার্বন ডাই অক্সাইড।
সালোকসংশ্লেষণ একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে তৈরি হয় — অক্সিজেন।
গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? — অক্সিজেন।
আমাদের দেশে বনায়ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ —
গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে এবং জীব জগতকে বাঁচায়।
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কী? — পানি।
সালোক সংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত? — কেলভিন বিক্রিয়া।
সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় — লাল আলোতে।