সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ৭ ” - “ সাত ”
মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ বীরশ্রেষ্ঠক পদক প্রাপ্তদের সংখ্যা — ৭ জন।
প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগন— এ ঘোষণাটি বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে — ৭ (১) নং অনুচ্ছেদে।
মুক্তিযুদ্ধের সময় রাজশাহী অন্তর্ভুক্ত ছিল — ৭নং সেক্টরের অধীনে।
পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বনভূমি আছে — ৭টি জেলায়।
রাষ্ট্রপতি যদি কোন বিল পুনরায় সংসদে পুনর্বিবেচনার জন্য প্রেরণ করেন তবে তা ফেরত আসার — ৭ দিনের মধ্যে পাস করতে হবে।
বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা হচ্ছে — ৭ - ১৬ বছর।
রমনা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ প্রদান করেন — ৭ই মার্চ।
জাতীয় সংহতি ও বিপ্লব দিবস — ৭ নভেম্বর।
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ফলক বা কৌণিক স্তম্ভ আছে — ৭টি।
মানুষের রক্তের PH মান — ৭.৪ [ PH স্কেলের বিস্তৃতি ০—১৪ ]
নিরপেক্ষ পানির PH মান — ৭ [ হাইড্রোজেন প্লাস আয়ন (H+) দ্রবনণের ঘনমাত্রা ঋণাত্বক লগারিদমকে PH বলে। ]
বিশ্ব স্বাস্থ্য দিবস — ৭ই এপ্রিল।
বাংলাদেশের সংবিধানের তফসিল — ৭টি। *
মাৎস্যনায় বাংলার যে সময়কাল নির্দেশ করে — ৭ম - ৮ম শতক।
মাৎস্যনায় বাংলার যে সময়কাল নির্দেশ করে — ৭ম - ৮ম শতক।
ওয়াটার পোলো খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে — ৭ জন।
প্রতিষ্ঠাকালে আরবলীগের সদস্য ছিল/ আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য — ৭টি ( ইরাক, ইরান, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়েমেন এবং সৌদি আরব )।
সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি পাস করবেন — ৭ দিনের ভেতর।
পৃথিবীর মহাদেশ — ৭টি ( এশিয়া৷, ইউরোপ, আফ্রিকা, এন্টার্কটিকা, ওশেনিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা )।
রংধনুতে রং আছে — ৭টি (বে নী আ স হ ক লা → বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কালো, লাল)।
রামায়ণের খণ্ড সংখ্যা — ৭টি ( ২৪ হাজার শ্লোক )।
মৌলিক স্বরধ্বনি — ৭টি ( অ, আ, ই, উ, এ, ও, এবং অ্যা )।
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জনবর্ণ — ৭টি ( খ, গ, ন, থ, ধ, প, শ )।
পৃথিবীতে মৌলিক রাশি — ৭টি ( দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ )।
একজন মানুষের দেহে রক্তের পরিমাণ — মোট শরীরের ওজনের ৭%
বাংলাদেশে ব্যাংক নোট আছে — ৭টি ( ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১০০০ )।
প্রতিষ্ঠাকালে আরবলীগের সদস্য ছিল/ আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য — ৭টি ( ইরাক, ইরান, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়েমেন এবং সৌদি আরব )।
সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি পাস করবেন — ৭ দিনের ভেতর।
পৃথিবীর মহাদেশ — ৭টি ( এশিয়া৷, ইউরোপ, আফ্রিকা, এন্টার্কটিকা, ওশেনিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা )।
রংধনুতে রং আছে — ৭টি (বে নী আ স হ ক লা → বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কালো, লাল)।
রামায়ণের খণ্ড সংখ্যা — ৭টি ( ২৪ হাজার শ্লোক )।
মৌলিক স্বরধ্বনি — ৭টি ( অ, আ, ই, উ, এ, ও, এবং অ্যা )।
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জনবর্ণ — ৭টি ( খ, গ, ন, থ, ধ, প, শ )।
পৃথিবীতে মৌলিক রাশি — ৭টি ( দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ )।
একজন মানুষের দেহে রক্তের পরিমাণ — মোট শরীরের ওজনের ৭%
বাংলাদেশে ব্যাংক নোট আছে — ৭টি ( ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১০০০ )।