Grammar : Past Indefinite Tense

Past Indefinite Tense
সাধারন অতীত কাল

কোন কাজ অতীত কালে ঘটেছিল এবং তার ফল বর্তমানে আর নেই এরূপ বুঝালে Verb এর Past Indefinite Tense বা Simple Past Tense বলে। এই Tense গঠন করতে কোন সাহায্যকারী Verb এর প্রয়োজন হয় না। শুধু main verb এর past form হয়। যেমন— 

সে গতকাল স্কুলে গিয়েছিল।
She went to school yesterday. 

চাকরটি গ্লাস ভেঙেছিল।
The servant broke the glass.

তিনি রাত দশটায় এখানে পৌঁছেছেন।
He reached here at 10 p.m.

সে মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিল।
He went to Mirpur zoo.


চেনার উপায়মূলক শব্দ : বাক্যে অতীত নির্দেশক Tense marker / past time adverb word যেমন: yesterday (গতকাল), the day before yesterday (গতকালের আগেরদিন), the previous day (গতকাল), ago (পূর্বে), before (আগে), long ago, long since (অনেক আগে), once upon a time (একদা কোন এক সময়), last এর সময়বাচক শব্দঃ last night, last noon, last year etc. অথবা অতীতকাল নির্দেশক সাল / বছর যেমন— ১৯৭১, ১৯৫২, ১৯৬৪, ২০০০ etc থাকলে বাক্যটি Past Indefinite Tense হয়। যেমন— 

সে গতরাতে চমৎকার পোশাক পরিধান করেছিল।
She wore lovely dress last night. 

গতকাল সে বাড়িতে গেল।
She went home, yesterday. 

রাজু গতরাতে এখানে এসেছিল।
Raju came here last night. 

গত সপ্তাহে তার বাবা বাড়ি এসেছে।
Her father came home last week.

বাংলায় চিনিবার উপায় : বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, ছিল, ছিলাম, ছিলে, লেন, তাম, ত, তে, তেন —এদের যেকোন একটি যোগ থাকে। যেমন—  করিয়াছিলাম, করেছিলাম, করিয়াছিলে, করেছিলে, করিয়াছিলি, করেছিলি, করিয়াছিল, করেছিল, করিয়াছিলেন, করেছিলেন, করিতাম, করতাম, করিতে, করতে, করিতি, করতি, করিত, করত, করিতেন, করতেন ইত্যাদি চিহ্ন থাকে। যেমন— 

সে কাজটি করেছিল। (করিয়াছিল)
He did the work.

তুমি গতরাতে কি করেছিলে?
What did you do last night? 

সে গতরাতে বাড়ি ছাড়ল।
He left home last night. 

Past Indefinite Tense এর গঠন

Affirmative :
Subject + মূল verb এর past form + Extension. 

যেমন— 
সে বাজারে গিয়েছিল।
He went to market. 

আমি লোকটিকে দেখেছিলাম।
I saw the man. 

আমি এটা করেছিলাম।
I did it. 

আমি একটি আম খেয়েছিলাম।
I ate a mango. 

Negative :
Subject + did not + মূল verb এর present form + Extension. 

Example : 
আমি বাজারে গিয়েছিলাম না। 
He did not go to market.

আমি এটা করি নি। 
I did not do it.

আমি একটি আম খাই নি। 
I did not eat a mango.

আমি লোকটাকে দেখিনি৷ 
I did not see the man. 

Interrogative :
Did + Subject + মূল verb এর present form + Extension + interrogative sign (?) 

Example : 
সে কি বাজারে গিয়েছিল?
Did he go to market?

আমি কি লোকটাকে দেখেছিলাম?
Did I see the man?

আমি কি একটি আম খেয়েছিলাম?
Did I eat a mango?

আমি কি এটা করেছিলাম?
Did I do it?

Negative — Interrogative :
Did + Subject + not + মূল verb এর present form + Extension + interrogative sign (?) 

