Present Perfect Tense
পুরাঘটিত বর্তমান কাল
কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে— এরূপ বুঝালে Verb এর Present Perfect Tense হয়।
এখানে প্রধান কথা হল—
- এই মাত্র শেষ হয়েছে এবং
- তার ফলাফল এখনও বর্তমান আছে। যেমন—
বৃষ্টি হয়েছে।
It has rained.
[ বৃষ্টি হওয়ার কাজটির ফলাফল এখনও বর্তমান আছে। তার প্রমাণ হলো বৃষ্টির পানি এখনো শুকায়নি]। ঠিক একইভাবে,
সে গ্লাসটি ভেঙেছে।
He has broken the glass.
[ বাক্যের সত্যতা যাচাই করতে গিয়ে বলা যায় যে, গ্লাসের টুকরোগুলো এখনো পড়ে রয়েছে।]
বাংলায় চিনিবার উপায় : করিয়াছ, করেছি, করেছ, করেছিস, করিয়াছে, করেছে, করিয়াছেন, করেছেন ইত্যাদি বাংলা ক্রিয়ার শেষে যোগ থাকে। যেমন—
আমি ভাত খেয়েছি।
I have eaten rice.
সে স্কুলে গিয়াছে।
He has gone to school.
এছাড়া— করিনি / করি নাই, খাইনি / খাই নাই ইত্যাদি বুঝালে Present Perfect Tense হয়। যেমন—
আমি ভাত খাইনি।
I have not eaten rice.
Present Perfect Tense এর Structure :
Subject + has / have + মূল verb এর past participle + Extension.
Note :
He, She, It ও অন্যসব Singular Number যুক্ত Third Person এর পরে has এবং I, we, you, they ও plural subject এর পরে have বসে।
Affirmative Sentence :
Affirmative Sentence :
Subject + have / has + মূল verb এর past participle + Extension.
Example :
Example :
আমি ভাত খেয়েছি।
I have eaten rice.
আমরা ভাত খেয়েছি।
We have eaten rice.
সে ভাত খেয়েছে।
He has eaten rice.
তারা ভাত খেয়েছে।
They have eaten rice.
তুমি ভাত খেয়েছ।
You have eaten rice.
Negative Sentence :
Subject + have not / has not + মূল verb এর past participle + Extension.
Example :
Example :
আমি ভাত খাইনি।
I have not eaten rice.
আমরা ভাত খাইনি।
We have not eaten rice.
সে ভাত খায়নি।
He has not eaten rice.
তারা ভাত খায়নি।
They have not eaten rice.
তুমি ভাত খাওনি।
You have not eaten rice.
Interrogative Sentence :
Have / Has + Subject + মূল verb এর past participle + Extension + interrogative sign (?)
Example :
Example :
আমি কি ভাত খেয়েছি?
Have I eaten rice?
আমরা কি ভাত খেয়েছি?
Have we eaten rice?
সে কি ভাত খেয়েছে?
Has she / he eaten rice?
তারা কি ভাত খেয়েছে?
Have they eaten rice?
তুমি / তোমরা কি ভাত খেয়েছ?
Have you eaten rice?
Negative Interrogative Sentence :
Have / Has + Subject + not + মূল verb এর past participle + Extension + interrogative sign (?)
Example :
Example :
আমি কি ভাত খাইনি?
Have I not eaten rice?
আমরা কি ভাত খাইনি?
Have we not eaten rice?
সে কি ভাত খায়নি?
Has she not eaten rice?
তারা কি ভাত খায়নি?
Have they not eaten rice?
তুমি / তোমরা কি ভাত খাওনি?
Have you not eaten rice?
