Grammar : The Sentence

The Sentence

(A)
Definition and Characteristics

নিচের শব্দসমষ্টিগুলো ( Groups of words) পড় :

বাড়ি যায়

সে ভাত

রহিম মাঠে

কোনটির দ্বারা পূর্ণ অর্থ পায়? অবশ্যই না। কিন্তু শব্দ সমষ্টি গুলোকে যদি নিচের নিয়মে লিখি

সে বাড়ি যায়।

সে ভাত খায়।

রহিম মাঠে খেলে।

তাহলে প্রতিটি ক্ষেত্রে এক একটি পূর্ণ অর্থ প্রকাশ পায়। এবার, আবার নিচের শব্দ সমষ্টিগুলোকে পড় :
goes home

He rice

Rahim in the field

ঠিক উপরের মত এখানেও কোন ক্ষেত্রে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় নি। কিন্তু এখন নিচের উদাহরণ গুলো পড়ে দেখ :

He goes home.

He eats rice.

Rahim plays in the field.

এবার কিন্তু প্রত্যেকটা শব্দ সমষ্টি এক একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। অর্থাৎ, তাদের প্রত্যেকটিকে এখন এক একটি বাক্য বা Sentence বলা যেতে পারে। তাহলে দেখা গেল— কোন শব্দ সমষ্টিকে বাক্যে বা Sentence এ পরিণত করতে গেলে তাদের মধ্যে অর্থের পূর্ণতা থাকতে হবে। সুতরাং বলা যেতে পারে, Sentence এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর অর্থের সম্পূর্ণতা থাকতে হবে বা Completeness of sense.

এবার আরেকটি চমৎকার জিনিস লক্ষ্য করি। আমরা উপরোক্ত বাংলা বাক্যেগুলো ইচ্ছে মত নিচের কায়দায় লিখি তবে কি কোন অর্থ প্রকাশ পাবে?

যায় সে বাড়ি

খায় ভাত সে

খেলে মাঠে রহিম

উপরের বাক্যগুলো কোনোটাই কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে নি। কিন্তু কেন? আগে যে সব শব্দ গুলো যোগ করে আমরা পূর্ণ অর্থবহ বাক্য তৈরি করেছিলাম, তার সবগুলো শব্দই বাক্যগুলোতে থাকলেও তাদের অবস্থান বদলানোর কারণে তারা অর্থবোধক বাক্য তৈরি করতে অক্ষম হয়েছে। এবার নিচের বাক্যগুলো লক্ষ্য কর :

goes home he

He rice eats

in plays field Rahim the

তাহলে দেখা গেল যে, শব্দগুচ্ছের এলোমেলোভাবে কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই। অর্থ প্রকাশ করতে গেলে অর্থাৎ বাক্যে পরিণত হতে গেলে, তাদেরকে অবশ্যই অবস্থানগত একটি শৃঙ্খল বা Order মেনে চলতে হবে। অর্থাৎ শব্দগুলো অবশ্যই যার যায়গায় তাকেই বসাতে হবে, নইলে তারা বাক্য গঠন করতে পারবে না।

↪ উপরের সকল আলোচনা থেকে আমরা sentence এর প্রধান ৩ টি বৈশিষ্ট্য পাই। যথা—

(১) Completeness (অর্থের পূর্ণতা)

(২) Correct Order (যথাযথ শৃঙ্খলা)

(৩) Combination of Words (শব্দসমষ্টি)

এবং উপরের বৈশিষ্ট্য গুলোর দিকে লক্ষ করেই আমরা sentence এর সংজ্ঞা দিতে পারি—

Definition :
A sentence is a combination of words arranged in such an order that it expresses a complete sense of meaning.

(বাক্য হলো এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে।)

অন্যভাবে,
P. C. Das এর ভাষায়—
A word or a group of words having a clear meaning in a given context is called a sentence.

Wren & Martin এর বর্ণনায়—
A group of words which makes a complete sense is called a sentence.

(B)
Elements of the Sentence

আমরা উপরের বাক্যগুলো আবারও দেখব।

(i)
সে বাড়ি যায়।
He goes home.

(ii)
সে ভাত খায়।
He eats rice.

(iii)
রহিম মাঠে খেলা করে।
Rahim plays in the field.

উপরের প্রত্যেকটা বাক্যেই একটা ক'রে কাজ ঘটেছে। (i) নং বাক্যে 'যায়', (ii) নং বাক্যে 'খায়', (iii) নং বাক্যে 'খেলা করে' —এগুলো হলো কাজ। এদের প্রত্যেককে ক্রিয়া বা Verb বলে। কোন একটি বাক্য এই ক্রিয়া বা Verb—ই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে Verb গুলো হল :

(i) goes
(ii) eats
(iii) plays

এই verb হলো কোন sentence এর গুরুত্বপূর্ণ element বা উপাদান। এর সাহায্যে sentence এর অন্যান্য element বা উপাদান সম্পর্কে জানা বা উপাদান গুলো নির্ণয় করা যায়। আর এর জন্য নিমোক্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে।

১। কাজটি "কে" (Who) করে?

