শ্বসন
Respiration
শ্বসন কাকে বলে? —
অক্সিজেন সহযোগে খাদ্যদ্রব্য জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন
করার প্রক্রিয়াকে শ্বসন বলে।
শ্বসন প্রক্রিয়ায় সাধারণত কোনগুলো জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়? —
শর্করা, আমিষ, চর্বি ইত্যাদি।
সজীব কোষের কোথায় শ্বসন উৎপন্ন হয়? — সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায়।
শ্বসন ক্রিয়া সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে? — উদ্ভিদের বর্ধিঞ্চু অঞ্চলে।
শ্বসনে কত অণু ATP এবং কত অণু পানি উৎপন্ন হয়? —
৩৮ অণু ATP & 6 অণু পানি।
ঘন পাতাবিশিষ্ট গাছের তলায় রাতের বেলা ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে —
অধিক পরিমানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।
উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থগুলোকে কি বলে? —
ফাইটোহরমোন বা বৃদ্ধি কারক বস্তু।
উদ্ভিদে বৃদ্ধি সহায়ক হিসেবে কোন হরমোনগুলো পাওয়া যায়? —
অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন।
কোন হরমোনগুলো বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে? —
অ্যাসকরবিক এসিড ও ইথিলিন।
ইথিলিনি কোন জাতীয় হরমোনাল পদার্থ? — গ্যাসীয় পদার্থ।
উদ্ভিদের পাতায় কোন হরমোন উৎপন্ন হয়? — ফ্লোরিজেন।
ফল পাকানোর জন্যে দায়ী কোনটি? — ইথিলিন।
কাঁচা কলা, টমেটো, পেঁপে পাকানোর জন্য কোন কেমিক্যাল ব্যবহার করা হয়? —
ইথিলিন।
কোনটি পুষ্পায়নে সহায়তা করে? — ফ্লোরিজেন।