৬ষ্ঠ শ্রেণি : ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা : ৭ম সপ্তাহ
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায়, তার একটি তালিকা তৈরি কর।
নমুনা সমাধান
আল্লাহ তা'আলার দরবারে ইবাদাত সর্বদা করা যায় যদি তা সুষ্ট প্রক্রিয়ায় হয়ে থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদাত ফরজ করা হয়েছে তার একটি তালিকা
১। ঘুম ভাঙ্গার সাথে সাথে আল্লাহর কাছে পবিত্র মনে সারাদিনের কর্মকান্ডের জন্য মঙ্গলকামনা করা একটি ইবাদাত।
২। বাথরুমে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা এবং এর দোয়া মনে মনে উচ্চারণ করাও ইবাদাতের মাঝে পড়ে।
৩। খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করাও ইবাদাত।
৪। গুরুজনের কথা মান্য করা, ছোট বড় সকলকে সালাম দেয়াও ইবাদাত।
৫। শারীরিক পরিচ্ছন্নতাও ইমানের অঙ্গ।
৬। অসহায় দুস্থ ও গরীব মানুষকে আর্থিক সহায়তা করা, এবং বিপদে পাশে দাঁড়ানোও একটি ইবাদাত।
৭।সারাদিন ওযু অবস্থায় থাকলে কোন বদ নজর কাছে আসে না, ফলে এটিও একটি ইবাদাত।
৮। যেকোন রকম নেক কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা একটি ইবাদাত।
৭। প্রতিদিন একবার গোসল করা ফরজ বিধায় এটিও ইবাদাত।
৮। সময় মতো সালাত আদায় করা, এবং কোন কারণে নামাজ কাযা হলে সময় করে তা আদায় করে নেয়া ফরজ বিধায় তা ইবাদাত হিসেবে গণ্য।
৯।শৃঙ্খলাভাবে জীবন পরিচালনা করা, মিলেমিশে থাকা, অন্যকে হিংসা না করা ইত্যাদি ইবাদাতের অর্ন্তভূক্ত।
১০। একাগ্রতার সাথে নামাজ আদায় করলে আল্লাহ সকল দোয়া কবুল করেন বিধায় এই ইবাদাতের সময় যথেষ্ট মমনোযোগী হওয়া প্রয়োজন।
১১। সময়ের কাজ সময়ে করা, সময়ের মূল্য দেয়া, অবহেলা না করা, যত্ন সহকারে সঠিক নিয়মে।
সকল কাজ সম্পন্ন করাও ইবাদাত।
১২। আল্লাহর দেয়া বিধি নিষেধ অনুসারে জীবন পরিচালনা করা, অন্যায় কাজ থেকে বিরত থেকে সৎ পথে দৃঢ় থাকাও প্রতিদিনের ইবাদাতের সামিল।
১৩। ধনী গরীবের মধ্যে ভেদাভেদ না করে সকলের সাথে সম্মান দিয়ে কথা বলা, ছোট বড় সকলের মাঝে সাম্য গঠনের মাধ্যমে, একে অপরের মতামতকে সম্মান জানানোর মাধ্যমে ইবাদাত হয়ে থাকে।
১৪। পরিবারকে যথোপযুক্ত অধিকার দেয়া, তাদের সাথে সময় কাটানো, মিথ্যার আশ্রয় না নিয়ে একে অপরের ভূল ত্রুটি শুধরানোর মাধ্যমেও ইবাদাত হয়।
১৫। ঘুমানোর পূর্বে আল্লাহর কাছে সকল গুনাহ কাজের জন্যে ক্ষমা চেয়ে ওযু করে ঘুমের দোয়া পড়ে বিছানায় যাওয়াও ইবাদাতের সামিল।
আরো দেখুন :
৮ম সপ্তাহের নমুনা সমাধান :
৭ম সপ্তাহের নমুনা সমাধান :
৬ষ্ঠ শ্রেণি : অ্যাসাইনমেন্ট : ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা
Hlw....kamon aso??? Valo aso nee???!!
ReplyDelete