এটিএম কার্ড - ATM Card
এটিএম কার্ড হচ্ছে সে কার্ড যা দিয়ে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায়। নিজের ব্যাংক একাউন্টে টাকা থাকা সাপেক্ষে যে কেউ এটিএম কার্ড দিয়ে নির্দিষ্ট বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবে। আগে ব্যাংক থেকে টাকা তুলতে হলে চেক বইয়ের ফরম পূরণ করে স্বাক্ষর মিলিয়ে, লাইনে দাঁড়িয়ে অনেক ঝামেলা পোহাতে হতো। কিন্তু এটিএম কার্ড চালু হওয়ার ফলে গ্রাহকরা যেকোনো সময়ে যেকোনো জায়গা থেকেই প্রয়োজনে টাকা উত্তোলন করতে পারে। এ কার্ডটির পুরো নাম অটোমেটিক ট্রেলার মেশিন। এটিএম কার্ড ব্যবহার করতে হলে প্রথমে ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটির নামে ফরম পূরণ করে জমা দিলে ঐ নামে একটি এটিএম কার্ড ইস্যু হবে প্লাস্টিকের এ কার্ডে থাকবে গোপন একটি ব্যক্তিগত আইডেন্টিটিফিকেশন নম্বর, যা পিনকোড নামে পরিচিত। কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের সময় ঐ পিন কোড ব্যবহার করতে হবে। এই কার্ডটি ব্যাংকের যে কোন এটিএম বুথ থেকে টাকা তোলা যায়। এটিএম কার্ড থেকে টাকা তোলার জন্য বছরে একটি নির্দিষ্ট টাকা ব্যাংকে জমা দিতে হয়, যা এটিএম কার্ডের চার্জ হিসেবে কেটে রাখা হয়। আধুনিক প্রযুক্তির এই যুগে টাকা লেনদেন ও বহন করার ক্ষেত্রে এটিএম কার্ডের ব্যবহার একটি স্মার্ট পদ্ধতি। তাই এটি ব্যবহার করে খুব সহজ উপায়ে লেনদেনের পাশাপাশি আধুনিকতা ও স্মার্টনেসের পরিচয় ফুটিয়ে তোলা যায়।