Grammar : Tense

Tense
(ক্রিয়ার কাল)

Tense শব্দের বাংলা অর্থ কাল বা সময়। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense কে ইংরেজি ভাষার প্রাণ ‘Soul of English Language’ বলা হয়। বাক্য গঠন, পরিবর্তন কিংবা সংযোজন সবক্ষেত্রেই Tense— এর প্রয়োজন অনস্বীকার্য। 

কোন কার্য সম্পাদনের সময় বা কালকে Tense বলে। উদাহরণ—
I eat rice.
I ate rice.
I shall eat rice.

উপরের প্রথম Sentence দ্বারা বুঝায়, আমি (বর্তমানে) ভাত খাচ্ছি। দ্বিতীয় Sentence দ্বারা বুঝায়, আমি ভাত খেয়েছিলাম। অর্থাৎ অতীত আমি অতীতে কোনো এক সময় ভাত খেয়েছিলাম। তৃতীয় Sentence দ্বারা বুঝায়, আমি ভাত খাব। যা ভবিষ্যত কালের কোন এক সময়কে নির্দেশ করে। উপরোক্ত তিনটি Sentence এর মূল Verb হলো Eat. যা তিনটি বাক্যে তিন ধরনের রূপ প্রকাশ করেছে। অর্থাৎ একই Verb এর বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন সময়ের কার্য সম্পাদনকে স্পষ্ট করে বুঝিয়েছে। সুতরাং বিশদভাবে বললে বলা যায়— কোন Verb এর কাজ কখন সংঘটিত হয়, হয়েছিল বা হবে তা নির্দেশ করার জন্যে ঐ Verb— এর যে রূপগুলো ব্যবহৃত হয়, তাদেরকে Tense (ক্রিয়ার কাল) বলে। 

Definition
Tense is the form in which a verb is used to express when an action is, was or will be performed. 


Tense — এর প্রকারভেদ

Tense প্রধানত ৩ প্রকার। যথা— 
(1) Present Tense (বর্তমান কাল)
(2) Past Tense (অতীত কাল)
(3) Future Tense (ভবিষ্যত কাল)

(1) Present Tense (বর্তমান কাল) : Verb এর কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে, তখন তাকে Present Tense বলে। যেমন— 
She sings a song.
The boy is playing football. 
He goes to the market.

(2) Past Tense (অতীত কাল) : Verb এর কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে, তখন তাকে Past Tense বলে। যেমন— 
She sang a song.
The boy was playing football. 
He went to the market.

(3) Future Tense (ভবিষ্যত কাল) : Verb এর কার্য যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে, তখন তাকে Future Tense বলে। যেমন— 
She will sing a song.
The boy will be playing football. 
He will go to the market.

কার্যের সময়কে আরও স্পষ্ট করে বুঝাবার জন্য প্রত্যেক প্রকার Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন—
(a) Indefinite / Simple
(b) Continuous
(c) Perfect
(d) Perfect Continuous  

অর্থাৎ, 
Present Tense — এর প্রকারভেদ :
— Present Indefinite Tense
— Present Continuous Tense
— Present Perfect Tense 
— Present Perfect Continuous Tense

Past Tense — এর প্রকারভেদ :
— Past Indefinite Tense
— Past Continuous Tense
— Past Perfect Tense 
— Past Perfect Continuous Tense

Future Tense — এর প্রকারভেদ :
— Future Indefinite Tense
— Future Continuous Tense
— Future Perfect Tense 
— Future Perfect Continuous Tense

Indefinite Tense কে Simple Tense ও বলা হয়ে থাকে।

আজিবুল হাসান

Related Links
2 - Tense
      Present
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Past
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous

      Future
          ↬ Indefinite / Simple
          ↬ Continuous
          ↬ Perfect
          ↬ Perfect Continuous
Post a Comment (0)
Previous Post Next Post