সাধারণ জ্ঞান : আবু রুশদ

আবু রুশদ


জন্ম : ১৯১৯ সালের ২৫ শে ডিসেম্বর, কলকাতায়।

তাঁর সম্পূর্ণ নাম : আবু রুশদ মতিন উদ্দিন

মাতা পিতার নাম : পিতা— সৈয়দ আবদুল করিম এবং মাতা— আমাতুজ জোহরা।

শিক্ষাজীবন : কলকতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজীতে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ : রাজধানীতে ঝড় (১৯৩৯)। এটি একটি গল্পগ্রন্থ।

তাঁর রচিত প্রধান গ্রন্থসমূহ :
— গল্পগ্রন্থ : প্রথম যৌবন (১৯৪৮); ডোবা হলো দীঘি (১৯৬০); শাড়ি বাড়ি গাড়ি (১৯৬১); মহেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার (১৯৮২); বিয়োগ ব্যথা (১৯৯৬)
— উপন্যাস : এলোমেলো (১৯৪৬); সামনে নূতন দিন (১৯৫১); নোঙর (১৯৬৩); স্থগিত দ্বীপ (১৯৭৪)

তিনি যেসব পুরস্কার লাভ করেন : একুশে পদক (১৯৮১); নাসিউদ্দিন স্বর্ণপদক (১৯৯২); শেরে বাংলা পুরস্কার (১৯৯২)

মৃত্যু : ২০১০ সালের ২৩ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
Post a Comment (0)
Previous Post Next Post