Present Perfect Tense —এর ব্যবহার
(১) বাক্যে Just, Just now (এই মাত্র), already, yet (তবুও / এখনও হ্যাঁ বা না), ever, lately, recently, never, up to now, up to the present, so far ইত্যাদি adverb গুলো থাকলে সাধারনত Present Perfect Tense [ নোটঃ এসব adverb সাধারণত main verb এর ঠিক পূর্বেই বসে। ] উদাহরণ—
সে এইমাত্র এলো।
He has just come in.
তুমি কি সম্প্রতি তাকে দেখেছ?
Have you seen her lately?
তুমি কি কখনো এটি দেখেছ?
Have you ever seen it?
না, আমি এটা কখনে দেখি নি।
No, I have never seen it.
আমার বন্ধুরা কখনো পিরামিড দেখে নি।
My friends have never seen the Pyramid.
এইমাত্র আমি একটি সুন্দর সিনেমা দেখেছি।
I have just seen a beautiful movie.
আমি তাকে এখন পর্যন্ত মাত্র একটি চিঠি পাঠিয়েছি।
I have sent him only one letter up to now.
এ যাবত সে তার ক্লাবের পক্ষে ৬৫ টি ম্যাচ খেলেছে।
He has played for his club in 65 matches so far.
আমি তাকে একাজ না করার জন্যে সব সময়ই উপদেশ দিয়েছি। (এমনকি এখনো দিই)
I have always advised him not to do it.
এইমাত্র সে বাহিরে গেছে।
He has gone out just now.
সে কি সম্প্রতি এখানে এসেছে।
Has he been here lately?
[ lately = recently = সম্প্রতি, কয়েক দিনের মধ্যে ]
সম্প্রতি আমার বাবা খুলনায় বদলি হয়েছেন।
My father has been transferred to Khulna recently.
[ হয়তো বদলির আদেশ হয়েছে কিন্তু এখনো সেখানে পৌছাতে পারেন নি। এটি একটি Passive বাক্য ]
অবশেষে এইমাত্র আমি আমার প্রতিশোধ নিলাম।
I have just got my revenge at last.
(২) সময়ের উল্লেখ নাই বা সময় নিদির্ষ্ট নয় এমন কোন অতীত ঘটনাকে বর্ণনা করতে :
যেমন—
আমি বইটি পড়েছি কিন্তু তার অধিকাংশই ভুলে গেছি।
I have read the book but I have forgotten the most of it.
[ এখানে ভুলে যাওয়ার কথা থেকে বোঝা যায়— কাজটি অনেক আগে করা হয়েছে( ঘটেছে)। কিন্তু কখন বা কোন সময় ঘটেছে তা নিদির্ষ্ট করে বলা নাই বলে Past Indefinite না হয়ে Present Perfect Tense হলো। ] যেমন—
আমি অনেক আগে বইটি পড়েছি কিন্তু তার অধিকাংশই ভুলে গেছি।
I read the book long ago but I have forgotten the most of it.
[ এখানে long ago অর্থাৎ সময় নিদির্ষ্ট করে থাকায় তা Past Tense হলো ]
(৩) অনেক আগে কোনো কাজ সংঘটিত হয়েছে কিন্তু সে কাজ এখনো সম্ভব এবং স্বাভাবিক এরূপ হলে Past Tense এর বদলে Present Perfect Tense হয়। যেমন—
তিনি কয়েকটি উপন্যাস লিখেছেন।
He has written a number of novels.
[ তিনি কয়েকটি উপন্যাস লিখেছেন। স্পষ্ট বুঝা যাচ্ছে তিনি এখনও বেঁচে আছেন এবং আরো উপন্যাস তার পক্ষে লেখা সম্ভব। ]
আমি এই নদীতে একটি কুমির দেখেছি।
I have seen a crocodile in this river.
[ আমি নদীতে একটি কুমির দেখেছি। বক্তা অনেক আগে দেখলেও কতবার দেখেছে তার কোনো উল্লেখ নেই। তাই তার মনের ভিতর এখনো ভয় বিরাজ করছে এবং আবারও কুমির দেখা যেতে পারে বলে তার বিশ্বাস আছে। ]
কিন্তু,
আমি এই নদীতে একটি কুমির দেখেছিলাম।
I saw a crocodile in this river.
