Grammar : Past Perfect Continuous Tense

Past Perfect Continuous Tense
এই Tense টি বাংলায় নেই

নিচের বাক্য দুটি পড়ুন :
সে এই স্কুলে দুই বছর পড়ছিল (পড়েছিল)।
He was reading in this school for two years.

সে স্কুল ত্যাগ করল।
He left school. 

উপরের প্রথম বাক্যটির tense হল past continuous tense এবং দ্বিতীয় বাক্যটির tense হল past indefinite tense. অর্থাৎ এরা উভয়ই past tense এর বাক্য। কিন্তু প্রথম বাক্যের কাজটি আগে হয়েছিল / ঘটেছিল, তারপর ঘটেছিল ২য় বাক্যের কাজটি। এখন যদি বাংলায় উপরোক্ত বাক্য দুটিতে যুক্ত করা যায় এভাবে— 

সে স্কুল ত্যাগ করার পূর্বে এই স্কুলে দুই বছর ধরে পড়ছিল। 

কিন্তু এটাকে ইংরেজিতে লিখতে গেলে যে কাজটি আগে ঘটেছিল তার tense টি পরিবর্তিত হয়ে নিম্নরূপ হবে।

Subject + had been + V(ing) + Object

অর্থাৎ, He had been reading in this school এই tense টি হল Past Perfect Continuous Tense. 

তাহলে বলা যায়— অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কতক সময় ধরে চলছিল (চলিতেছিল) এরূপ বুঝালে Verb এর Past Perfect Continuous Tense হয়। 

এখন before / after বসানোর নিয়ম : 
  • past perfect continuous + before + past indefinite 
  • past indefinite + after + past perfect continuous 
এখন সবকিছু মিলে উপরের বাক্যটির পূর্ণাঙ্গ অনুবাদ হলো—

He had been reading in this school for two years before he left school. 

Past Perfect Continuous Tense এর গঠন

Subject + had been + Verb(ing) + object / Extension 

Example — 
The boys had been playing before the teacher came. 

I had been reading for two hours. 

I had been reading when he came. 

He had been trying to get her on the phone. 

Note :
এই Tense এর Negative & Interrogative sentence এর প্রচলন নেই।

আরো কিছু উদাহরণ— 
I had been doing the sums before you came.

She had been reading for two hours. 

They had been walking since morning. 

Rakib had been looking for a job for one year. 

সাধারনত কোনো একাডেমিক পরীক্ষা কিংবা চাকরীর প্রতিযোগীতা মূলক বিভিন্ন নিয়োগ পরীক্ষায় Past Perfect Continuous Tense  থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। তবু জানার স্বার্থে অন্তত কিছু শিখে রাখুন।

চমৎকার একটি পদ্ধতিতে Past Perfect Continuous Tense এর বাক্যের অনুবাদ করা শিখি — 

আমি এই কাজটি শুরু করার আগে এক ঘন্টা ধরে বই পড়ছিলাম। 

১ম ধাপ (Step—1) : বাক্যটিকে দুটি অংশে বিভক্ত করে নাও—

আমি এই কাজটি শুরু করেছিলাম।
I started this work.

আমি এক ঘন্টা ধরে বই পড়ছিলাম।
I had been reading a book for an hour. 

[যেহেতু এই কাজটি আগে ঘটেছিল তাই এর Tense হবে Past Perfect Continuous Tense ]

২য় ধাপ (Step—2) : এবার নিচের নিয়মমতো বাক্য দুটি সাজাও— 

past perfect continuous + before + past indefinite 

অর্থাৎ,
I had been reading a book for an hour before I started this work. 

এরকম আরো কিছু উদাহরণ :
She had been suffering from flu when she was interviewed. 

When we arrived a crowd had been waiting for hours to greet him.

Yesterday morning I got up and looked out of the window. The sun was shining, but the ground was very wet, It had been raining. 

He had been at the orphanage since he was four. 


Practice More :
আমরা বিকাল ৪ টা হতে খেলছিলাম।
We had been playing since 4 p.m. 

গত তিনদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল। 
It had been raining for the last three days.

সে আসার পূর্বে আমি অংক করছিলাম।
I had been doing sums before he came.

গত সোমবার হতে সে জ্বরে ভুগছিল।
He had been suffering from fever since last Monday. 

আমি ১ ঘন্টা যাবৎ পড়ছিলাম। 
I had been reading for an hour.

Related Links
2 - Tense
      Present
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Past
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Future
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous
Post a Comment (0)
Previous Post Next Post