Past Continuous Tense
ঘটমান অতীত কাল
অতীত কালে কোন কাজ কিছু সময় ধরে চলছিল কিন্তু সমাপ্তি ঘটেনি এইরূপ বুঝালে Verb এর Past Continuous Tense হয়।
নিচের বাক্যটি পড় :
আমি ভাত খাচ্ছি।
I am eating rice.
ঠিক এখন খাচ্ছি, তাই এভাবে বলছি। এবং বাক্যটি Present Continuous Tense এর। দু'দিন বা তিনদিন পর ঠিক এই বাক্যটি বলতে গেলে ঠিক এভাবে বলতে হবে—
আমি ভাত খাচ্ছিলাম।
I was eating rice.
(তখন এটি Past Continuous Tense হয়ে যায়।)
তাহলে, Present Continuous Tense এর বাক্যই কাজ ঘটার পরে ( অর্থাৎ বর্তমান কাজ অতীত হয়ে গেলে) বললে তখন তা Past Continuous Tense হয়ে যায়।
বাংলায় চেনার উপায় : বাংলা ক্রিয়ার শেষে সাধারণত করিতেছিলাম, করছিলাম, করিতেছিলে, করছিলে, করিতেছিলি, করছিলি, করিতেছিল, করছিল, করিতেছিলেন, করছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলাম, চ্ছিলেন, ছিল এদের যে কোন একটি যোগ থাকে। যেমন—
আমি একটি বই পড়তেছিলাম।
I was reading a book.
আমি একটি উপন্যাস পড়িতেছিলাম।
I was reading a novel.
Past Continuous Tense এর গঠন প্রণালী
Affirmative :
Subject + was/ were + মূল Verb এর Present Form এর সাথে ing + Extension
যেমন—
আমি ঢাকা গিয়েছিলাম।
I was going to Dhaka yesterday.
তারা গতকাল একটি ফুটবল ম্যাচ দেখেছিল।
They were watching a football match yesterday.
আমি ভাত খাইতেছিলাম।
I was eating rice.
Negative :
Subject + was / were + not + মূল Verb এর Present Form এর সাথে ing + Extension
যেমন—
নাসিমা একটি বই পড়িতেছিল না।
Nasima was not reading a book.
তারা গতকাল ঢাকা গিয়েছিল না।
They were not going to Dhaka yesterday.
তারা ফুটবল খেলেছিল না।
They were not playing football.
Interrogative :
Was / were + Subject + মূল Verb এর Present Form এর সাথে ing + Extension
যেমন—
নাসিমা কি একটি বই পড়িতেছিল?
Was Nasima reading a book?
তারা কি গতকাল ঢাকা গিয়েছিল?
Were they going to Dhaka yesterday?
Negative – Interrogative :
Was / were + Subject + not + মূল Verb এর Present Form এর সাথে ing + Extension
যেমন—
নাসিমা কি একটি বই পড়িতেছিল না?
Was Nasima not reading a book?
Or, Wasn't Nasima reading a book?
তারা কি গতকাল ঢাকা গিয়েছিল না?
Were they not going to Dhaka yesterday?
Or, Weren't they going to Dhaka yesterday?
Past Continuous Tense এর ব্যবহার
(১) অতীত কালের কোন কিছু বর্ণনা করতে Past Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—
গতকাল আমি ফুটবল খেলেছিলাম।
Yesterday I was playing football.
গতকাল তারা ক্লাসে গোলমাল করেছিল।
The previous day he was making noise in the class.
গত শুক্রবার তারা সারা সন্ধ্যা টিভি দেখেছিল।
Last Friday they were watching TV all evening.
বালকটি সারা বিকেল ক্রিকেট খেলেছিল।
The boy was playing cricket all afternoon.
(২) অতীত কালে একটি কাজ চলাকালীন আর একটি কাজ সংঘটিত হলে, যে কাজটি চলছিল সেটি বুঝাতে Past Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—
সে যখন আমাকে ফোন করেছিল তখন আমি দুপুরের খাবার খাচ্ছিলাম৷
I was talking my lunch when he called me.
আমি একটি পাখি দেখছিলাম যখন সে পড়ছিল।
I saw a bird while I was reading a book.
তারা যখন পৌছেছিল তখন আমরা টিভি দেখছিলাম।
They arrived while we were watching TV.
সে যখন এসেছিল তখন আমি একটি উপন্যাস পড়ছিলাম।
When he came to me, I was reading a novel.
(৩) অতীতে কোন কিছু করা হচ্ছিল বা ঘটছিল এরূপ বুঝাতে Past Continuous Tense ব্যবহার করা হয়। যেমন—
Yesterday we were waiting at the station for three hours.
I was learning English last year.
It was raining last night.
(৪) বার বার ঘটছিল এরূপ অর্থে Continually, always, forever ইত্যাদি adverb এর সাথে Past Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—
He was always asking for help from us.
The river was flowing continually all the year.
He was trying to leave the country forever.
He was always ringing me up.
(৫) অতীতে দুটি কাজ একই সাথে চলছিলো, এরূপ বুঝাতে উভয়ের জন্যই Past Continuous Tense ব্যবহার করা হয়। যেমন—
মিঃ খান যখন চা পান করছিলেন তখন আমি টিভি দেখছিলাম।
Mr. Khan was taking tea while I was watching TV.
She was singing a song while her mother was cooking rice.
আমি যখন বই পড়ছিলাম তখন আমার বোন চিঠি লিখছিল।
I was reading a book, while my sister was writing a letter.
(৬) অতীতে একটি ঘটনার পটভূমিতে অন্য একটি ঘটনা ঘটে গিয়েছে। এইরূপ ক্ষেত্রে Past Indefinite Tense এর সাথে Past Continuous Tense ব্যবহার করা হয়। যেমন—
আমি ঘুমিয়েছিলাম যখন সে পড়ছিল।
I fell asleep while I was reading.
She burnt her hand when she was cooking.
The light went out while we were having our supper.
নাসিমা পৌঁছেছিল তখন আমি রান্না করছিলাম।
Nasima arrived while I was cooking the dinner.
(৭) কোন কিছু বর্ণনা করতে Past Continuous Tense ব্যবহার করা হয়। যেমন—
Yesterday I was walking through the village. Some boys were playing football and some men were gossiping. Suddenly a boy fell into a coma.
(৮) Direct Speech এর Reporting Verb টি Past Tense এবং Reported Speech এর Verb টি Present Continuous Tense এ থাকলে Indirect করার সময় Present Continuous Tense টি Past Continuous Tense এ রূপান্তরিত হয়। যেমন—
Direct : He said, “I am reading.”
Indirect : He said that he was reading.
Direct : He said, “I am reading a book yesterday.”
Indirect : He said that he was reading a book the previous day.