৮ম শ্রেণি এ্যাসাইনমেন্ট : চারু ও কারুকলা : ৪র্থ সপ্তাহ
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ :
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
গায়ে হলুদ অনুষ্ঠানে করুশিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলি মূল্যায়ন
কর।
সংকেত :
১। কোন্ কোন্ ক্ষেত্রে কারুশিল্পের ব্যবহার করা হয় তা’চিহ্নিত কর। (যেমন :
কুলা, ডালা...)
২। কী কী উপকরণ ও কীভাবে নান্দনিক রূপ দেয়া হয় তা উল্লেখ কর।
নমুনা সমাধান
বাংলাদেশে অনেক প্রাচীন শিল্পকর্মের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে
কারুশিল্প অন্যতম। এ দেশের ঐতিহ্যবাহী ভবনগুলোতে এর নিদর্শন সর্বত্র বিদ্যমান।
শুধুমাত্র সেসব দেয়ালগুলোতে নয়ম, বিভিন্ন আসবাবপত্রেও এর ব্যবহার দেখা যায়।
প্রাচীন যুগের মানুষেরা তাদের দক্ষতার পরিচয় এসব কাজের মাধ্যমেই ফুটিয়ে তুলেন।
বর্তমানে গ্রামের আনাছে কানাছে এসকল কারুশিল্প এখনো বহমান রয়েছে। নারী পুরুষ উভয়ে
এখন এ পেশায় নিয়োজিত আছে। বর্তমানে এ সকল নিদর্শন সচরাচর চোখে না পড়লেও বিভিন্ন
সাংস্কৃতিক অনুষ্ঠানে এর ব্যবহার প্রায় দেখা যায়। যেমন- গায়ে হলুদের অনুষ্ঠান, এ
অনুষ্ঠান গুলোতে কুলা, ডালা, মাটির কলসি, প্রদীপ ইত্যাদির ব্যবহার দেখা যায়। কাঠ,
বাঁশ ও বেতের কারুশিল্পের নানা রকম আসবাবপত্র তৈরিতে সংগীতচর্চার যন্ত্র তৈরিতে,
ছবি ও নকশা ফুটিয়ে তোলার জন্য বহু চারু ও কারুশিল্পী কাজ করে। তাছাড়া নকশাকরা
তাঁতের শাড়ির কদর শুধু এই দেশেই নয়, বিশ্বের বহু দেশের মানুষ আগ্রহ সহকারে সংগ্রহ
করে। এ দেশের তাঁতের শাড়ি রং, নকশা ও ছবির জন্য-দেশে বিদেশে বিখ্যাত। জামদানির
বাহারি নকশা রঙিন সুতার বুনটের মাধ্যমে দক্ষ কারুশিল্পীরা করে থাকেন। এছাড়াও
মাটির পুতুল, কাঠের নকশা, নকশি কাঁথা ইত্যাদির ব্যবহার এখনো প্রচলন রয়েছে।
আরো দেখুন :
৫ম সপ্তাহের নমুনা সমাধান :
৪র্থ সপ্তাহের নমুনা সমাধান :