Interrogative Sentence
যে Sentence দ্বারা প্রশ্ন করা হয় অর্থাৎ কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু
জানতে চাওয়া হয়, তাকে Interrogative Sentence বলে।
A sentence that asks a question about some person or thing is called an
Interrogative sentence.
Example :
তোমার নাম কি?
What is your name?
তুমি কেমন আছো?
How are you?
তুমি কি স্কুলে যাইতেছো?
Are you going to school?
তুমি কি আমাকে চেন?
Do you know me?
Interrogative Sentence এর কতকগুলো বৈশিষ্ট্য আছে। নিচের উদাহরণ গুলোর মাধ্যমে এই
বৈশিষ্ট্য গুলো সহজেই বুঝা যাবে।
I eat rice. (Affirmative)
I do not eat rice. (Negative)
Do I eat rice? (Interrogative)
অর্থাৎ আমি কি ভাত খাই?
লক্ষ্য কর :
Interrogative Sentence টিতে Subject এর আগে auxiliary verb বসেছে (do)। এবং এর
শেষে একটি প্রশ্ন মার্ক ( note of interrogation '?') ব্যবহৃত হয়েছে। এগুলো হলো
Interrogative Sentence এর বৈশিষ্ট্য।
Interrogative Sentence এর গঠন :
am, is, are, have, has, was, were ইত্যাদি verb গুলো যদি assertive sentence এ
auxiliary verb হিসেবে ব্যবহৃত না হয়ে principal verb হিসেবে ব্যবহৃত হয়,
তাহলে ঐ sentence কে Interrogative এ রূপান্তর করতে হলে ঐ verb গুলোকে
subject এর আগে বসিয়ে sentence এর শেষে একটি (?) চিহ্ন দিতে হবে। যেমন—
I am a teacher. (Assertive)
Am I a teacher? (Interrogative)
He is honest. (Assertive)
Is he honest? (Interrogative)
They are happy. (Assertive)
Are they happy? (Interrogative)
She was hungry. (Assertive)
Was she hungry? (Interrogative)
I have a cow. (Assertive)
Have I a cow? (Interrogative)
They were tried. (Assertive)
Were they tried? (Interrogative)
Assertive sentence এ can, could, may, might, dare, must, should (modal, semi -
modal) ইত্যাদি verb গুলো auxiliary verb হিসেবে থাকলে তাকে interrogative করতে
হলে ঐ verb গুলোকে subject এর আগে বসাতে হয়। যেমন—
He can do it. (Assertive)
Can he do it? (Interrogative)
They may come today. (Assertive)
May they come today? (Interrogative)
You should do it. (Assertive)
Should you do it? (Interrogative)
She dared not say so. (Negative)
Dared she says so? (Interrogative)
She could do it. (Assertive)
Could she do it? (Interrogative)
Present Indefinite tense এর assertive sentence কে interrogative করতে হলে তার
subject এর আগে (verb যদিordinary verb হয়) do / does বসাতে হয় এবং বাক্যের
শেষে (?) দিতে হয়। যেমন—
I go. (Assertive)
Do I go? (Interrogative)
He goes. (Assertive)
Does he go? (Interrogative)
Rahim reads a book. (Assertive)
Does Rahim read a book? (Interrogative)
Past Indefinite tense এর assertive sentence কে interrogative করতে হলে
(verb যদি ordinary verb হয়) subject এর আগে did ব্যবহার করতে হয় এবং verb
এর present রূপ ব্যবহৃত হয়। যেমন—
He went there. (Assertive)
Did he go there? (Interrogative)
She came. (Assertive)
Did she come? (Interrogative)
We played football. (Assertive)
Did we play football? (Interrogative)
He read a book. (Assertive)
Did he read a book? (Interrogative)
অন্যান্য Tense এর interrogative sentence করতে হলে ঐ tense গঠন করতে যে
auxiliary verb ব্যবহার করা হয়, তাকে subject এর আগে বসাতে হয় এবং বাক্যের শেষে
একটি (?) চিহ্ন দিতে হয়। যেমন—
I am eating rice. (Assertive)
Am I eating rice? (Interrogative)
She has done this. (Assertive)
Has she done this? (Interrogative)
I have been reading a book for an hour. (Assertive)
Have I been reading a book for an hour? (Interrogative)
She was swimming. (Assertive)
Was she swimming? (Interrogative)
They will go. (Assertive)
Will they go? (Interrogative)
They will be eating. (Assertive)
Will they be eating? (Interrogative)
কোন বাংলা interrogative বাক্য কখন (when), কোথায় (where), কেমন করে (how), কোনটি
(which), কে (who) ইত্যাদি word (inetrrogative pronoun) দ্বারা গঠিত হলে তাকে
ইংরেজি অনুবাদ করতে হলে এই word কে বাক্যের প্রথমে বসাতে হয়। তারপর auxiliary
verb (do, did, have, has, is, was, were ইত্যাদি) বসাতে হয়। Example :
When did he go?
সে কখন গিয়েছিল?
When will he go?
সে কখন যাবে?
Where did he go?
সে কোথায় গিয়েছিল?
Where will he go?
সে কোথায় যাবে?
How does he do it?
সে কিভাবে এ কাজ করে?
How did he do it?
সে কিভাবে একাজ করেছিল?
How has he done it?
সে কেমনভাবে একাজ করেছে?
How will he do it?
সে কেমন করে একাজ করেছে?
Which pen do you want?
তুমি কোন কলমটি চাও?
Which pen will you buy?
তুমি কোন কলমটি কিনবে?
Who went there?
কে সেখানে গিয়েছিল?
Who did it?
কে কাজটি করেছিল?
Who will do it?
কাজটি কে করবে?
নোট :
যখন একটি negative বাক্যকে interrogative করা হয় তখন তাকে বলে Negative
Interrogative Sentence. যেমন—
He goes to school. (Affirmative)
He does not go to school? (Negative)
Does he not go to school? (Negative Interrogative)