Present Perfect Continuous Tense
এই Tense বাংলায় নেই
কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, এরূপ বুঝালে Present Perfect Continuous Tense হয়।
এখানে লক্ষ্য করার মত বিষয় হল যে কাজটি—
- অতীতে শুরু হয়েছে।
- এখনও চলছে।
উদাহরণ—
সকাল পাঁচটা থেকে বৃষ্টি হচ্ছে।
It has been raining since 5 a.m
[ এখানে since ব্যবহৃত হয়েছে তার কারণ বলা হয়েছে কখন থেকে বৃষ্টি হচ্ছে, কতক্ষণ
ধরে হচ্ছে তা বলা হয় নি। ]
✔ Since এবং for ব্যবহারের নিয়ম—
- কখন থেকে → since (Point of time)
- কতক্ষণ যাবৎ → for (Period of time)
Example :
সকাল পাঁচটা থেকে বৃষ্টি হচ্ছে।
It has been raining since 5 a.m
পাঁচ ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে।
It has been raining for five hours.
বাংলায় চিনিবার উপায় : বাংলা ক্রিয়ার শেষে তেছ, তেছি, তেছে, তেছেন, চ্ছ,
চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন, এদের যে কোন একটির উল্লেখ থাকে এবং তার
সাথে একটি সময়ের উল্লেখ থাকে।
Present Perfect Continuous Tense এর Structure
Affirmative Sentence :
Subject + have been / has been + মূল verb এর Present form এর সাথে ing +
Extension.
উদাহরণ—
Note :
Negative Sentence :
Note :
(3) এর কাজ অতীতে আরম্ভ হয়ে বর্তমান মুহূর্তের ঠিক পূর্বক্ষণে শেষ হওয়ার কথা বলতে Present Perfect Continuous Tense হয়। যেমন—
(4) Present Perfect Continuous Tense এ আমরা প্রায়শই lately, recently এবং long ব্যবহার করি। যেমন—
✔ 'since' এবং 'for' এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা :
Practice More :
উদাহরণ—
সে দুই ঘন্টা যাবৎ বইটি পড়ছে।
He has been reading the book for two hours.
আমি ১৯৯০ সাল থেকে এখানে বাস করছি।
I have been living here since 1990.
আমি ১৯৯৫ সাল থেকে এই অফিসে কাজ করছি।
I have been working in this office since 1995.
তারা দুই ঘন্টা যাবৎ ফুটবল খেলছে।
They have been playing football for two hours.
Note :
I, we, you, they ও Plural Subject এর পরে have been বসে এবং বাকি সবক্ষেত্রে
has been বসে।
আমি দু'ঘন্টা যাবৎ পড়ছি।
I have been reading for two hours.
সে দুই ঘন্টা ধরে পড়ছে।
He has been reading for two hours.
Negative Sentence :
Subject + have not been / has not been + মূল verb এর Present form এর সাথে ing
+ Extension.
উদাহরণ—
উদাহরণ—
সে দুই ঘন্টা যাবৎ বইটি পড়ছে না।
He has not (hasn't) been reading the book for two hours.
আমি ১৯৯০ সাল থেকে এখানে বাস করছি না।
I have not (haven't) been living here since 1990.
আমি ১৯৯৫ সাল থেকে এই অফিসে কাজ করছি না।
I have not been working in this office since 1995.
তারা দুই ঘন্টা যাবৎ ফুটবল খেলছে না।
They have not been playing football for two hours.
Note :
I, we, you, they ও Plural Subject এর পরে have been বসে এবং বাকি সবক্ষেত্রে
has been বসে।
Interrogative Sentence :
আমি দু'ঘন্টা যাবৎ পড়ছি না।
I have not been reading for two hours.
সে দুই ঘন্টা ধরে পড়ছে না।
He has not been reading for two hours.
Interrogative Sentence :
Have / Has + Subject + been + মূল verb এর Present form এর সাথে ing +
Extension + Interrogative sign (?)
উদাহরণ—
(1) যখন verb এর কাজ অতীতে আরম্ভ হয়ে এখন পর্যন্ত একটি সময় বা কাল ব্যাপিয়া চলতে থাকে তখন Present Perfect Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—
(2) Verb এর Repeated action Present যা অতীতে আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত চলতে থাকে সেখানেও Perfect Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—
উদাহরণ—
সে কি দুই ঘন্টা যাবৎ বইটি পড়ছে?
