আমার দেখা বই মেলা
আমি একজন ছাত্র। আমি সপ্তম শ্রেণিতে পড়ি। আমি গত বছর একটি বই মেলায় গিয়েছিলাম। এটি ফেনী পি.টি.আই মাঠে অনুষ্ঠিত হয়। আমি বই মেলায় আমার মা-বাবার সাথে এসেছিলাম। বই মেলাটি ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। বই মেলাটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়। পুরো মেলাঙ্গনটি অনেক রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। মেলাটিতে অনেক বইয়ের স্টল খোলা হয়। বেশির ভাগ স্টল ছিল স্থানীয় বই ব্যবসায়ীদের। তবে অন্য সংস্থাগুলোর যথা শিক্ষক সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ইসলামী ফাউন্ডেশন, শিশু একাডেমি ও স্বামী বিবেক আনন্দ ফাউন্ডেশন সহ সকলের স্টল গুলো পুরো বই মেলার সৌন্দর্য ও গ্রহণ যোগ্যতা বৃদ্ধি করেছে। মেলা প্রাঙ্গণে প্রত্যহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। মা-বাবার সাথে সমগ্র বই সটল গুলো ঘুরে ঘুরে দেখলাম। কয়েকটি উপন্যাস, দুটো জীবনী, কয়েকটি কবিতা, গল্প, কৌতুক, ছড়া, বৈজ্ঞানিক কল্পকাহিনী ও গোয়েন্দা কাহিনী কিনলাম। বই স্টলগুলোর একপাশে একটি খাবার দোকান ছিল। খাবার দোকানে গিয়ে ফুচকা ও জুস খেলাম। শিক্ষক সমিতির স্টলে বই ছাড়াও একটি সাদা প্রজেক্টর যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসঙ্গের ভাষণ, ঐতিহাসিক ৭মার্চ এর ভাষণ, ভাষা আন্দোলনের ঐতিহাসিক চিত্র, ভাষা সৈনিকদের সাক্ষাৎকার, স্থানীয় নেত্রী বৃন্দের ভাষণ বক্তৃতা, শিক্ষক সমিতি নেত্রী বৃন্দের ভাষণ- সাক্ষাৎকার প্রচার ও প্রদর্শন বই মেলার আকর্ষণকে বহু গুণে বৃদ্ধি করেছে। গান শুনে এবং শিক্ষক সমিতি কর্তৃক প্রদর্শিত ভাষণ বক্তৃতা শুনে উপভোগ করে আবার মা-বাবার সাথে বাড়ি ফেরে আসলাম। এ আনন্দঘন, উপভোগ্য বই মেলার স্মৃতি জীবনে ভুরে যাবার বিষয় নয়।
এত বড়
ReplyDelete