বাক্যে নতুন শব্দের ব্যবহার শিখুন
This is a very important matter.
Learning English is really important for me.
He's a very important person.
এভাবে বারবার Important ব্যবহার কেমন লাগতেছে। একই জিনিস বারবার শুনতে যেমন বিরক্তিকর তেমনি বারবার ব্যবহারে বক্তার নিজের জানার ভান্ডার সীমিত বলে ধরে নিবে শ্রোতারা। তাই আজকে এরকম আরো অনেকগুলো বিকল্পের ব্যবহার শিখবো। ইংরেজি তে যাকে বলা হয় Alternative Word তথা বাক্যে একই জিনিস বারবার এলে সেইম-টা না বলে বিকল্পগুলির ব্যবহার করা। তো চলুন শুরু করা যাক —
1. Important এর পরিবর্তে ব্যবহার করতে পারি নিচের শব্দ গুলো–
- Significant
- Meaningful
- Eventful
- Noteworthy
- Remarkable
2. Happy এর পরিবর্তে ব্যবহার করতে পারেন–
- On cloud nine
- Walking on air
- no top of the world
- Over the moon
- In seventh heaven
I'm happy to make this video.
I'm on cloud nine to make this video.
I'm walking on air to make this video.
I'm on top of the world to make this video.
I'm just over the moon to make this video.
I'm in sevenths heaven to make this video.
3. Very এর পরিবর্তে এগুলো ব্যবহার করুন–
- Incredibly
- Extremely
- Immensely
- Exceedingly
- Thoroughly
নিচের উদাহরণ গুলো দেখুন:
I am really very sorry.
I am really extremely sorry.
I'm immensely sorry for doing this work.
4. Difficult এর পরিবর্তে ব্যবহার করুন—
- Challenging
- Mind-boggling
- Puzzling
- Pressing
- Hot-button
নিচের উদাহরণ গুলো দেখুন:
It's so difficult for me.
My life is very challenging.
The situation is very puzzling.
5. Sad এর পরিবর্তে ব্যবহার করতে পারেন—
- Down at heart
- Downcast
- Distressed
- Devastated
- Dispirited
I am so sad.
I'm so distressed.
আমরা সবাই গুড স্পীকার হতে চাই। কিন্তু একজন ভালো মানের স্পীকার হতে আপনাকে যা করতে হবে তা করতে বেশিরভাগ মানুষই নারাজ। পৃথিবীতে বিনা কষ্ট বিনা শ্রমে কিছুই পাওয়া যায় না। তাই অবহেলা করে সময়ের অপচয় না করে একটু একটু করে নিজেকে গুছিয়ে ফেলুন।
তাই একজন গুড স্পীকার হিসেবে বাক্যে একই শব্দ বারবার ব্যবহার না করে বিকল্প বলতে শিখুন।
আজিবুল হাসান
৩ এপ্রিল, ২০২১