[ বক্তা এই নদীতে একটি কুমির দেখেছিল এবং আবার কখনো দেখা যাবে বলে তার কোনো বিশ্বাস নেই। ]
(৪) Since + a point of time (নিদিষ্ট সময়), Since + clause, Since + adverb —এগুলোর সাথে Present Perfect Tense ব্যবহৃত হয়। যেমন—
জানুয়ারি মাসের পর থেকে আমি আর তাকে দেখিনি।
I haven't seen her since January.
[ January = a point of time (নিদিষ্ট সময়) ]
আমার চার বছর বয়সের পর থেকে তাকে আর আমি দেখি নি।
I haven't seen him since I was four.
[ এখানে I was four একটি clause ]
তিনি ১৯৭০ সালে বাড়ি ছেড়েছেন। তারপর থেকে আমি তাকে দেখিনি।
He left home in 1970. I haven't seen him since then.
[ then = adverb ]
(৫) this / NP1 + be + the + adjective (superlative) + NP2 + NP3 + have / has + ever + verb এর past participle এইভাবে গঠিত বাক্যগুলো Present Perfect Tense হয়। যেমন—
আমি যত মেয়ে দেখেছি তার ভেতর সেই সর্বশ্রেষ্ঠ।
She is the best girl I have ever seen.
[ She = NP1 ; is = be ; the best = adj (sup); girl = NP2 ; I = NP1 have ever seen = verb এর past participle ]
আমি যতো গাছে দেখেছি তার ভেতর এটি সবচেয়ে লম্বা।
This is the tallest tree I have ever seen.
আমি জীবনে প্রথমবারই এখানে এলাম।
This is the first time I have come here in my life.
তাকে মাফ করে দাও। সে মাত্র তৃতীয়বারের মতো ভুলটি করেছে।
Forgive him. This is only the third time he has made the mistake.
(৬) It is + Period of time + since + Past or Present Perfect Tense হয়। যেমন—
দুই বছর আগে আমি তাকে দেখেছিলাম তারপর আর দেখিনি।
It is two years since I have seen him.
Or, It is two years since I last saw him.
আমি করিমকে শেষবারের মতো পাঁচ বছর আগে দেখেছিলাম।
I last saw Karim five years ago.
Or, It is five years since I have seen Karim.
✔ Advanced Learning: 01
have এরপর Past Participle (had) থাকলে have হচ্ছে auxiliary verb আর had হলো main verb. [ have (v1) — had (v2) — had (v3) ] এরূপ বাক্য Present Perfect Tense হয়। যেমন —
আমি সংবাদটি শুনেছি।
I have had the news.
উল্লেখ্য— বাক্য অনুযায়ী have / had অনেকভাবে অর্থ দিতে পারে। যেমনঃ নিচের বাক্যে had এর অর্থ খাবার গ্রহণ করা / খাওয়া।
আমি আমার রাতের খাবার খেয়েছি।
I have had my supper.
আমি আমার দুপুরের খাবার খেয়েছি।
I have had my lunch.
এ বছরের শুরু থেকে আমরা ছুটি পাচ্ছি না।
We have not had a holiday since the begging of the year.
✔ Advanced Learning: 02
পূর্বে বা অতীতে ঘটেছে এবং বর্তমানে আবারও ঘটল এরূপ বুঝাতে যৌক্তিক সিদ্ধান্তমূলক বাক্যে সঠিক অর্থ প্রদানে Present Perfect Tense হয়। যেমন—
এই ধরনের বাক্যে সাধারণত first time, second time, third time, twice, thrice, two times, three times ইত্যাদি উল্লেখ থাকে।
নিশাত তিনবার এই সিনেমা দেখছে।
Nishat has seen this movie three times.
