সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ১৪

সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ১৪ ” - “ চৌদ্দ ”

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মোট উপন্যাসের সংখ্যা — ১৪টি।

পাকিস্তানের স্বাধীনতা দিবস — ১৪ আগস্ট ( ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয় ভারতবর্ষ বিভক্তের মাধ্যমে )।

বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় — ১৪ ডিসেম্বর।

বিশ্ব ডায়াবেটিস দিবস — ১৪ নভেম্বর।

ভূপৃষ্ঠে প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ — ১৪.৭২ পাউন্ড।

চীনের প্রতিবেশী দেশ বা চীনের সাথে স্থল ও জল সীমান্ত রয়েছে এমন দেশের সংখ্যা — ১৪টি।
(চীন এবং রাশিয়া অধিক সীমান্তবর্তী দেশ। রাশিয়ার সাথেও ১৪টি দেশের সীমান্ত রয়েছে)।


আদর্শ ফুটবলের ওজন — ১৪ – ১৬ আউন্স।

সনেটে পংক্তি বা লাইন থাকে — ১৪টি করে (প্রথম ৮ লাইন অষ্টক এবং পরবর্তী ৬ লাইন ষষ্টক)

জাতিসংঘ সনদ অনুযায়ী একজন মানবকে শিশু হিসেবে ধরা হয় — ০ হতে ১৪ বছর পর্যন্ত।

ধর্মগ্রন্থ আল কুরআনে মোট সিজদা আছে — ১৪টি।

জাতিপুঞ্জ চুক্তিতে মোট — ১৪টি দফা ছিল।

বাংলাদেশের পরমাণু চিকিৎসা কেন্দ্র — ১৪টি।

পাটের ক্রোমোজেমের সংখ্যা — ১৪টি।

পরবর্তীপর্বগুলো দেখুন :
১০১১১২১৩, ১৪, ১৫১৬১৭১৮১৯২০২১
Post a Comment (0)
Previous Post Next Post