৯ম শ্রেণি : জীব বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

৯ম শ্রেণি : জীব বিজ্ঞান : ৯ম সপ্তাহ

কাগজ, সুতা এবং রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদকোষের মডেল প্রস্তুত কর।

নমুনা সমাধান

কাগজ, সুতা, রঙ ব্যবহার করে একটি আর্দশ উদ্ভিদ কোষ মডেল প্রস্তুত করা হলো :

১) ১৬ ইঞ্চি দৈঘ্য, ১০ ইঞ্চি প্রস্থের একটি শক্ত কাগজ ব্যবহার করি।
২) সহজপ্রাপ্য সুতা ও রঙ ব্যবহার করতে পারি।
৩) উদ্ভিদ কোষের প্রতিটি অঙ্গ সঠিকভাবে তুলে ধরে চিহ্নিত করতে হবে।
৪) পচনশীল দ্রব্যের ব্যবহার এড়িয়ে যেতে হবে।
৫) এবং প্রয়োজনে নিচের ও উপরের ক্লাসের পাঠ্যবইয়ের সাহায্য নেয়া যেতে পারে।

একটি আর্দশ উদ্ভিদ কোষ : যখন একটি উদ্ভিদ কোষে  সব উপাদান ও ক্ষুদ্রাঙ্গা উপস্থিত থাকে, সেটিই হলো আদর্শ উদ্ভিদ কোষ। 


উদ্ভিদ কোষ বাইরে থেকে জড় পদার্থের তৈরি কোষ প্রাচীর ও তার নিচে অবস্থিত সজীব প্লাজমামেমব্রেন নামক দুটি পদার্থ দ্বারা পরিবেষ্টিত থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে আর প্লাস্টিডে থাকে ক্লোরোপ্লাস্ট যেখানে ক্লোরোফিল নামক সবুজ বর্ণধার থাকায় এদের সবুজ দেখায়। এই ক্লোরিফিল নামক কণিকার জন্য উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। উদ্ভিদ কোষে সাধারণত কোষগহ্বর বড় হয়। তাই নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করেনা। সাইটোপ্লাজম একপাশের থাকে।মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। মূলত এসব অঙ্গসমূহের সমন্বয়ে আদর্শ উদ্ভিদ কোষ গঠিত হয়।


আরো দেখুন :

৯ম সপ্তাহের নমুনা সমাধান :
Post a Comment (0)
Previous Post Next Post