সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ১৬ ” - “ ষোল ”
বাংলাদেশের সংবিধানে বিচারপতিদের অভিশংসন বিষয়ক সংশোধনী — ১৬ তম সংশোধনী।
অক্সিজেনের পারমাণবিক ভর — ১৬
একজন সুস্থ পূর্ণ বয়স্ক লোক দিনে বাতাস গ্রহণ করে — ১৬.৫ কে.জি।
কৃত্রিম উপায়ে তৈরী মৌলিক পদার্থের সংখ্যা — ১৬ টি।
উদ্ভিদের প্রয়োজনীয় মোট পুষ্টি উপদানের সংখ্যা — ১৬ টি।
এক পাউন্ড সমান — ১৬ আউন্স।
আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের — ১৬ তম প্রেসিডেন্ট ছিলেন।
শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হওয়া প্রয়োজন — ১৬.৬ মিটার।
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমানা হতে ১৬.৫ কি.মি. বা (১১ মাইল) দূরে অবস্থিত।
ভূ–ত্বকের গভীরতা — প্রায় ১৬ কি.মি.
বাংলাদেশ বিজয় দিবস — ১৬ ডিসেম্বর।
বিশ্ব সহনশীলতা দিবস — ১৬ নভেম্বর।
বিশ্ব খাদ্য দিবস — ১৬ অক্টোবর।
আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস — ১৬ সেপ্টেম্বর।