Has he been reading the book for two hours?
তুমি কি ১৯৯০ সাল থেকে এখানে বাস করছো?
Have you been living here since 1990?
সে কি ১৯৯৫ সাল থেকে এই অফিসে কাজ করছে?
Has he been working in this office since 1995?
তারা কি দুই ঘন্টা যাবৎ ফুটবল খেলছে?
Have they been playing football for two hours?
আমি কি দু'ঘন্টা যাবৎ পড়ছি?
Have I been reading for two hours?
সে কি দুই ঘন্টা ধরে পড়ছে?
Has he been reading for two hours?
Present Perfect Continuous Tense এর ব্যবহার
(1) যখন verb এর কাজ অতীতে আরম্ভ হয়ে এখন পর্যন্ত একটি সময় বা কাল ব্যাপিয়া চলতে থাকে তখন Present Perfect Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—
সে দুই ঘন্টা যাবৎ রৌদ্রে শুয়ে আছে।
He has been lying in the sun for two hours.
আমি গতবছর থেকে সেখানে কাজ করছি।
I have been working here since last year.
আমরা কুমিল্লায় ১৯৮৭ সাল থেকে বাস করছি।
We have been living Comilla since 1987.
(2) Verb এর Repeated action Present যা অতীতে আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত চলতে থাকে সেখানেও Perfect Continuous Tense ব্যবহৃত হয়। যেমন—
রহিম এবছর থেকে সন্ধ্যা ক্লাসে যাচ্ছে।
Rahim has been going to evening classes this year.
রুনা তার শৈশব থেকে গান গাইছে।
Runa has been singing since her childhood.
(3) এর কাজ অতীতে আরম্ভ হয়ে বর্তমান মুহূর্তের ঠিক পূর্বক্ষণে শেষ হওয়ার কথা বলতে Present Perfect Continuous Tense হয়। যেমন—
শান্তা সারা বিকেল কাজ করেছে এবং এখন বিশ্রাম করছে।
Shanta has been working all afternoon and now is taking rest.
আমি সাঁতার কেটেছি যার ফলে আমার চুল ভেজা।
I have been swimming that is why my hair is wet.
(4) Present Perfect Continuous Tense এ আমরা প্রায়শই lately, recently এবং long ব্যবহার করি। যেমন—
We have not been there lately.
She has been working as a teacher recently.
How long have you been waiting?
✔ 'since' এবং 'for' এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা :
Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে সময় উল্লেখ থাকলে ব্যাপক /
অনির্দিষ্ট সময় এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় এর পূর্বে since বসে। এছাড়া
অন্যান্য tense এর ক্ষেত্রেও— জন্য, যাবৎ, হতে, থেকে, বুঝাতে since / for বসতে
পারে। যেমন—
Julia has been ill for three months.
It has been raining for four days.
She has lived here since 1975.
For+ অনির্দিষ্ট সময় (Period of Time) |
Since+ নির্দিষ্ট সময় (Period of Time) |
---|---|
সাধারণ ঘড়ির সময় : Second / minute / hour / hours etc. |
ঘড়ির দ্বারা নির্দিষ্ট সময় : 10 o'clock, 10 p.m., 3.30 a.m. etc. |
দিন : Day / days (1 day / ten days etc.) |
দিনের অংশ : Morning, dawn (সকাল), noon, night, afternoon, evening, dusk (সন্ধ্যার পূর্বে), tonight etc. |
সপ্তাহ : Week / Weeks (1 week / two weeks etc.) |
সপ্তাহের অংশ / দিনের নামগুলো : Saturday, Sunday etc. |
মাস : Month / months (1 Month / nine months etc.) |
মাসের নামসমূহ : January, February, December etc. |
ঋতু : Season / seasons (1 season / 3 seasons etc.) |
ঋতুর নামসমূহ : Summer, Winder, Spring etc. |
বছর : Year / Years, decades (দশক), centuries (শতক) |
সাল উল্লেখ : 1971, 70th decade, 19th Century |
Practice More :
খুব সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
It has been raining since early morning.
সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ।
He has been ill for a week.
সে শুক্রবার হতে অসুস্থ হয়েছে।
He has been ill since Friday last.
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
It has been drizzling since morning.
পাঁচ ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে।
It has been raining for five hours.
thank you
ReplyDelete