Present Continuous Tense
ঘটমান বর্তমান কাল
বর্তমান কালে কোন কাজ একনাগাড়ে চলছে কিন্তু শেষ হয়নি এরূপ বুঝালে verb এর Present Continuous Tense হয়। যেমন—
আমি এখন ঘুমাইতেছি।
I am sleeping now.
সে একটি চিঠি লিখিতেছে।
He is writing a letter.
তাহারা ফুটবল খেলিতেছে।
They are playing football.
সুতরাং বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে, নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে, VIP লোকের কাজের সিডিউল ইত্যাদি বুঝাতে— এমন কাজের ক্ষেত্রে Present Continuous Tense ব্যবহৃত হয়।
Present Continuous Tense এর গঠন প্রণালী (Structure)
Subject, 1st person singular number এর সাথে am; 3rd person singular number হলে এর is; plural person এর সাথে are সাহায্যকারী verb হিসেবে বসে এবং মূল verb এর সাথে ing যোগ করতে হয়।
অথবা,
[ I —এর পরে am বসে। He, she, it এবং অন্যসব 3rd person ও singular number এর পরে is বসে। We, you, they ও plural subject এর পরে are বসে। ]
Affirmative :
Subject + am / is / are + verb + ing + object.
Example :
শান্তা একটি ছবি আঁকছে।
Shanta is drawing a picture.
তারা ক্রিকেট খেলিতেছে।
They are playing cricket.
আমি একটি উপন্যাস পড়ছি।
I am reading a novel.
Negative :
Subject + am / is / are + not + verb + ing + object.
Example :
শান্তা একটি ছবি আঁকছে না।
Shanta is not drawing a picture.
তারা ক্রিকেট খেলিতেছে না।
They are not playing cricket.
আমি একটি উপন্যাস পড়ছি না।
I am not reading a novel.
Interrogative :
Am / is / are + Subject + verb + ing + object + Interrogative sign (?)
Example :
শান্তা কি একটি ছবি আঁকিতেছে?
Is Shanta drawing a picture?
তারা কি ক্রিকেট খেলিতেছে?
Are they playing cricket?
আমি কি একটি উপন্যাস পড়ছি?
Am I reading a novel?
বাংলায় চিনিবার উপায় : বাংলা ক্রিয়ার শেষে সাধারনত তেছ, তেছি, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছেন, ছি্, ছ্, ছি, ছেন এদের যে—কোনো একটি যোগ থাকে। উদাহরণ—
আমি একটি বই পড়ছি।
I am reading a book.
তারা স্কুলে যাচ্ছে।
They are going to school.
সে ভাত রান্না করছে।
She is cooking rice.
সে এবার পরীক্ষা দিচ্ছে।
He is sitting for the examination this year.
Present Continuous Tense এর ব্যবহার
(১) নিকট ভবিষ্যতের কাজ বুঝাতে :
সে আগামীকাল আসিতেছে।
He is coming tomorrow.
আমি আগামীকাল ফিরছি।
I am leaving tomorrow.
আমি খুব দ্রুত ফিরে আসছি।
I am coming back soon.
Note :
Present Continuous Tense দিয়ে future tense কে বুঝাতে হলে সময়ের উল্লেখ করতে হয়। (যেমন— soon, this year, tomorrow ইত্যাদি)। তবে come ও go — verb দুটির ক্ষেত্রে সময়ের উল্লেখ না করলেও চলে।
(২) ইদানিং কাজটি হচ্ছে এরূপ বুঝালে :
আমি পাশ্বর্বতী কারখানায় কাজ করছি।
I am working in the nearby factory.
(ঠিক এই মুহূর্তে করছি তা নয়; বেশ আগে শুরু করেছি, এখন করি আর ভবিষ্যতে করব। পেশা, নেশা, অভ্যাস ইত্যাদির ক্ষেত্রে এরূপ ব্যবহার হয়।)
আমি এই স্কুলে পড়ছি। (পড়ছি = পড়ি)
I am reading in this school.
(৩) অভ্যাসগত কাজ বুঝাতে :
I am playing football even in this old age. (আমি এই বুড়ো বয়সেও ফুটবল খেলছি। ঠিক যে এখন খেলছি তা নয়, অনেক আগের অভ্যাস ; এখনও খেলি।)
(৪) কোনো বিশেষ কাজ হাতে নেওয়া হয়েছে কিন্তু এখনো চলছে, শেষ হয়নি, এরূপ বুঝালে :
Now I am reading a novel by Rabindranath. (ঠিক এখন পড়ছি তা নয়, শুরু করেছি, এখনও শেষ হয়নি, আরে দু' একদিন লেগে যাবে।)
(৫) পরিবর্তনশীল অবস্থা বুঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—
চালের দাম দিন দিন বেড়েই চলছে।
The price of rice is increasing day by day.
বাংলাদেশের আবহাওয়া দিন দিন পরিবর্তন হচ্ছে।
The weather of Bangladesh is changing day by day.
সতর্কতা :
(i) Now, right now(এই মূহুর্তে), at this moment, at present, In the very moment, rapidly( দ্রুতগতিতে), gradually, this + সময়বাচক শব্দ (যেমন—this year, this day etc), next + সময়বাচক শব্দ (যেমন— next Sunday, tonight (আজ রাতে), today, day by day (দিনের পর দিন), month after month (মাসের পর মাস), year after year (বছরের পর বছর) ইত্যাদি চলমান সময়বাচক শব্দ / শব্দগুচ্ছ কোন বাক্যে থাকলে বাক্যটি সাধারণত Present Continuous Tense হয়।
Example :
জামিল আজ স্কুলে যাচ্ছে না।
Jamil is not going to school today.
(ii) VIP লোকের কাজের Schedule বুঝাতে Present Continuous Tense হয়। যেমন—
১৫ আগস্ট, বাংলাদেশের রাষ্ট্রপতি একটি নতুন সেতু উদ্বোধন করবেন।
The president of Bangladesh is going to open a new bridge on August 15.
Present Continuous Tense এর Logical conclusion (যৌক্তিক সিদ্ধান্ত) Sentence :
একটি সম্পূর্ণ বাক্য দ্বারা এমন অর্থগত যুক্তি দেয় যেখানে অপর একটি কাজ হতে যাচ্ছে বা হচ্ছে এরূপ বুঝালে যৌক্তিক সিদ্ধান্তমূলক ভাবে বা সঠিক অর্থ প্রদানে Present Continuous Tense হয়। যেমন—
অধৈর্য হইওনা! আমি আসছি।
Don't be so impatient! I am coming.
শিশুটি এখন কান্না করছে কারণ সে ক্ষুদার্ত।
The baby is crying because it is hungry now.