সাধারণ জ্ঞান : আবু হেনা মোস্তফা কামাল

আবু হেনা মোস্তফা কামাল


জন্ম : ৩ ডিসেম্বর, ১৯৩৬ সালের সিরাজগঞ্জ জেলার গোবিন্দগ্রামে।

মূল পরিচয় : শিক্ষাবিদ, কবি এবং লেখক।

কর্মজীবন : শিক্ষকতা (অধ্যাপনা করতেন)।

তিনি কবে বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করেন? — ১১ মার্চ, ১৯৮৬ সাল।

সাহিত্যিক হিসাবে তাঁকে খ্যাতি এনে দেয় যেসব — কবিতা, গান ও প্রবন্ধ।

তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থসমূহের নাম লিখ। — আপন যৌবন বৈরী (১৯৭৪), যেহেতু জন্মান্ধ (১৯৮৪), আক্রান্ত গজল (১৯৮৮)। 

তাঁর প্রকাশিত প্রবন্ধ গবেষনা গুলো উল্লেখ করো। — শিল্পীর রূপান্তর (১৯৭৫), কথা ও কবিতা (১৯৮১) ইত্যাদি। 

সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যেসব পুরস্কার লাভ করেন — আলাওল পুরস্কার (১৯৭৫), একুশে পদক (১৯৮৭), আবদুল করিম সাহিত্যবিশারদ স্বর্ণপদক (১৯৮৯) ইত্যাদি। 

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ২৩ সেপ্টেম্বর ১৯৮৯ সালে।
Post a Comment (0)
Previous Post Next Post