(i) নং বাক্যে আমরা কে দিয়ে প্রশ্ন করলে এমন হয় "কে যায়?" এবং এর উত্তর হবে "সে"। তাহলে ঐ বাক্যের কর্তা তথা Subject হবে সে (He)। একইভাবে (ii) নং বাক্যের কর্তা তথা Subject হবে সে (He) এবং (iii) নং বাক্যের কর্তা তথা Subject হবে রহিম (Rahim)।

২। সে "কি" (What) নিয়ে / দিয়ে কাজটি করে?

(ii) নং বাক্যে যে কাজটি ঘটছে তা হলো "খাওয়া"। যদি প্রশ্ন করি সে 'কি' খায়? তাহলে উত্তর হবে— সে 'ভাত' খায়। তাহলে এই ভাত হল কর্ম বা Object। (i) নং বাক্যে কোনো Object নাই এবং (ii) নং বাক্যেও কোনো Object নেই।

এবার আরো কয়েকটি উদাহরণ—

(iv)
রহিম একটি ভাল ছেলে।
Rahim is a good boy.

(v)
রহিম ভাল খেলে।
Rahim plays well.

(vi)
সে দ্রুত দৌড়ায়।
He runs swiftly.

এই বাক্যগুলোতে কতকগুলো elements আছে যাদেরকে জানার জন্য নিচের প্রশ্নগুলো প্রযোজ্য :

৩। কেমন?
৪। কেমনভাবে কাজটি করে?

(iv) নং বাক্যে যদি প্রশ্ন করি রহিম "কেমন" ছেলে? তাহলে উত্তর হল "ভাল" (good) ছেলে। এই good হল adjective বা বিশেষণ।

(v) নং বাক্যে যদি প্রশ্ন করি রহিম "কেমনভাবে" খেলে? উত্তর হয়, সে "ভালভাবে" খেলে। অর্থাৎ এই শব্দটি দিয়ে ক্রিয়া কিভাবে সংঘটিত হল (ভালভাবে বা মন্দভাবে ইত্যাদি) তা বুঝাচ্ছে। একে বলে adverb. এখানে adverb হল well. এরূপে (v) নং বাক্যে adverb হল "দ্রুত" বা swiftly.

নিচে কোন প্রশ্ন করে কোন element জানা যাবে তা সংক্ষেপে দেওয়া হল :

Subject জানতে "কে" দিয়ে প্রশ্ন করুন। যেমন—

সে ভাত খায়।
He eats rice.
(sub. = He)

Object জানতে "কি" নিয়ে কাজ করে প্রশ্ন করুন। যেমন—

সে ভাত খায়।
He eats rice.
(rice = object)

Verb জানতে "কি" কাজ করে প্রশ্ন করুন। যেমন—

সে ভাত খায়।
He eats rice.
(eats = Verb)

Adjective জানতে লোকটি বা জিনিসটি " কেমন " প্রশ্ন করুন। যেমন—

সে একজন ভাল ছেলে।
He is a good boy.
(good = adjective)

Adverb জানতে কাজটি "কেমনভাবে" সম্পন্ন হয় প্রশ্ন করুন। যেমন—

পাখি দ্রুত উড়ে।
The bird flies swiftly.
(swiftly = Adverb)

একটি জিনিস লক্ষ্য কর। Adjective বা বিশেষণ দিয়ে Verb এর অবস্থা বুঝায় না, Subject বা Object এর অবস্থা বুঝায়। তাহলে Sentence এর element গুলো নিচের Structure গুলো প্রকাশ করলে যেমন হবে—

Subject + Verb + Object
Example
He eats rice.

Subject + Verb + Adjective
Example
He runs swiftly.

Subject + Verb + Adjective + Noun
Example
He is a good boy.

তাহলে আমরা Subject, Verb, Object, Adverb, Adjective চিনলাম। কিন্তু sentence এর আরো একটি গুরুত্বপূর্ণ element আছে। নিচের উদাহরণে তা আমরা জানব—

(vii)
তিনি একজন ডাক্তার।
He is a doctor.

এখানে,
He = Subject; is = Verb; doctor = ?

