মানব দেহ
(Human Body)
↬ কঙ্কালতন্ত্র (Skeletal System)
↬ পঞ্চইন্দ্রিয় (5 Senses)
কঙ্কালের সবচেয়ে বড় অস্থি কোনটি? — ফিমার।
কশেরুকা কী? — মেরুদণ্ডের প্রত্যেকটি অস্থিখণ্ডকে কশেরুকা বলে।
প্যাটেলার আকৃতি কেমন এবং এটি কোথায় অবস্থিত? — হাঁটুতে অবস্থিত ত্রিকোণকৃতি।
করোটির অস্থি সংখ্যা কতটি? — ২২ টি। (তবে অনেকে মধ্যকর্ণে ৬ টি এবং মুখমন্ডলে ১ টি এথময়েড অস্থি অতিরিক্ত গণনা করে থাকে সেসব নিয়ে ২৯ টি ধরে।)
অস্থিসন্ধি হলো — দুই বা ততোধিক অস্থির সংযোগস্থল।
অস্থিসন্ধি কত ধরনের হয়ে থাকে? — ৩ ধরনের ( তন্তুময় সন্ধি, তরুণাস্থিময় সন্ধি এবং সাইনোভিয়াল)।
একজন সাধারণ মানুষের দেহে মোট টুকরা হাড় (Bone) থাকে? — ২০৬ টি।
মস্তিষ্ক (Brain) বাইরের আঘাত থেকে রক্ষা করার যে হাড় আবরণ তৈরি করে তার নাম কী? — Cranium.
বুকের মাঝখানের হাড়ের নাম হলো — Sternum
মানব শরীরে সর্বমোট কশেরুকা (Vertebra) এর সংখ্যা হলো — ৩৩ টি।
মানবদেহের সবচেয়ে লম্বা অস্থির নাম কী? — ফিমার।
কোন অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে? — স্ক্যাপুলা।
কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে? — টেনডন।
কোনটি মানুষের শরীরের একটি হাড়কে অন্য হাড়ের সাথে সংযুক্ত করে? — লিগামেন্ট।
সংবেদী অঙ্গ কাকে বলে? — যে অঙ্গের সাহায্যে আমরা বাহিরের জগতকে অনুভব করতে পারি, তাকে সংবেদী অঙ্গ বলে।
মানুষের সংবেদনশীল অঙ্গ কয়টি ও কী কী? — ৫ টি। যথা— চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক।
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম — ত্বক।
মানুষের গায়ের রং ত্বকের কোন উপাদানের উপর নির্ভর করে? — মেলালিন নামক রঞ্জকের উপর।
শ্রবণ এবং দেহের ভারসাম্য রক্ষার কাজ করে কোনটি? — কান।
কানের কতটি অংশ এবং সেগুলি কী কী? — ৩ টি। যথা— বহিঃকর্ণ, অন্তঃকর্ণ এবং মধ্যকর্ণ।
মধ্যকর্ণে কয়টি হাড় থাকে? — ৩ টি। যথা— মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস।
মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? — স্টেপিস।
অন্তঃকর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষার কাজ করে থাকে? — ইউট্রিকুলাস। (মেমব্রনাসের অংশ)
কানে শব্দ প্রবেশ করলে প্রথম যে অংশটি কেঁপে ওঠে? — কানপর্দা।
‘অর্গান অব কটি’ যে অঙ্গে থাকে — ককলিয়া।
মানবদেহের সবচেয়ে বড় অস্থি ফিমার হলো — উরুর অস্থি।
বক্ষপিঞ্জরে হাড়ের সংখ্যা কতটি? — ২৫ টি।
ঊর্দ্ধাঙ্গে হাড় আছে — ৬৪ টি।
নিম্নাঙ্গে হাড় আছে — ৬২ টি।
কঙ্কাল — দেহের কাঠামো গঠন করে।
অস্থিগুলো পরস্পরের সাথে কোন টিস্যু বা কলা দিয়ে যুক্ত থাকে? — যোজক টিস্যু।