সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ১৮ ” - “ আঠার ”
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি স্থায়ী ছিল — ১৮ মিনিট।
জোহা দিবস — ১৮ ফেব্রুয়ারি। (ড.শামসুজ্জোহা শহীদ হন ১৮ ফেব্রুয়ারি, ১৯৬৯)
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য — ১৮ ইঞ্চি।
ভলিবল কোর্টের দৈর্ঘ্য ও প্রস্থের মাপ — ৬০ ফুট × ৩০ ফুট বা ১৮ মি. × ৯ মি.
হলওয়েল বর্ণিত ' অন্ধকূপ হত্যা ' কল্পকাহিনির ক্ষুদ্র কক্ষের আয়তন ছিল — ১৮ ফুট × ২৪ ফুট।
ভৌগোলিক অক্ষের সাথে ভূচৌম্বক অক্ষ আনত অবস্থায় থাকে — ১৮° কোণে।
জাতিসংঘ শিশুসনদ অনুসারে শিশুর বয়সসীমা — ০ – ১৮ বছর। (১৮ বছর পর্যন্ত প্রত্যেকে শিশু)
বাংলাদেশের জাতীয় শিক্ষা নীতি অনুসারে একজন শিশুর বয়স — জন্ম হতে ১৮ বছর পর্যন্ত।
কবুতরের ডিম ফেটে বাচ্চা বের হয় — ১৮ দিনের ভেতর।
সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য — ১৮ কি.মি.।
কুরুক্ষেত্রের যুদ্ধ স্থায়িত্ব ছিল — ১৮ দিন।
মধ্যপ্রাচ্য গঠিত হয় — ১৮ টি দেশ নিয়ে।
বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স — ১৮ বছর।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সংখ্যা — ১৮ জন।
মহাভরত যে কয় খণ্ডে রচিত — ১৮ টি খণ্ডে ৮৫ হাজার শ্লোক)
১৯৭৩ সালে সংঘটিত আরব - ইসরায়েল যুদ্ধের স্থায়িত্ব ছিল — ১৮ দিন।