এখানে doctor কি Object? নিশ্চয়ই নয়। কারণ object এর সাথে verb এর সম্পর্ক আছে। যেমন— He eats rice. বাক্যটিতে rice হল object. কারণ এটি নিয়ে কর্তা (subject) কাজ করছে। কাজটি হলো eat. তাহলে (vii) Sentence এ doctor কি? এটি যদি object না হয় তবে অন্যকিছু। আর এটি হলো Complement. [ Complement হলো Subject এর ভিন্ন পরিচয়। ] He eats rice বাক্যে He এবং rice এক জিনিস নয়। কিন্তু (vii) বাক্যে He এবং doctor একই জিনিস। কারণ— He যিনি doctor ও তিনি।

He = doctor

এভাবে verb এর পরে subject এর অন্য পরিচয় বসলে তাকে complement বলে। আর ঐ verb টিকে বলে link verb বা linking verb. Linking Verb এর কাজ হলো subject ও complement এর মাঝে সম্পর্ক (link) স্থাপন করা।

(C)
Subject and Predicate

(1) Subject (বাক্যের কর্তা) :
বাক্যে যে ব্যক্তি, বস্তু বা বিষয় নিয়ে বলা বা লিখা হয় তাই Subject. যেমন—

সে একজন ভাল ছাত্র।
He is a good student.

এই বাক্যে Subject হল He (সে)। বাক্য লেখার সময় সাধারণত Subject থাকে প্রথমে।

নোট :
সাধারণত Subject ছাড়া বাক্য গঠন হয় না, তাই Subject কে বাক্যের মূল কর্তা বা Agent বলা হয়। আবার, একটি বাক্যের কর্তা বা Subject হওয়ার যোগ্যতা রাখে শুধু Noun / Pronoun।

(2) Predicate (উদ্দেশ্য বা বিধেয়) :
Subject সমন্ধে যা বলা হয় তাই Predicate. যেমন—

সে একজন ভাল ছাত্র।
He is a good student.

এই বাক্যে Predicate হলো is a good student.

Advanced Learning 01 :
Predicate এর আবার ২ টি অংশ। যথা— (i) Finite Verb & (ii) Extension.

সে একজন ভাল ছাত্র।
He is a good student.

এই বাক্যে Finite Verb হলো is এবং Extension হলো a good student.। Finite Verb এবং Extension এর মধ্যে মূল অংশ হচ্ছে Finite Verb. কারণ একটি বাক্যে Extension না থাকলেও হয় কিন্তু Finite Verb ছাড়া বাক্য হতে পারে না। সুতরাং একটি বাক্যে ২ টি অংশ থাকা জরুরি তা হলো (i) Subject & (ii) Finite Verb.

✔ Sentence সম্পর্কিত কতিপয় ধারণা :

(১) Sentence গঠন করতে কমপক্ষে একটি কর্তা (Subject) এবং Finite Verb থাকবে হবে। Finite Verb ছাড়া বাক্য হয় না। যেমন—

আমি একটি পাখি দেখেছি।
I saw a bird.

রানা একটি বই পড়ে।
Rana reads a book.

কৃষক জমিতে চাষ করিতেছে।
The farmer is ploughing the land.

এখানে, Sentence এ I হল subject, saw হচ্ছে finite verb এবং a bird হলো object. দ্বিতীয় এবং তৃতীয় বাক্য অনুরূপ নিয়মে গঠিত হয়েছে।

(২) Sentence এর প্রথম অক্ষরটি Capital Letter অর্থাৎ বড় হাতের হবে। যেমন—

বালকটি বুদ্ধিমান।
The boy is intelligent.

সাবিনা আমার চাচাতো বোন।
Sabina is my cousin.

এখানে, বাক্যের প্রথম অক্ষরটি T এবং S Capital letter হয়েছে।

(৩) Proper Noun (নামবাচক বিশেষ্য) এর যেখানেই বসুক তার প্রথম অক্ষর Capital letter হবে। Example :

সে ভাল ইংরেজি বলতে পারে।
He can speak English well.

টিনা ইহা মিনাকে দিয়েছিল।
Tina gave it to Mina.

এখানে, EnglishMina হলো proper noun. তাই এরা বাক্যের মাঝে, শেষে যেখানেই বসুক না কেন, এদের প্রথম বর্ণ হবে Capital letter এ।

(৪) অনেকক্ষেত্রে Subject ছাড়া শুধু Finite Verb দিয়ে Sentence গঠন করা যায়। এক্ষেত্রে Subject Silent বা উহ্য থাকে। যেমন—

অংকটি কর।
Do the sum.

এখানে এস।
Come here.

উপরের উদাহরণ গুলোতে Do the sum দ্বারা You do the sum বুঝানো হয়েছে এবং Come here দ্বারা You come here বুঝানো হয়েছে। এখানে কর্তা (Subject) : You silent রয়েছে।

(৫) কখনও কখনও একটিমাত্র শব্দ বা word নিয়েও একটি Sentence হয়। যেমন : কেউ যদি প্রশ্ন করে— Will you go? (তুমি কি যাবে?) এর উত্তরে তখন বলা যাবে— Yes or No। এখানে Yes একটি Sentence. কারণ, Yes দ্বারা বুঝানে হয়— I shall go (আমি যাব) এবং No একটি Sentence কারণ, No দিয়ে বুঝানো হয়— I shall not go (আমি যাব না) .

Azibul Hasan
Related Links
Post a Comment (0)
Previous Post Next Post