৭ম শ্রেণি এ্যাসাইনমেন্ট : চারু ও কারুকলা : ৪র্থ সপ্তাহ
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ :
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
চারু ও কারুকলা জীবন যাপনকে সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে
সাহায্য করে- ব্যাখ্যা কর।
নমুনা সমাধান
চারু ও কারুকলা জীবনকে সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দর ভাবে গড়তে সাহায্য
করে।
চারু ও কারুকলা এক প্রকার হস্তশিল্প। যা সম্পূর্ণভাবে হাতের ব্যবহার নিশ্চিত করে।
শিল্পী তা মনের মাধুরী দিয়ে তার অভ্যন্তরীণ সৃজনশীল প্রতিভা তার কাজের মাধ্যমে
বিকশিত করে। এক প্রকারভাবে এই প্রাচীন শিল্প এখন আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত।
গ্রাম অঞ্চল থেকে শুরু করে বর্তমানে শহরের মাঝেও এর ভাব লক্ষ্য করা যায়। চারু
অর্থ আঁকা। কারু অর্থ বেত দিয়ে আসবাব পত্র তৈরি। শিল্পাচর্য জয়নুল আবেদীন, খাজা
শরিফ আহমেদ, পটুয়া কামরুল হাসান আরও অনেকে আমাদের দেশে চারু কলার প্রচলন শুরু
করেন। দেশ বিভাগের পর ধর্মীয় গোড়ামীর কারণে এই শিল্প ব্যাপক বাধার সম্মুখীন হয়।
তারপর তার থেমে থাকেনি। তারা সর্বোচ্চ চেষ্টা করে এদেশে এর সচল বিকাশ ঘটায়। চারু
ও কারুকলার মাঝে জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। যেমন- ছবি আঁকার মাধ্যমে মানুষকে
রোগ এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সকলকে ধারণা দেয়া যায়। যেহেতু দেশে শিক্ষার
হার কম তাই চারু কলার মাধ্যমে সহজে মানুষকে বোঝানে যায় রাস্তায় হাঁটাচলা, বাস
ট্রাক চলাচলের নিয়ম কানুন ইত্যাদি। কৃষি কাজে সহজে চাষ, সেচ, পোকামাকড় রোধ
ইত্যাদি ছবি এঁকে বোঝানো যায়। মানচিত্র আঁকা, কারিগরি বিদ্যার বই ইত্যাদিতে
শিল্পের প্রয়োজন হয়। কারুশিল্পের দ্বারা, ঝুড়ি, চালা, মোড়া, বেতের চেয়ার ইত্যাদি
জিনিস তৈরি করে জীবিকা নির্বাহও করা যায়। চারু ও কারুকলার মাধ্যমে জীবনকে
বিভিন্নভাবে সুন্দর, পরিমার্জিত করা যায় সাথে সৃজনশীলতা ও রুচিশীলতার প্রমাণও
পাওয়া যায়। এতে সমাজের গঠন ও সুন্দর হয়।
আরো দেখুন :
৫ম সপ্তাহের নমুনা সমাধান :
৪র্থ সপ্তাহের নমুনা সমাধান :
Rip typing 😃 it could be better 🙂
ReplyDelete