৮ম শ্রেণি এ্যাসাইনমেন্ট : বিজ্ঞান : ৪র্থ সপ্তাহ
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ :
চিংড়ি, মৌমাছি, ফিতা কৃমি, সাপ, কাক, তারা মাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল,
হাইড্রা- প্রাণীগুলো থেকে যে কোনো ৮টি পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে
একটি ছক তৈরি কর। এগুলোর মধ্যে থেকে তোমার পরিচিত প্রাণীগুলোর কিরূপ প্রভাব
তোমার জীবনে রয়েছে তা উল্লেখ কর।
নমুনা সমাধান
শ্রেণি / পর্ব | উদাহরণ | বৈশিষ্ট্য |
---|---|---|
প্লাটিহেলমিনথেস | ফিতা কৃমি | এদের দেহ চ্যাপ্টা এবং এরা উভয়লিঙ্গের হয়ে থাকে। এরা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, এদের দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত |
আর্থ্রোপোড়া | চিংড়ি | এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পর্ব। এ পর্বের প্রাণীদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ, দেহ কাইটিন দ্বারা আবৃত্ত। |
একাইনোডারমাটা | তারা মাছ | এদের দেহ কাঁটাযুক্ত। দেহ পাঁচটি সমান ভাগে এবং পানি সংবহনতন্ত্র থাকে। |
কর্ডাটা | রুই মাছ | এরা স্বাধু পানির মাছ। এদের ফাঁপা স্নায়ু রজ্জু থাকে। সারা জীবন বা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। |
সরীসৃপ | সাপ | এই পর্বের প্রাণী বুকে ভর দিয়ে চলে। এদের ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত। |
পক্ষীকুল | কাক | এদের হাড় শক্ত, হালকা হয়। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উড়তে পারে। |
মলাস্কা | ঝিনুক | এরা পেশিবহুল পা দ্বারা চলাচল করে। নরম দেহটি শক্ত খোলস দ্বারা আবৃত। |
নিডারিয়া | হাইড্রা | এদের দেহ বাইরের দিকে এক্টোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম। এই কোষগুলো ধারা, আত্মরক্ষা, চলন ইত্যাদিতে অংশ নেয়। |
আমার জীবনে চিংড়ির প্রভাবের পাশাপাশি কাক, রুই মাছ, সাপ এদের ভূমিকা দৃশ্যমান।
উপকারিতার পাশাপাশি অপকারিতা ও করে থাকে এরা, সাপ এক প্রকার বিপদজন্নক প্রাণী।
এদের মধ্যে কিছুর বিষ এতো মারাত্মক যে যার ফলে প্রাণ সংশয়ও হয়ে থাকে। কিন্তু
এদের বিষ থেকে বিভিন্ন ওষুধ ও তৈরি হয়ে থাকে। চিংড়ি পোকা হিসেবে উল্লেখিত হলেও
মানুষের জন্য উপাদেয় খাদ্য হিসেবে গণ্য। কাক বিরক্তিকর আর নোংরা হলেও এরা
আমাদের আশেপাশের ময়লা আবর্জনা খেয়ে পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। তাই বলা যায়
যে, এরা আমাদের জীবনে ব্যাপক ভূমিকা রাখে।
আরো দেখুন :
৫ম সপ্তাহের নমুনা সমাধান :
৪র্থ সপ্তাহের নমুনা সমাধান :
thanks to you for helping us
ReplyDelete