Kinds of Sentences on Meaning
পূর্ব আলোচনায় আমরা জেনেছি, Sentence কাকে বলে। Sentence হল কতকগুলো অর্থবোধক
শব্দের সমষ্টি যাদের—
- পরস্পর একটি নিয়ম অনুসারে সাজানো
- পরস্পর মিলে একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে।
এখানে, দ্বিতীয় পয়েন্টির (পরস্পর মিলে একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে।) অর্থ
হলো, একটি Sentence যে কোন একটি পরিপূর্ণ অর্থ দেয়। আর এই অর্থ বিভিন্ন রকমের হতে
পারে। যেমন—
আমি স্কুলে যাই।
I go to school.
বাক্যটির অর্থ হলো বিবৃতিমূলক (Assertive). এতে কোন বিষয় সম্পর্কে বর্ণনা, বিবৃতি
দেওয়া হয়। আবার,
আমি স্কুলে যাই না।
I don't (do not) go to school.
এই বাক্যটিতেও একটি বর্ণনা দেওয়া হয়েছে। তবে তা না — বোধক (Negative);
আবার,
আমি কি স্কুলে যাই?
Do I go to school?
এই বাক্যে একটি প্রশ্ন জিজ্ঞাসা বা জানতে চাওয়া হয়েছে। কিন্তু এই বাক্যটিই
যদি এমন হতো—
স্কুলে যাও।
Go to school.
তাহলে এর দ্বারা একটি আদেশ বুঝানো হতো। আবার অনেক বাক্যকে এভাবেও প্রকাশ করা যায়—
আল্লাহ তোমার মঙ্গল করুন।
May Allah bless you.
তাহলে এই বাক্য দিয়ে কোনো মনের ইচ্ছা / আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ পেয়েছে।
আবার, অনেক ক্ষেত্রে বক্তা নিচের বাক্যের মতো করেও তার মনোভাবে প্রকাশ করে থাকে।
যেমন—
কি সুন্দর পাখিটি!
How nice the bird is!
এটা আবার একেবারে অন্যরকম হয়ে গেল। এখানে বক্তার মনের একটি বিস্ময় ভাব প্রকাশিত
হয়েছে।
সুতরাং সব মিলে দেখা গেল যে, বিভিন্ন ভাবেই একজন মানুষ তার মনের অর্থপূর্ণ
ভাব প্রকাশ করতে পারে। আর এই বিভিন্ন রকমের মনোভাবপূর্ণ বাক্যকে অর্থবোধক
করতে হলে তাদের নিজস্ব নিয়মতে তাদের শব্দগুচ্ছকে শৃঙ্খল করে সাজাতে হবে। আর তার
জন্যেই বিভিন্ন রকমের বা বাক্যের বিভিন্ন প্রকারভেদ বের হয়েছে।
Classification
শ্রেণিবিভাগ
অর্থ অনুসারে Sentence কে পাঁচভাবে ভাগ করা হয়েছে। যথা—
- Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য) — বর্ণনা বুঝায়।
- Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য) — প্রশ্ন করা বুঝায়।
- Imperative Sentence (আদেশসূচক বাক্য) — আদেশ, উপদেশ, অনুরোধ করা বুঝায়।
- Optative Sentence (কামনা বা প্রার্থনা সূচক বাক্য) — মনের আকাঙ্ক্ষা বা প্রার্থনা বুঝায়।
- Exclamatory Sentence (বিস্ময় বোধক বাক্য) — মনের হঠাৎ প্রস্ফুটিত আবেগ/ ইচ্ছা যেমনঃ আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি বুঝায়।
নিম্নের লিংকগুলোতে এদের বিস্তারিত আলোচনা (Elaborate Discussion) করা হল।