[ অর্থাৎ সে আগেও ২ বার এই সিনেমা দেখেছে ]
ট্রেনটি এই সপ্তাহে তিনবার দেরি করেছে।
The train has been late three times this week.
এই ধরনের বাক্যে সাধারণত first time, second time, third time, twice, thrice, two times, three times ইত্যাদি উল্লেখ থাকে।
আরো কিছু উদাহরণ—
Jesmin has lost her passport again. It is the 2nd time this has happened.
After this performance I have seen Hamlet five times.
We have spoken about this matter: it is useless to go on discussing.
✔ Advanced Learning: 03
একটি কাজ ঘটার কারণে অন্য কাজ ঘটিয়াছে এরূপ বুঝাতে এক অংশ Past Indefinite হলে অপর অংশ Present Perfect / Present Perfect Continuous হতে পারে। তবে অর্থগত সামঞ্জস্য আনার জন্যে অন্য ভাবেও Present Perfect / Present Perfect Continuous হতে পারে। যেমন—
এরমক আরো উদাহরণ—
✔ Advanced Learning: 04
সে খুব মানসিক আঘাত পেয়েছে কারণ সে একটি ভয়াবহ দুর্ঘটনা দেখেছে।
She is shocked because she has seen a terrible accident.
আমরা যখন সিনেমায় পৌছিলাম, সিরাজ বলল, “সে প্রথমবারের মতো এখানে এসেছে।”
When we reached the cinema, Siraj said, “this is the first time I have been here.”
এরমক আরো উদাহরণ—
She has been crying since she heard that her friend died.
Rangpur city is very different now. It has changed a lot.
✔ Advanced Learning: 04
Ever সংক্রান্ত সমস্যাঃ কখনও কোনো কাজ করেছে, এরূপ অর্থে ever যুক্ত বাক্যে Present Perfect Tense এর Have / Has + Subject + ever + V3 +........? বসে।
Example :
✔ Advanced Learning: 05
Example :
তুমি কি কখনো মেস্কিকো সিটিতে গিয়েছ?
Have you ever been to Mexico city?
তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো?
Have you ever been to Cox's Bazar?
তুমি কি কখনো রাঙামাটি গিয়েছ?
Have you ever gone to Rangamati?
তুমি কি কখনো লন্ডন গিয়েছ?
Have you ever been to London?
✔ Advanced Learning: 05
yet সংক্রান্ত সমস্যা: একটি বাক্যের মাঝে adverb হিসেবে yet অর্থ ‘তবুও / এখনও’। মনে রাখবেন yet শব্দটা সাধারণত affirmative / negative / interrogative যেকোনো বাক্যে বসতে পারে। Sentence এ এর অর্থটাই হলো আসল ব্যাপার। আবার হিসেবে যেকোনো Tense ( Perfect / Indefinite / Continuous) ক্ষেত্রে বসতে পারে। তাই আমাদের প্রচলিত পরীক্ষার জন্যে যেসব জানতে হবে তাই আলোচনা করা হলো—
Yet সাধারণত বাক্যের শেষে বসলে বাক্যটি negative + present perfect tense হয়।
Structure :
Subject + have / has + not + past participle + Extension + yet.
Example :
বাক্যের মাঝে বসলে এর গঠনঃ Subject + am / is / are / have / has / + not yet + to + present form + Extension.
Example :
আরো উদাহরণ—
Example :
আমি এখনো আমার চিঠি সম্পন্ন করিনি।
I have not finished my letter yet.
বাক্যের মাঝে বসলে এর গঠনঃ Subject + am / is / are / have / has / + not yet + to + present form + Extension.
Example :
তারা কাজটি এখনও শেষ করেনি।
They have not yet to finish the work.
আরো উদাহরণ—
আমি মনে করি না এখনো জানালা মেরামত হয়েছে।
I don't think the window has been repaired yet.
Azibul Hasan