উদ্দেশ্য ও বিধেয়
প্রতিটি বাক্যের কতটি অংশ থাকে?
প্রতিটি বাক্যের ২ টি করে অংশ থাকে। যথা:
- উদ্দেশ্য
- বিধেয়
বাক্যে উদ্দেশ্য কাকে বলে?
উদ্দেশ্য – বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য
বলে।
বাকে বিধেয় কাকে বলে?
বিধেয় — বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে।
উদাহরণ :
খোকা এখন বই পড়ছে।
এখানে ‘খোকা’ উদ্দেশ্য এবং ‘বই পড়ছে।’ হলো বিধেয়।