Imperative Sentence
যে সকল Sentence দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ এবং উপদেশ ইত্যাদি বুঝায়,
তাদেরকে Imperative Sentence বলে।
A sentence that expresses command, order, request and advice is called an
Imperative sentence.
Example :
ছবিটির দিকে তাকাও।
Look at the picture.
গোলমাল করিও না।
Do not make a noise.
Imperative Sentence এর গঠন :
Imperative Sentence এর বক্তব্যটি (আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ) 2ns Person বা
you কে লক্ষ্য করে বলা হয়। কিন্তু এই (you) বাক্যে উহ্য থাকে। অর্থাৎ
- Imperative Sentence এর subject হলো 2nd person (you) যা উহ্য থাকে।
- Sentence শুরু হয় principal verb দিয়ে। অর্থাৎ Verb + Extension = Imperative Sentence
[ Verb এর পরবর্তী সমস্ত অংশকে এখানে Extension বোঝানো হয়েছে। ]
Example :
কাজটি কর।
(You) Do the work.
এখানে ‘কাজটি কর’ মানে হলো “তুমি কাজটি কর”। কিন্তু এই তুমি বাংলা
বা ইংরেজি কোন বাক্যেই ব্যবহার করা হয় না। অবশ্য আজকাল কথোপকথনে অনেক সময় ব্যবহার
করা হয়। যেমন—
তোমার শরীরের যত্ন নাও।
Take care of your health.
তার মানে হলো ‘তুমি’ (You) তোমার শরীরের যত্ন নাও। কিন্তু এই ‘তুমি’ (you) বাক্য
উহ্য থাকে।
তাহলে দেখা গেল যে 2nd person এ Imperative Sentence verb দিয়ে শুরু হয়।
একটি গুরুত্বপূর্ণ বিষয় :
আমাদের দেশে প্রচলিত প্রায় অনেক বিখ্যাত বইয়ে লেখা আছে যে, 1st person & 3rd
person এর Imperative Sentence "Let" দ্বারা শুরু হয়। যেমন—
আমাকে যেতে দাও।
Let me go.
তাকে যেতে দাও।
Let him go.
কিন্তু এপারে একটু গভীরভাবে ভেবে দেখুন। উপরোক্ত বাক্যগুলোতে 1st & 3rd
person বলতে কি বুঝানে হয়েছে তা স্পষ্ট নয়। Let me go বাক্যে 1st person হলো me;
যা বাক্যের subject নয়, object. এখানে হলো you বা “তুমি”। বাংলা অর্থ বিবেচনা
করলে বিষয়টি সহজ হবে।
আমাকে যেতে দাও।
দাও—verb টির দিকে তাকালেই বোঝা যায় যে বাক্যটি আসলে এরকম—
(তুমি) আমাকে যেতে দাও। অর্থাৎ
(you) Let me go.
অর্থাৎ, এখানে বাক্যের subject হলো you. Let মানে কাউকে কোনো কিছু করতে দেওয়া।
এটি হলো একটি verb. উপরোক্ত বাক্যো Let হলো finite verb, go হলো bare infinite,
verb নয়। যেমন— “আমাকে যেতে দাও” বাক্যের যেতে to go = infinite কিন্তু,
let এর পর এই to উহ্য আছে। ‘যেতে’ বা 'to go' হলো infinite বা verbal, verb
নয়। এটি verb থেকে উদ্ভূত তবে বাক্যে verb এর মত কাজ করে না৷ তাহলে let মানে যদি
সংক্ষেপে বলি 'দাও' তখন প্রশ্ন জাগে "কে দেবে?" যেহেতু ক্রিয়ার রূপটি হলো
'দাও' সেহেতু "কে" এর উত্তর হলো 'তুমি' বা you. সুতরাং দেখা যাচ্ছে যে—
সর্বক্ষেত্রেই Imperative Sentence এর subject হলো you বা 2nd
person. তাই 1st & 3rd person এর কথা বলা এখানে যুক্তি সংগত বলে আমি
মনে করি না।
উদাহরণটি আরো একবার বিবেচনা করা যাক;
Let me go.
আমাকে যেতে দাও।
বাক্যটির বক্তা বা speaker কে তা আমরা জানি না। অর্থাৎ "কে" বলছে "আমাকে যেতে
দাও" তা বাক্যে প্রকাশিত নয়। এমন হতে পারে—
Rahim said to Karim, "Let me go."
সেক্ষেত্রে Rahim হলো Speaker. অর্থাৎ Let me go এই অংশটুকুর বক্তা সে। তাহলে
speaker যদি বাক্যে ব্যবহৃত নয় এমন কোন ব্যক্তি হয় তবে সে নিশ্চয়ই ঐ বাক্যের
subject নয়। আবার, let me go (আমাকে যেতে দাও) বাক্যের "যাওয়ার" কর্তা হলো
me (আমি). কিন্তু এটি তো infinitive এর কর্তা। মূল verb হলো let বা দাও। এই
"দেয়ার" কর্তা কে? বা যেতে "দেবে" কে? সেই বাক্যের কর্তা। সুতরাং You—ই হলো এখানে
subject যা উহ্য রয়েছে। প্রকৃতপক্ষে imperative sentence এ "you" ছাড়া অন্য কোন
person ই subject হিসেবে ব্যবহৃত পারে না।
অবশ্য টিচার্সরা তাঁর স্টুডেন্টকে কোন দৃষ্টিকোণ থেকে শেখাবেন তাঁর উপর ছেড়ে
দেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি।
এবার imperative sentence এর আরো কিছু উদাহরণ দেখি—
এখনই একাজ কর।
Do it at once. (Order)
সত্য কথা বল।
Speak the truth. (Advice)
দয়া করে আমাকে নিকটস্থ বাজারে যাবার পথ দেখিয়ে দিন।
Please, (or Kindi) show me the way to the nearest market. (Request)
Let এর ব্যবহার :
নিচের উদাহরণ দুটি পড়—
আমাকে যেতে দাও।
Let me go.
আমাকে একটি বই দাও।
Give me a book.
প্রথম বাক্যের দাও = Let ; এবং ২য় বাক্যের দাও = Give, Let আর Give কিন্তু
এক জিনিস নয়। Give মানে হলো কোনো কিছু হাতে হাতে অন্যকে দিয়ে দেয়া (যেমন— কোন
বস্তু, উপদেশ ইত্যাদি)। এটি হলো এক প্রকার দান বা বিনিময়। কিন্তু Let অর্থ কাউকে
কোন কাজ করতে দেয়া, কোনো কিছু অর্পন করা বা দিয়ে দেওয়া নয়।
তাহলে "দাও" থাকলে কখন Let এবং কখন Give ব্যবহার করতে হবে আশাকরি সমস্যা
হবে না। যেমন—
আমাকে এখন পড়তে দাও।
Let me read now.
আমাকে একটি বই দাও।
Give me a book.