Word (শব্দ)
তাহলে Word কি?
For Example:
লক্ষ্য করুনঃ—
জানা কথা:
1. Word কে Grammar এর Smallest elements (ক্ষুদ্রতম উপাদান) বলা হয়।
2. English এ সবচেয়ে ছোট Word হল - ' I – আমি এবং A– একটি। '
3. English এ সবচেয়ে বড় Word হল -
তথ্যগুলো জেনে রাখুন:
১। সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার সবচেয়ে বেশি ইংরেজি শব্দ (প্রায় ১০০০+) ক্রিয়েট করেছিলেন।এখনকার নেটিভ স্পীকারা তার ব্যবহৃত শব্দগুলো বেশি ইউস করে।
২। বেশিরভাগ ইংরেজি শব্দ ফরাসী এবং প্রাচীন ইংরেজি ভাষা হতে আগত।
৩। ফরাসী ভাষা হতে আগত শব্দগুলো মার্জিত এবং ফরমাল আর প্রাচীন ইংরেজি ভাষার শব্দগুলো ইনরমাল।
৪। আশ্চর্য হলেও সত্য যুক্তরাষ্ট্রের অফিসিয়াল কোনো ভাষা নেই।
৫। ইংরেজি ভাষার এতো প্রসার এবং প্রার্চুযতার অন্যতম কারণের একটি হল আইফোন।
৬। পূর্বে ইংরেজি ভাষার ২৯ টি বর্ণ থাকলেও এখন ২৬ টি রয়েছে।
৭। I, Love, Black, Mother, Fire – শব্দগুলো ইংরেজি ভাষার সবচেয়ে বহুল ব্যবহৃত Word.
৮। Adjective হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ: Good
৯। Noun হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ: Time
১০। Ambigram শব্দটিকে ১৮০ ডিগ্রী ঘুরালেও সেইম থাকে!
ছোট ছোট বালুকণা দিয়ে যেমন সূদুর মরুভূমি হয়, বিন্দু বিন্দু জলরাশি দিয়ে যেমন অতল সমুদ্র গঠিত হয়, তেমনি একের অধিক বর্ণ বা Letter মিলে তৈরি হয় শব্দ বা Word.
একের অধিক Letter একত্রিত হয়ে যখন একটি সুন্দর অর্থ প্রকাশ করে তখন তাকে Word বলে।
(A word is a letter or a group of letters that have a meaning when spoken or written.)
For Example:
Book – বই
Pen – কলম
Advice – উপদেশ দেওয়া
Fast – দ্রুত
Hurrah! – আনন্দের ধ্বনি
Nice – সুন্দর
- ভাষার যে শাখায় শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয় তাকে Merphology বলে।
- যে শাখায় শব্দের অর্থ নিয়ে কাজ করা হয় তাকো Lexical Semantics বলে।
লক্ষ্য করুনঃ—
Koob, ecin, enam - ইত্যাদি দেখতে Word এর মতো হলেও এগুলো Word নয়। কারণ Letter - গুলো একত্রে থাকলেও তা কোনো অর্থ দিতে পারছে না।সুতরাং Word হতে হলে বর্ণসমূহের মিলনের পাশাপাশি তা একটি অর্থ দিতে হবে।
জানা কথা:
1. Word কে Grammar এর Smallest elements (ক্ষুদ্রতম উপাদান) বলা হয়।
2. English এ সবচেয়ে ছোট Word হল - ' I – আমি এবং A– একটি। '
3. English এ সবচেয়ে বড় Word হল -
'Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis'
তথ্যগুলো জেনে রাখুন:
১। সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার সবচেয়ে বেশি ইংরেজি শব্দ (প্রায় ১০০০+) ক্রিয়েট করেছিলেন।এখনকার নেটিভ স্পীকারা তার ব্যবহৃত শব্দগুলো বেশি ইউস করে।
২। বেশিরভাগ ইংরেজি শব্দ ফরাসী এবং প্রাচীন ইংরেজি ভাষা হতে আগত।
৩। ফরাসী ভাষা হতে আগত শব্দগুলো মার্জিত এবং ফরমাল আর প্রাচীন ইংরেজি ভাষার শব্দগুলো ইনরমাল।
৪। আশ্চর্য হলেও সত্য যুক্তরাষ্ট্রের অফিসিয়াল কোনো ভাষা নেই।
৫। ইংরেজি ভাষার এতো প্রসার এবং প্রার্চুযতার অন্যতম কারণের একটি হল আইফোন।
৬। পূর্বে ইংরেজি ভাষার ২৯ টি বর্ণ থাকলেও এখন ২৬ টি রয়েছে।
৭। I, Love, Black, Mother, Fire – শব্দগুলো ইংরেজি ভাষার সবচেয়ে বহুল ব্যবহৃত Word.
৮। Adjective হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ: Good
৯। Noun হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ: Time
১০। Ambigram শব্দটিকে ১৮০ ডিগ্রী ঘুরালেও সেইম থাকে!
আজিবুল হাসান
৪ এপ্রিল, ২০২১