Example : 
সে কি বাজারে গিয়েছিল না ?
Did he not go to market?

আমি কি লোকটাকে না দেখেছিলাম?
Did I not see the man?

আমি কি একটি আম খেয়েছিলাম না?
Did I not eat a mango?

আমি কি এটা করেছিলাম না?
Did I not do it?

Past Indefinite Tense এর ব্যবহার

(১) অতীতকালের কোন ঘটনা বা কাজ প্রকাশ করতে Past Indefinite Tense ব্যবহৃত হয়। যেমন— 

I saw him yesterday. 

He was not lazy. 

They came here one week ago. 

She danced.

We read the letter. 

(২) ভদ্রতা, বিনয়, সম্পত্তি, অনুমোদন ইত্যাদি প্রকাশ করতে Present এবং Future Tense এর পরিবর্তে Past Indefinite Tense ব্যবহৃত হয়। যেমন—

Would you have a cup of tea?

Would you grant us a half-holiday? 

Could you please tell me the time?

(৩) অতীতের অভ্যাসগত কোন কাজ বুঝাইতে Past Indefinite Tense ব্যবহৃত হয়। যেমন— 

My grandfather exercised every morning. 

Rahmin always took my father's advice.

Shikta always invited me to her birthday ceremony. 

Note :
অতীতকালের নিয়মিত অভ্যাসগত কাজ বুঝাইতে Verb এর Past form এর পূর্বে used to এবং অনিয়মিত কাজ বুঝাইলে would ব্যবহার করতে হয়। যেমন— 

I used to take a tea every afternoon. (নিয়মিত)

I would take a tea afternoon very often. ( অনিয়মিত) 


(৪) Since এর পূর্ববর্তী clause টি present indefinite বা present perfect tense হলে পরবর্তী clause টি Past Indefinite Tense হয়। যেমন— 

It is many years ago, since we met last.

Five years have passed since my parents died.

(৫) Would sooner, would rather, as if, as though ইত্যাদির পরবর্তী verb সাধারনত Past Indefinite Tense হয়। যেমন— 

You would rather gave up the idea.

I talk as if I owned the house. 

(৬)  ইত্যাদি এবং অতীত কালের কোন সময়ের উল্লেখ থাকলে Past Indefinite Tense ব্যবহৃত হয়। যেমন— 

বাবা গতরাতে বাড়ি এসেছিলেন।
Father came home last night. 

সে এখানে সাতদিন আগে এসেছিল।
He came here seven days ago.

আমি তাকে অনেকদিন আগে দেখেছি। 
I saw her long since ago. 

✔ Advanced Learning  01 :
বাক্যে had / was / were এর পরে main verb না থাকলে এরা নিজেরাই main verb এর past form হয় এবং এধরনের বাক্যগুলো Past Indefinite Tense হয়। যেমন— 

Salam had a house.

This book was first published in 1996. 

Hello, Bashir I didn't expect to see you today. Sharmin said you were ill.

For lunch yesterday, we had rice and fish. 

✔ Advanced Learning  02 :
Born / Die / Kill সংক্রান্ত সমস্যার সমাধানঃ

Born : কারো জন্মগ্রহণ করা বুঝাতে, মা কর্তৃক তাকে জন্ম নিতে হয় Past Indefinite Tense বিধায় হয়। 

Die : মানুষ বা কোন প্রাণী মৃত্যু নিজে নিজে গ্রহণ করা বুঝায়, Past Indefinite Tense বিধায় হয়। 

Kill : অন্যের দ্বারা মৃত্যু বা হত্যা করা বুঝায়, বিধায় Past Indefinite Tense হয়। 

যেমন— 

David Hockney was born in 1973 in Bradford a town in the north of England. 

The old man died last Monday. 

He was killed in a terrible fight with some drunken sailors.

Azibul Hasan

Related Links
2 - Tense
      Present
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Past
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Future
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous
Post a Comment (0)
Previous Post Next Post