সাধারণ জ্ঞান : পরিবেশ, বাস্তুসংস্থান

পরিবেশ

↬ পরিবেশ (Environment) 
↬ বাস্তুসংস্থান (Ecology) 

পরিবেশ শব্দের ইংরেজি শব্দ ‘Environment’ কোন শব্দ থেকে এসেছে? — ফারসি শব্দ পরিবেশ Environner হতে।

Environner শব্দের অর্থ কী? — বেষ্টন করা বা ঘেরা।

পরিবেশ কী? — পরিবেশ হলো কোনো জীবের অস্তিত্ব বা বিকাশের উপর ক্রিয়াশীল সামগ্রিক পারিপার্শ্বিকতা।

পরিবেশের উপাদান কয় প্রকার ও কী কী? — ২ প্রকার। যথা— জড় উপাদান এবং জীব উপাদান। 

ভৌত বা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? — প্রাকৃতিক জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে।

সামাজিক পরিবেশ কী? — মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। 

বাস্তুসংস্থান কী? — বেঁচে থাকার জন্য জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের অন্তঃসম্পর্ক হলো বাস্তুসংস্থান। 

বাস্তুসংস্থানের উপাদান কয়টি? — ২ টি। যথা— জীব সম্প্রদায় ও জড় পরিবেশ।

বাস্তুতন্ত্র (Eco system) কাকে বলে? — কোন একটি নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট পরিবেশে সজীব এবং নির্জীব উপাদানের সম্পর্ক ও পারস্পরিক ক্রিয়াকে বাস্তুতন্ত্র বলে।

জীবমণ্ডল কী? — জীবমণ্ডল হলো পৃথিবীর সমস্ত ইকোসিস্টেমের যোগফল। (এটাকে পৃথিবীর জীবনের এলাকা বলা হয়)।

পৃথিবীতে প্রাণের সূচনা আনুমানিক কত আগে শুরু হয়? — ১০০ কোটি বৎসর আগে।

খাদ্য শৃঙ্খল কাকে বলে? — চক্রাকারে জীবের৷ খাদ্য স্থানান্তর হওয়া এবং খাদ্য খাদকের সম্পর্কে খাদ্য শৃঙ্খল বলে।

খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকে মূলত কয়টি স্তরে ভাগ করা যায়? — ৩ টি স্তরে। (উৎপাদক, খাদক এবং বিয়োজক)।

খাদক বা ভক্ষক কাকে বলে? — যে জীব সবুজ উদ্ভিদের মতো সৌরশক্তিকে ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং অন্য উদ্ভিদকে ভক্ষণ করে পুষ্টির প্রয়োজন মেটায়, তাদের খাদক বা ভক্ষক বলে।

খাদক প্রাণীগুলোর কয়টি স্তর রয়েছে? — তিনটি স্তর রয়েছে। ( প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক)।

প্রথম স্তরের খাদক কী? — যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা প্রথম স্তরের খাদক। এরা তৃণভোজী নামেও পরিচিত। 

প্রথম স্তরের খাদকের উদাহরণ দাও। — গরু, ছাগল ইত্যাদি। 

দ্বিতীয় স্তরের খাদকের সংক্ষিপ্ত পরিচয় দাও। — যারা প্রথম স্তরের খাদকদেরকে খেয়ে বাঁচে। যেমন— পাখি, বাঘ, সিংহ, কুমির, মানুষ ইত্যাদি। 

দ্বিতীয় স্তরের খাদকেরা আর কি নামে পরিচিত? — এরা মাংসাশী নামেও পরিচিত। 

তৃতীয় স্তরের খাদকের পরিচয় দাও। — যারা দ্বিতীয় স্তরের খাদকদের খায়। যেমন— বক, ব্যাঙ, মানুষ, কচ্ছপ ইত্যাদি। (এদের মধ্যে কোনো কোনো প্রাণী একাধিক স্তরের খাদক।

তৃতীয় স্তরের খাদকেরা অপর কি নামে পরিচিত? — এরা সর্বভুক নামেও পরিচিত।

পরিবেশের অজীব উপাদানের মধ্যে আছে — মাটি, পানি, বায়ু, আলো ইত্যাদি।
Post a Comment (0)
Previous Post Next Post