সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ১২ ” - “ বার ”
মহান মুক্তিযুদ্ধের জন্য একজন মুক্তিযোদ্ধার সংশোধিত সর্বনিম্ন বয়স ধরা হয়েছে — ১২ বছর।
যে ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় — ভিটামিন বি– ১২
চট্টগ্রাম কে বাংলাদেশের — ১২ আউলিয়ার দেশ বলা হয়।
মানবদেহে করোটিক স্নায়ুর সংখ্যা — ১২ জোড়া।
কাবাডি খেলায় প্রতিযোগী দলে খেলোয়াড় থাকে — ১২ জন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ক্ষমতায় ছিলেন — ১২ বছর।
ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দেওয়া হয়েছে সংবিধানের — ১২নং অনুচ্ছেদে।
বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য — ১২টি।
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্নের সংখ্যা — ১২টি (কমা, সেমিকোলন, দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন
ড্যাস, ড্যাস, হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, ব্যাকেট বা বন্ধনী
চিহ্ন)।
খাবার স্যালাইন বানানোর পরে খাওয়াবে যাবে — পরবর্তী ১২ ঘন্টা পর্যন্ত।
উপকূলের কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়েরর ব্যবধান কত — ১২ ঘন্টা।
সংসদীয় পদ্ধতিতে সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয় সংবিধানের — দ্বাদশ (১২) সংশোধনীর দ্বারা।
১৯৪৯ সালে যখন ন্যাটো (NATO) গঠিত হয় তখন সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল — ১২টি দেশ।
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা — ১২ নটিক্যাল মাইল।
রাশিচক্রে রাশি সংখ্যা কত টি? — ১২টি (মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীনা রাশি)।
‘অগ্নিবীনা’ কাব্যে মোট কবিতা আছে — ১২টি (কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ)।
সাহায্যকারী ক্রিয়া — ১২টি।
বাংলাদেশে ক্যাডেট কলেজ আছে — ১২টি।
একটি গরুর গড় আয়ু — ১২ বছর।
বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা — ১২টি।
দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা — ১২টি।
কী–বোর্ডে ‘ফাংশন কী’ আছে — ১২টি।
ইউরোপীয় ইউনিয়নের পতাকায় তারকার সংখ্যা — ১২টি।
খাবার স্যালাইন বানানোর পরে খাওয়াবে যাবে — পরবর্তী ১২ ঘন্টা পর্যন্ত।
উপকূলের কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়েরর ব্যবধান কত — ১২ ঘন্টা।
সংসদীয় পদ্ধতিতে সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয় সংবিধানের — দ্বাদশ (১২) সংশোধনীর দ্বারা।
১৯৪৯ সালে যখন ন্যাটো (NATO) গঠিত হয় তখন সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল — ১২টি দেশ।
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা — ১২ নটিক্যাল মাইল।
রাশিচক্রে রাশি সংখ্যা কত টি? — ১২টি (মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীনা রাশি)।
‘অগ্নিবীনা’ কাব্যে মোট কবিতা আছে — ১২টি (কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ)।
সাহায্যকারী ক্রিয়া — ১২টি।
বাংলাদেশে ক্যাডেট কলেজ আছে — ১২টি।
একটি গরুর গড় আয়ু — ১২ বছর।
বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা — ১২টি।
দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা — ১২টি।
কী–বোর্ডে ‘ফাংশন কী’ আছে — ১২টি।
ইউরোপীয় ইউনিয়নের পতাকায় তারকার সংখ্যা — ১২টি।